সুন্দরবন, 30 জুলাই: 'আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস শুক্রবারই পালিত হয়েছে (International Tiger Day 2022) ৷ সেই কর্মসূচিতে সামিল হয়েছে সুন্দরবনও (Sundarbans) ৷ তার মধ্যেই সুখবর দিল দক্ষিণ 24 পরগনা জেলা বন দফতর ৷ তাদের দাবি, সুন্দরবনের বাদাবনে ক্রমশ বাড়ছে বাঘের সংখ্যা ৷ সাম্প্রতিক হিসেব অনুসারে, সংখ্য়াটা অন্তত 96 ৷ এভাবে চললে আর হয়তো কয়েক বছরের মধ্যেই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্য়া 100 ছাড়িয়ে যাবে ৷ সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করতে ইতিমধ্যেই একটি প্রচার কর্মসূচি শুরু করেছে বন দফতর ৷ তার পোশাকি নাম দেওয়া হয়েছে, '96 নট আউট' (96 Not Out) ৷
দক্ষিণ 24 পরগনার ডিএফও মিলন মণ্ডল এই প্রসঙ্গে জানিয়েছেন, সুন্দরবনের বাঘের উপর তাঁরা নিয়মিত নজর রাখছেন ৷ বাঘের গতিবিধি জানতে বিভিন্ন জায়গায় ক্যামেরার ফাঁদ (Trap Camera) বসানো হয়েছে ৷ তাতে যে ছবি ধরা পড়েছে, তা যথেষ্ট ইতিবাচক বলেই জানিয়েছেন মিলন ৷ এছাড়া, জঙ্গল থেকে নিয়মিত বাঘের পায়ের ছাপ (Pugmark) সংগ্রহ করা হচ্ছে ৷ তা খতিয়ে দেখেই বনাধিকারিক ও বিশেষজ্ঞরা নিশ্চিত, এই মুহূর্তে ভারতের অধীনস্ত সুন্দরবনে অন্তত 96টি বাঘ রয়েছে ৷ বন দফতরের হাতে আসা প্রমাণ বলছে, ইতিমধ্যে নতুন ব্যাঘ্র শাবকেরও জন্ম হয়েছে সুন্দরবনে ৷ অর্থাৎ, বনের বাঘ-বাঘিনীরা সুস্থ আছে এবং তাদের স্বাভাবিক বংশবৃদ্ধির প্রক্রিয়াও অব্যাহত ৷
আরও পড়ুন: World Tiger Day Special Documentary: 'বিশ্ব বাঘ দিবস' উদযাপন হবে বিশেষ তথ্যচিত্রে
প্রসঙ্গত, আগে বাঘ দেখলেই মানুষ ক্ষেপে যেত ৷ বাঘ মারতে লাঠি হাতে বেরিয়ে পড়ত ৷ এখন তেমন ঘটনা অনেকটাই কমেছে ৷ বন দফতরের তৎপরতায় সুন্দরবনের বাসিন্দারা এখন অনেক বেশি সচেতন ৷ তাঁরাও চান, বনে বাঘ থাকুক ৷ অন্যদিকে, মানুষের সঙ্গে বাঘের সম্মুখ সাক্ষাৎ ঠেকাতেও উদ্যোগী হয়েছে বন দফতর ৷ জঙ্গলের বিস্তীর্ণ এলাকা ঘেরা হয়েছে নাইলনের জাল দিয়ে ৷ কিন্তু, প্রাকৃতিক দুর্যোগ-সহ নানা কারণে সেই জালের বেশ কিছুটা অংশ ছিঁড়ে গিয়েছিল ৷ সেইসব জায়গায় নতুন করে জাল লাগানোর কাজ শুরু হয়েছে ৷