ETV Bharat / state

রামনবমীর মিছিলে যোগ দিতে বাধা পুলিশের, BJP প্রার্থীকে হেনস্থা - ramnavami

রামনবমীর মিছিলে যোগ দিতে বাধা পুলিশের। ডায়মন্ডহারবারের BJP প্রার্থী নিলাঞ্জন রায়ের পাশাপাশি BJP নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ।

পুলিশের সাথে BJP কর্মীদের ধস্তাধস্তি
author img

By

Published : Apr 14, 2019, 10:01 PM IST

ডায়মন্ডহারবার, 14 এপ্রিল : রামনবমীর মিছিলে যোগ দিতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার ডায়মন্ডহারবারের BJP প্রার্থী নিলাঞ্জন রায়। অভিযোগ, SDPO মিঠুন দের নেতৃত্বে পুলিশ বাহিনী তাদের মিছিলে যোগ দিতে বাধা দেয়। সেইসঙ্গে এক নেত্রীকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। ঘটনায় ওই মহিলার তরফ থেকে SDPO-র বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার পরই এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডায়মন্ডহারবার জেলার পুলিশ সুপার শ্রীহরি পান্ডে।

আজ বিকেলে স্থানীয়দের উদ্যোগে ডায়মন্ডহারবারের কপাটহাটে রামনবমীর একটি মিছিল বের হয়। সেই মিছিলেই যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হন ডায়মন্ডহারবারের BJP প্রার্থী নিলাঞ্জন রায়, BJP-র এক নেত্রীসহ অন্যান্যরা। রামনবমী উদযাপন কমিটির অনুরোধে মিছিলে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় ডায়মন্ডহারবারের SDPO মিঠুন দে অন্য পুলিশকর্মী দের নিয়ে মিছিলে যোগ দিতে বাধা দেন। তাঁদের উপেক্ষা করে মিছিলে যোগ দিতে গেলে জোর করে ওই নেত্রীকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা হয়। এমন কী তাঁকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। এবিষয়ে ডায়মন্ডহারবারের SDPO মিঠুন দের বিরুদ্ধে SP-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন BJP-র মহিলা মোর্চার ওই নেত্রী।

এবিষয়ে নিলাঞ্জন বলেন, "রামনবমীর মিছিলে তৃণমূলের MLA, MP-ও নেতারাও যোগ দিতে পারেন। যে কেউ যোগ দিতে পারেন শ্রী রামের অনুষ্ঠানে। এতে তৃণমূলের নির্দেশে পুলিশ তাদের আটকেও কিছু করতে পারবে না।" পুলিশ সুপার শ্রী হরি পান্ডে বলেন, "ওই মহিলার থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"

ডায়মন্ডহারবার, 14 এপ্রিল : রামনবমীর মিছিলে যোগ দিতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার ডায়মন্ডহারবারের BJP প্রার্থী নিলাঞ্জন রায়। অভিযোগ, SDPO মিঠুন দের নেতৃত্বে পুলিশ বাহিনী তাদের মিছিলে যোগ দিতে বাধা দেয়। সেইসঙ্গে এক নেত্রীকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। ঘটনায় ওই মহিলার তরফ থেকে SDPO-র বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার পরই এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডায়মন্ডহারবার জেলার পুলিশ সুপার শ্রীহরি পান্ডে।

আজ বিকেলে স্থানীয়দের উদ্যোগে ডায়মন্ডহারবারের কপাটহাটে রামনবমীর একটি মিছিল বের হয়। সেই মিছিলেই যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হন ডায়মন্ডহারবারের BJP প্রার্থী নিলাঞ্জন রায়, BJP-র এক নেত্রীসহ অন্যান্যরা। রামনবমী উদযাপন কমিটির অনুরোধে মিছিলে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় ডায়মন্ডহারবারের SDPO মিঠুন দে অন্য পুলিশকর্মী দের নিয়ে মিছিলে যোগ দিতে বাধা দেন। তাঁদের উপেক্ষা করে মিছিলে যোগ দিতে গেলে জোর করে ওই নেত্রীকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা হয়। এমন কী তাঁকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। এবিষয়ে ডায়মন্ডহারবারের SDPO মিঠুন দের বিরুদ্ধে SP-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন BJP-র মহিলা মোর্চার ওই নেত্রী।

এবিষয়ে নিলাঞ্জন বলেন, "রামনবমীর মিছিলে তৃণমূলের MLA, MP-ও নেতারাও যোগ দিতে পারেন। যে কেউ যোগ দিতে পারেন শ্রী রামের অনুষ্ঠানে। এতে তৃণমূলের নির্দেশে পুলিশ তাদের আটকেও কিছু করতে পারবে না।" পুলিশ সুপার শ্রী হরি পান্ডে বলেন, "ওই মহিলার থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"

Intro:Body:

bjp


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.