ETV Bharat / state

Bhangar Police Station:ভাঙড়কে শান্ত রাখতে বাড়তে পারে থানার সংখ্যা - ভাঙড়

উত্তপ্ত ভাঙড়কে শান্ত করতে থানা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ মোট 3টি থানা রয়েছে ভাঙড়ে ৷ এবার সেই সংখ্যাই বাড়ার সম্ভাবনা ৷ ভূমি সমীক্ষা দফতর কলকাতা পুলিশকে এই প্রস্তাব দিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 7, 2023, 12:43 PM IST

ভাঙড়, 7 অগস্ট: পঞ্চায়েত নির্বাচনের পরও উত্তাপ কমেনি ভাঙড়ে । তাই পদক্ষেপ করতেও তৎপর রাজ্য সরকার । এবার থানা বাড়তে পারে দক্ষিণ 24 পরগনার অন্যতম চর্চিত এলাকা ভাঙড়ের । মোট 9টি থানা পেতে চলেছে ভাঙড় ৷ বর্তমানে মোট তিনটি থানা আছে ভাঙড়ে ৷ কলকাতা পুলিশের আওতায় এনে 3টি থানা ভেঙে 9টি থানা করার প্রস্তাব দিয়েছে ভূমি সমীক্ষা দফতর ৷ কলকাতা পুলিশকে এই প্রস্তাব দেওয়া হয়েছে ৷

ইতিমধ্যেই ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার কথা বলেছিলেন মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তা নিয়ে কলকাতা পুলিশের নগরপাল (সিপি) বিনীত গোয়েল ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর সঙ্গে কথাও হয় তাঁর ৷ শুধু তাই নয়, ভাঙড়ের জন্য আলাদা ডিভিশনের প্রস্তাবও ইতিমধ্যেই এসেছে বলে সূত্র মারফত খবর। যা দেখভালের জন্য একজন আইপিএস বা ডিসি পদমর্যাদার আধিকারিকও রাখা হতে পারে ।

পঞ্চায়েত নির্বাচনের পর থেকে আরও উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় ৷ প্রায়শই বোমা-গুলি চলাচলের ঘটনা ঘটে ৷ প্রাণহানির ঘটনাও নতুন নয় ৷ তাই নিরাপত্তার স্বার্থে ভাঙড়ের বেশ কিছু থানা কলকাতা পুলিশের আওতায় আনার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ সেই মতোই ভূমি সমীক্ষা দফতরও প্রস্তাব দিল কলকাতা পুলিশকে ৷ বর্তমানে ভাঙড় বিধানসভার অধীনে লেদার কমপ্লেক্স, কাশীপুর ও ভাঙড় থানা আছে ৷ এবার এর সঙ্গে যুক্ত হতে পারে হাতিশালা, পোলেরহাটে ৷ নতুন থানা হতে পারে উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, নারাযণপুর, ভদ্র, ও চন্দনেশ্বর ৷

আরও পড়ুন: ভাঙড় এবার কলকাতা পুলিশের অধীনে, ডিজিকে পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভাঙরের 9টি থানা যোগ হলে কলকাতা পুলিশের থানার সংখ্যা বেড়ে হবে 89টি । ডিভিশনের সংখ্যা বেড়ে হবে 11টি । তবে পুলিশি পাহারায় ভাঙড় শান্ত হবে কি না সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ৷ পুলিশ সূত্রের খবর, শীঘ্রই কলকাতা পুলিশ কমিশনারেটের অধীনে একটি নতুন ডিভিশন তৈরি করা হবে ৷ যেখানে এই 9টি নতুন থানাকে অন্তর্ভুক্ত করা হবে । প্রস্তাবটি রাজ্য মন্ত্রিসভা অনুমোদন করলেই নতুন থানা তৈরির প্রক্রিয়া শুরু হবে । এই প্রসঙ্গে একজন আধিকারিক জানান, এনসিআরবি রেকর্ড অনুযায়ী কলকাতাকে পরপর তিনবার ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে তকমা দেওয়া হয়েছে । আশা করা যায় কলকাতা পুলিশ ভাঙড়েও শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে ।

ভাঙড়, 7 অগস্ট: পঞ্চায়েত নির্বাচনের পরও উত্তাপ কমেনি ভাঙড়ে । তাই পদক্ষেপ করতেও তৎপর রাজ্য সরকার । এবার থানা বাড়তে পারে দক্ষিণ 24 পরগনার অন্যতম চর্চিত এলাকা ভাঙড়ের । মোট 9টি থানা পেতে চলেছে ভাঙড় ৷ বর্তমানে মোট তিনটি থানা আছে ভাঙড়ে ৷ কলকাতা পুলিশের আওতায় এনে 3টি থানা ভেঙে 9টি থানা করার প্রস্তাব দিয়েছে ভূমি সমীক্ষা দফতর ৷ কলকাতা পুলিশকে এই প্রস্তাব দেওয়া হয়েছে ৷

ইতিমধ্যেই ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার কথা বলেছিলেন মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তা নিয়ে কলকাতা পুলিশের নগরপাল (সিপি) বিনীত গোয়েল ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর সঙ্গে কথাও হয় তাঁর ৷ শুধু তাই নয়, ভাঙড়ের জন্য আলাদা ডিভিশনের প্রস্তাবও ইতিমধ্যেই এসেছে বলে সূত্র মারফত খবর। যা দেখভালের জন্য একজন আইপিএস বা ডিসি পদমর্যাদার আধিকারিকও রাখা হতে পারে ।

পঞ্চায়েত নির্বাচনের পর থেকে আরও উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় ৷ প্রায়শই বোমা-গুলি চলাচলের ঘটনা ঘটে ৷ প্রাণহানির ঘটনাও নতুন নয় ৷ তাই নিরাপত্তার স্বার্থে ভাঙড়ের বেশ কিছু থানা কলকাতা পুলিশের আওতায় আনার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ সেই মতোই ভূমি সমীক্ষা দফতরও প্রস্তাব দিল কলকাতা পুলিশকে ৷ বর্তমানে ভাঙড় বিধানসভার অধীনে লেদার কমপ্লেক্স, কাশীপুর ও ভাঙড় থানা আছে ৷ এবার এর সঙ্গে যুক্ত হতে পারে হাতিশালা, পোলেরহাটে ৷ নতুন থানা হতে পারে উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, নারাযণপুর, ভদ্র, ও চন্দনেশ্বর ৷

আরও পড়ুন: ভাঙড় এবার কলকাতা পুলিশের অধীনে, ডিজিকে পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভাঙরের 9টি থানা যোগ হলে কলকাতা পুলিশের থানার সংখ্যা বেড়ে হবে 89টি । ডিভিশনের সংখ্যা বেড়ে হবে 11টি । তবে পুলিশি পাহারায় ভাঙড় শান্ত হবে কি না সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ৷ পুলিশ সূত্রের খবর, শীঘ্রই কলকাতা পুলিশ কমিশনারেটের অধীনে একটি নতুন ডিভিশন তৈরি করা হবে ৷ যেখানে এই 9টি নতুন থানাকে অন্তর্ভুক্ত করা হবে । প্রস্তাবটি রাজ্য মন্ত্রিসভা অনুমোদন করলেই নতুন থানা তৈরির প্রক্রিয়া শুরু হবে । এই প্রসঙ্গে একজন আধিকারিক জানান, এনসিআরবি রেকর্ড অনুযায়ী কলকাতাকে পরপর তিনবার ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে তকমা দেওয়া হয়েছে । আশা করা যায় কলকাতা পুলিশ ভাঙড়েও শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.