কাকদ্বীপ, 6 মে : এবার দক্ষিণ 24 পরগনার কোস্টাল থানা এলাকায় এক কোরোনা আক্রান্তের হদিস মিলল। তাঁকে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তের পরিবারের আটজনকে হোম কোয়ারানটিনে রাখা হয়েছে।
পরিবার সূত্রে খবর, আটদিন আগে অসুস্থতার কারণে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে । টানা আটদিন জ্বর ও সঙ্গে সর্দি-কাশি ছিল । এরপর তাঁকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কোরোনা সংক্রমণ সন্দেহে লালারসের নমুনা পরীক্ষা করা হয় । গতকাল তাঁর রিপোর্ট পজ়িটিভ এসেছে ।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে ওই ব্যক্তির পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে । প্রশাসনের পক্ষ থেকে তাঁর বাড়ির চারিদিক সিল করে দেওয়া হয়েছে । পরিবারের সদস্য়দের জন্য খাবার জোগানের দায়িত্বের পাশাপাশি যে কোনও পরিষেবা দিতে বলা হয়েছে পুলিশকে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ওই ব্যক্তি কোথায় কোথায় গেছিলেন, কারা কারা তাঁর সংস্পর্শে এসেছিলেন ও কীভাবে তিনি কোরোনায় আক্রান্ত হলেন তা নিয়ে খোঁজ শুরু হয়েছে । আপাতত ওই এলাকা থেকে কাউকে বাইরে না বের হওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ ।