ETV Bharat / state

রদবদল! তৃণমূল নেতা খুনের ঘটনায় সরানো হল জয়নগর থানার আইসিকে

Joynagar TMC Leader Murder Case: তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের পর জয়নগর থানার আইসি বদল করা হল ৷ এমনিতেই শাসক নেতা খুন ঘিরে রাজনৈতিক মহলে তুমুল তরজার সৃষ্টি হয়েছে। এমনই আবহে আইসিকে সরিয়ে দিল প্রশাসন।

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 7:43 AM IST

Updated : Nov 18, 2023, 12:03 PM IST

ETV Bharat
জয়নগর ও টিটাগড় থানার ওসিকে সরানো হল

জয়নগর, 18 নভেম্বর: তৃণমূল নেতার সইফুদ্দিন লস্করের খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগর। এমনই আবহে সরানো হল জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়কে ৷ সূত্রের খবর, তাঁকে পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে ৷ তাঁর জায়গায় নতুন আইসির দায়িত্ব পাচ্ছেন পার্থসারথি পাল ৷

এরই সঙ্গে বদলি করা হল টিটাগড় থানার আইসি সমিত মণ্ডলকে ৷ তাঁর জায়গায় নতুন দায়িত্বে এলেন তাপস কুমার নস্কর ৷ অন্যদিকে, সমিত মণ্ডলকে পাঠানো হয়েছে বীরভূম জেলায় ৷ সেখানে মিসিং পার্সন স্কোয়াডে কাজ করবেন তিনি ৷ বিগত কয়েক মাসে একাধিকবার দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে টিটাগড়ে । প্রশ্নের মুখে পড়েছে এলাকার আইন-শৃ্ঙ্খলা পরিস্থিতি ৷ এই অবস্থায় আইসি বদল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

এদিকে, 13 নভেম্বর, সোমবার ভোরে দক্ষিণ 24 পরগনার জয়নগরের বামনগাছিতে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয়েছে ৷ প্রথম থেকেই ঘটনার দায় সিপিএমের দিকে ঠেলেছে তৃণমূল ৷ এদিকে বিজেপির দাবি, শাসক শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে ৷ জয়নগরের ঘটনায় ইতিমধ্যেই এলাকার সিপিএম নেতা আনিসুর রহমান লস্কর-সহ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বৃহস্পতিবার নদিয়ার রানাঘাট থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ। যদিও সিপিএমের দাবি, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আনিসুরকে। এ ঘটনা নিয়ে এখনও চলছে শোরগোল ৷ এরই মধ্যে আইসি বদল নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা ৷

আরও পড়ুন:

  1. জয়নগরে তৃণমূল নেতা খুনের অন্যতম অভিযুক্ত সিপিএম নেতা গ্রেফতার, আটক আরও চারজন
  2. জয়নগরকাণ্ডে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, নজরে সন্দেহভাজন বাইক আরোহীরা
  3. 'বড়ভাই'য়ের নির্দেশে সুপারি, গুলি চালিয়েছে সাহাবুদ্দিন; দাবি জয়নগর-কাণ্ডে ধৃত শাহরুলের

জয়নগর, 18 নভেম্বর: তৃণমূল নেতার সইফুদ্দিন লস্করের খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগর। এমনই আবহে সরানো হল জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়কে ৷ সূত্রের খবর, তাঁকে পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে ৷ তাঁর জায়গায় নতুন আইসির দায়িত্ব পাচ্ছেন পার্থসারথি পাল ৷

এরই সঙ্গে বদলি করা হল টিটাগড় থানার আইসি সমিত মণ্ডলকে ৷ তাঁর জায়গায় নতুন দায়িত্বে এলেন তাপস কুমার নস্কর ৷ অন্যদিকে, সমিত মণ্ডলকে পাঠানো হয়েছে বীরভূম জেলায় ৷ সেখানে মিসিং পার্সন স্কোয়াডে কাজ করবেন তিনি ৷ বিগত কয়েক মাসে একাধিকবার দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে টিটাগড়ে । প্রশ্নের মুখে পড়েছে এলাকার আইন-শৃ্ঙ্খলা পরিস্থিতি ৷ এই অবস্থায় আইসি বদল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

এদিকে, 13 নভেম্বর, সোমবার ভোরে দক্ষিণ 24 পরগনার জয়নগরের বামনগাছিতে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয়েছে ৷ প্রথম থেকেই ঘটনার দায় সিপিএমের দিকে ঠেলেছে তৃণমূল ৷ এদিকে বিজেপির দাবি, শাসক শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে ৷ জয়নগরের ঘটনায় ইতিমধ্যেই এলাকার সিপিএম নেতা আনিসুর রহমান লস্কর-সহ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বৃহস্পতিবার নদিয়ার রানাঘাট থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ। যদিও সিপিএমের দাবি, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আনিসুরকে। এ ঘটনা নিয়ে এখনও চলছে শোরগোল ৷ এরই মধ্যে আইসি বদল নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা ৷

আরও পড়ুন:

  1. জয়নগরে তৃণমূল নেতা খুনের অন্যতম অভিযুক্ত সিপিএম নেতা গ্রেফতার, আটক আরও চারজন
  2. জয়নগরকাণ্ডে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, নজরে সন্দেহভাজন বাইক আরোহীরা
  3. 'বড়ভাই'য়ের নির্দেশে সুপারি, গুলি চালিয়েছে সাহাবুদ্দিন; দাবি জয়নগর-কাণ্ডে ধৃত শাহরুলের
Last Updated : Nov 18, 2023, 12:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.