ETV Bharat / state

TMC Leaders Murder at Canning: ক্যানিংয়ে তিন তৃণমূলের কর্মী খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য - TMC activists murder in Canning

ক্যানিংয়ের তৃণমূলের কর্মী খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য (TMC Leaders Murder at Canning)৷ ঘটনাস্থলে এসেছে সিআইডি ৷

Is old enmity behind TMC activists murder in Canning
TMC Leaders Murder at Canning
author img

By

Published : Jul 7, 2022, 10:14 PM IST

ক্যানিং, 7 জুলাই: প্রকাশ্যে তিন তৃণমূল কর্মীকে গুলি করে ও কুপিয়ে খুনের ঘটনার এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য । পুরনো শত্রুতার জেরেই তিন তৃণমূল কর্মী খুন করা হয়েছে বলে জানা গিয়েছে (TMC activists murder in Canning)। ক্যানিংয়ে তিন তৃণমূল নেতা ও কর্মী খুনের ঘটনায় এমনটাই মনে করেছে তদন্তকারী আধিকারীকরা ।

তবে খুনের ঘটনায় এখনও রাজনৈতিক কোনও তথ্য মেলেনি বলে খবর । পাশাপাশি তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য । এই তিন খুনের মামলায় সন্দেহভাজন মূল অভিযুক্ত রফিকুল । যার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই, এমনই দাবি করেছেন তৃণমূল নেতা বাদল নস্কর ।

বছর দেড়েক আগে রফিকুল গ্রেফতার হয় এনডিপিএস মামলাতে । জেল থেকে বেরনোর পর বাদল নস্করের উপর হামলা চালায় সে । বাদল নস্কর তৃণমূলের একজন সক্রিয় কর্মী । তখন বাদলকে বাঁচান পঞ্চায়েত সদস্য স্বপন মাজি । তারপর থেকেই স্বপনের উপর রাগ ছিল রফিকুলের । আর তার জেরেই এই ঘটনা বলে অনুমান । স্বপনই ছিল মূল টার্গেট । মনে করছেন তদন্তকারীরাও । বিকেলে ঘটনাস্থলে পৌঁছয় চার সদস্যের সিআইডির প্রতিনিধি দল ।

আরও পড়ুন: ক্যানিংয়ে 3 তৃণমূল নেতা খুনে আতঙ্কিত গ্রামবাসীরা

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে রাস্তা দিয়ে বাইকে করে আসছিলেন স্বপনরা তার উলটো দিক থেকে একটি বাইকে করে আসে আততায়ীরা । রাস্তা আটকে দাঁড়ায় স্বপনদের । প্রথমে স্বপনকে গুলি করে । তারপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । এরপর বাকি দু’জনকে খুনের পর পালায় অভিযুক্তরা । একজন বাইকে করে পালায় । অন্য তিনজন মাঠ দিয়ে দৌড়ে পালায় । পুলিশ মনে করছে, আগে থেকে মাঠের পাশে বসে অপেক্ষা করছিল ওই আততায়ীরা । ওই রাস্তা দিয়েই যে স্বপনরা মিটিংয়ে যাবেন, আগে থেকে তার খবর ছিল দুষ্কৃতীদের কাছে । একটি বাইকে করে আসে চারজন আততায়ী ।

ক্যানিংয়ের তৃণমূলের কর্মী খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার করেছে পুলিশ । মূল অভিযুক্তের সঙ্গী বাকি তিনজনকেও চিহ্নিত করেছে পুলিশ । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে । ঘটনাস্থলে এসেছে সিআইডি টিমও । ডিআইজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্ত বলেন, "এখন তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷ আমরা অনেকগুলো সূত্র পেয়েছি । খুব দ্রুত মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারব ।"

আরও পড়ুন: তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ 3 জনকে গুলি করে কুপিয়ে খুন ক্যানিং-এ

এই ঘটনা সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "কিছু হলে আগে তৃণমূল দাবি করত যে সিপিএম করেছে ৷ এখন বলছে বিজেপি করেছে । এইটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ । এখন কে কত বড় নেতা হয়েছে সেটাই টেক্কা দেওয়ার রাজনীতি চলছে রাজ্যে ।" ক্যানিংয়ের ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বিজেপি কর্মী সমর্থকেরা দীর্ঘদিন ঘরছাড়া । ওখানে বিভিন্ন ইস্যু নিয়ে তৃণমূলের ঝামেলা হয় । আজকের এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই হয়েছে ।"

