ETV Bharat / state

এবার ভাঙড়ে কোরোনার সংক্রমণ, সিল হল এলাকা - one corona positive found at Bhangar

নীলরতন সরকার মেডিকেল কলেজে যখন ভরতি ছিলেন তখন সেখানকার আরও সাতজনের সঙ্গে তিনিও কোরোনায় আক্রান্ত হন । এখন ভাঙড়ের আক্রান্ত মহিলাকে এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

bhangar
ভাঙড়ে কোরোনা আক্রান্ত
author img

By

Published : May 3, 2020, 2:41 PM IST

ভাঙড়, 3 মে : কোরোনার সংক্রমণ এবার ভাঙড় 2 ব্লকে। আক্রান্ত এক প্রসূতি। কয়েকদিন আগে তিনি সন্তান প্রসবের জন্য NRS-এ ভরতি হয়েছিলেন । সেই সময় হাসপাতালের ওই বিভাগের আরও সাতজনের সঙ্গে তাঁর কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে। ওই হাসপাতাল থেকে তাঁকে এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এদিকে আক্রান্তের শ্বশুর, শাশুড়িসহ পরিবারের সকলকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

এই ঘটনার পর আজ সকাল থেকে এলাকায় পুলিশ এবং প্রশাসনের তৎপরতা বেড়েছে । আক্রান্তের বাড়ি থেকে 15 মিটার পর্যন্ত এলাকাকে রেড জ়োন করা হয়েছে । 15 থেকে 30 মিটার এলাকাকে বাফার জোন হিসেবে ঘোষণা করা হয়েছে । ব্যারিকেড করে ওই এলাকা সিল করে দিয়েছে পুলিশ । এলাকার কোনও মানুষকে বাইরে বেরোতে দেওয়া হবে না । বাইরের কোনও মানুষ আগামী 14 দিন ওই এলাকায় প্রবেশ করতে পারবেন না বলে প্রশাসন সূত্রে খবর ।

barricade
এলাকা ব্যারিকেড করার কাজ চলে

এলাকার বাসিন্দাদের সুবিধার জন্য প্রশাসনের তরফ থেকে খোলা হচ্ছে হেল্প ডেস্ক । বাসিন্দারা তাঁদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রশাসনের মাধ্যমে পেতে পারেন । ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । এই প্রথম ভাঙড়ে কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলায় সচেতন প্রশাসন ।

bhangar
সংক্রমণ রুখতে পদক্ষেপ করে স্থানীয় প্রশাসন

ভাঙড়, 3 মে : কোরোনার সংক্রমণ এবার ভাঙড় 2 ব্লকে। আক্রান্ত এক প্রসূতি। কয়েকদিন আগে তিনি সন্তান প্রসবের জন্য NRS-এ ভরতি হয়েছিলেন । সেই সময় হাসপাতালের ওই বিভাগের আরও সাতজনের সঙ্গে তাঁর কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে। ওই হাসপাতাল থেকে তাঁকে এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এদিকে আক্রান্তের শ্বশুর, শাশুড়িসহ পরিবারের সকলকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

এই ঘটনার পর আজ সকাল থেকে এলাকায় পুলিশ এবং প্রশাসনের তৎপরতা বেড়েছে । আক্রান্তের বাড়ি থেকে 15 মিটার পর্যন্ত এলাকাকে রেড জ়োন করা হয়েছে । 15 থেকে 30 মিটার এলাকাকে বাফার জোন হিসেবে ঘোষণা করা হয়েছে । ব্যারিকেড করে ওই এলাকা সিল করে দিয়েছে পুলিশ । এলাকার কোনও মানুষকে বাইরে বেরোতে দেওয়া হবে না । বাইরের কোনও মানুষ আগামী 14 দিন ওই এলাকায় প্রবেশ করতে পারবেন না বলে প্রশাসন সূত্রে খবর ।

barricade
এলাকা ব্যারিকেড করার কাজ চলে

এলাকার বাসিন্দাদের সুবিধার জন্য প্রশাসনের তরফ থেকে খোলা হচ্ছে হেল্প ডেস্ক । বাসিন্দারা তাঁদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রশাসনের মাধ্যমে পেতে পারেন । ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । এই প্রথম ভাঙড়ে কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলায় সচেতন প্রশাসন ।

bhangar
সংক্রমণ রুখতে পদক্ষেপ করে স্থানীয় প্রশাসন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.