ETV Bharat / state

Sukanta Majumdar: বোমা আর গুলি ছাড়া এই রাজ্যে সরকার চলছে না: সুকান্ত - রায়দিঘিতে সুকান্ত মজুমদার

মোদি কাপের উদ্বোধন করতে রায়দিঘিতে এসে মমতা সরকারকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)৷

Sukanta Majumdar
সুকান্ত মজুমদার
author img

By

Published : Dec 29, 2022, 11:03 PM IST

রায়দিঘি, 29 ডিসেম্বর: জেলার মাটিতে পা দিয়ে কার্যত রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনায় রায়দিঘি নন্দকুমারপুরে মোদি কাপের উদ্বোধন করতে এসে রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন তিনি(nothing is ruuning in state without bomb and bullets says Sukanta Majumdar)৷

মোদি কাপের উদ্বোধনের পাশাপাশি একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারকে বিঁধে সুকান্ত মজুমদার বলেন, "এই রাজ্যে বোমা গুলি ছাড়া কিছুই চলছে না, এমনকি সরকারও চলছে না । আবাস যোজনায় দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা, সব কিছুতেই দুর্নীতি ৷ কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কাজ করলে রাজ্যেরই মঙ্গল । রাজ্যের মানুষের মঙ্গল ।"

শুক্রবার সরকারি অনুষ্ঠানে যোগদান করতে রাজ্য়ে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । একগুচ্ছ কর্মসূচির পাশাপাশি গঙ্গা দূষণ রোধ ও গঙ্গার নাব্যতা বৃদ্ধি করার জন্য গঙ্গা লাগোয়া রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন ৷

এই বৈঠক থেকে গঙ্গার পাড়ে সৌন্দর্যায়ন-সহ গঙ্গা অ্যাকশন প্ল্যান নিয়ে বিস্তারিত পরিকল্পনা রাজ্যের তরফ থেকে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হতে পারে। রাজ্য সরকার যে গঙ্গার ভাঙ্গন নিয়ে কেন্দ্রীয় সহযোগিতা চেয়ে বারবার সাহায্য থেকে বঞ্চিত হয়েছে তাও এই বৈঠকে উল্লেখ করা হতে পারে বলে খবর। সুতরাং শুক্রবারের বৈঠক রাজ্যবাসীর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বৈঠকে আলাদা করে সুন্দরবন মাস্টার প্ল্যান নিয়েও প্রধানমন্ত্রীকে রাজ্যের বক্তব্য সরাসরি তুলে ধরতে পারেন বাংলার প্রশাসনিক প্রধান।

আরও পড়ুন : 'রাজ্যের পঞ্চায়েতগুলি তৃণমূলের দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে', আক্রমণ সুকান্তর

রায়দিঘি, 29 ডিসেম্বর: জেলার মাটিতে পা দিয়ে কার্যত রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনায় রায়দিঘি নন্দকুমারপুরে মোদি কাপের উদ্বোধন করতে এসে রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন তিনি(nothing is ruuning in state without bomb and bullets says Sukanta Majumdar)৷

মোদি কাপের উদ্বোধনের পাশাপাশি একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারকে বিঁধে সুকান্ত মজুমদার বলেন, "এই রাজ্যে বোমা গুলি ছাড়া কিছুই চলছে না, এমনকি সরকারও চলছে না । আবাস যোজনায় দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা, সব কিছুতেই দুর্নীতি ৷ কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কাজ করলে রাজ্যেরই মঙ্গল । রাজ্যের মানুষের মঙ্গল ।"

শুক্রবার সরকারি অনুষ্ঠানে যোগদান করতে রাজ্য়ে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । একগুচ্ছ কর্মসূচির পাশাপাশি গঙ্গা দূষণ রোধ ও গঙ্গার নাব্যতা বৃদ্ধি করার জন্য গঙ্গা লাগোয়া রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন ৷

এই বৈঠক থেকে গঙ্গার পাড়ে সৌন্দর্যায়ন-সহ গঙ্গা অ্যাকশন প্ল্যান নিয়ে বিস্তারিত পরিকল্পনা রাজ্যের তরফ থেকে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হতে পারে। রাজ্য সরকার যে গঙ্গার ভাঙ্গন নিয়ে কেন্দ্রীয় সহযোগিতা চেয়ে বারবার সাহায্য থেকে বঞ্চিত হয়েছে তাও এই বৈঠকে উল্লেখ করা হতে পারে বলে খবর। সুতরাং শুক্রবারের বৈঠক রাজ্যবাসীর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বৈঠকে আলাদা করে সুন্দরবন মাস্টার প্ল্যান নিয়েও প্রধানমন্ত্রীকে রাজ্যের বক্তব্য সরাসরি তুলে ধরতে পারেন বাংলার প্রশাসনিক প্রধান।

আরও পড়ুন : 'রাজ্যের পঞ্চায়েতগুলি তৃণমূলের দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে', আক্রমণ সুকান্তর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.