ক্যানিং, 7 জুলাই: প্রকাশ্যে তিন তৃণমূল কর্মীকে গুলি করে ও কুপিয়ে খুনের ঘটনার এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য । পুরনো শত্রুতার জেরেই তিন তৃণমূল কর্মী খুন করা হয়েছে বলে জানা গিয়েছে (TMC activists murder in Canning)। ক্যানিংয়ে তিন তৃণমূল নেতা ও কর্মী খুনের ঘটনায় এমনটাই মনে করেছে তদন্তকারী আধিকারীকরা ।

তবে খুনের ঘটনায় এখনও রাজনৈতিক কোনও তথ্য মেলেনি বলে খবর । পাশাপাশি তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য । এই তিন খুনের মামলায় সন্দেহভাজন মূল অভিযুক্ত রফিকুল । যার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই, এমনই দাবি করেছেন তৃণমূল নেতা বাদল নস্কর ।

বছর দেড়েক আগে রফিকুল গ্রেফতার হয় এনডিপিএস মামলাতে । জেল থেকে বেরনোর পর বাদল নস্করের উপর হামলা চালায় সে । বাদল নস্কর তৃণমূলের একজন সক্রিয় কর্মী । তখন বাদলকে বাঁচান পঞ্চায়েত সদস্য স্বপন মাজি । তারপর থেকেই স্বপনের উপর রাগ ছিল রফিকুলের । আর তার জেরেই এই ঘটনা বলে অনুমান । স্বপনই ছিল মূল টার্গেট । মনে করছেন তদন্তকারীরাও । বিকেলে ঘটনাস্থলে পৌঁছয় চার সদস্যের সিআইডির প্রতিনিধি দল ।

আরও পড়ুন: ক্যানিংয়ে 3 তৃণমূল নেতা খুনে আতঙ্কিত গ্রামবাসীরা

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে রাস্তা দিয়ে বাইকে করে আসছিলেন স্বপনরা তার উলটো দিক থেকে একটি বাইকে করে আসে আততায়ীরা । রাস্তা আটকে দাঁড়ায় স্বপনদের । প্রথমে স্বপনকে গুলি করে । তারপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । এরপর বাকি দু’জনকে খুনের পর পালায় অভিযুক্তরা । একজন বাইকে করে পালায় । অন্য তিনজন মাঠ দিয়ে দৌড়ে পালায় । পুলিশ মনে করছে, আগে থেকে মাঠের পাশে বসে অপেক্ষা করছিল ওই আততায়ীরা । ওই রাস্তা দিয়েই যে স্বপনরা মিটিংয়ে যাবেন, আগে থেকে তার খবর ছিল দুষ্কৃতীদের কাছে । একটি বাইকে করে আসে চারজন আততায়ী ।

ক্যানিংয়ের তৃণমূলের কর্মী খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার করেছে পুলিশ । মূল অভিযুক্তের সঙ্গী বাকি তিনজনকেও চিহ্নিত করেছে পুলিশ । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে । ঘটনাস্থলে এসেছে সিআইডি টিমও । ডিআইজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্ত বলেন, "এখন তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷ আমরা অনেকগুলো সূত্র পেয়েছি । খুব দ্রুত মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারব ।"

আরও পড়ুন: তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ 3 জনকে গুলি করে কুপিয়ে খুন ক্যানিং-এ

এই ঘটনা সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "কিছু হলে আগে তৃণমূল দাবি করত যে সিপিএম করেছে ৷ এখন বলছে বিজেপি করেছে । এইটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ । এখন কে কত বড় নেতা হয়েছে সেটাই টেক্কা দেওয়ার রাজনীতি চলছে রাজ্যে ।" ক্যানিংয়ের ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বিজেপি কর্মী সমর্থকেরা দীর্ঘদিন ঘরছাড়া । ওখানে বিভিন্ন ইস্যু নিয়ে তৃণমূলের ঝামেলা হয় । আজকের এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.