ETV Bharat / state

ভুল ইঞ্জেকশনে শিশুর মৃত্যু ? থানায় অভিযোগ

author img

By

Published : May 22, 2019, 2:35 PM IST

MR বাঙুর হাসপাতালে মৃত্যু হল 3 বছরের শিশুর । পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরেই সে মারা গেছে । এই ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল সুপার ও থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

ভুল ইঞ্জেকশনে শিশুর মৃত্যু

বিষ্ণুপুর, 22 মে : 3 বছরের শিশুর মৃত্যু MR বাঙুর হাসপাতালে । চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল পরিবার । হাসপাতাল সুপারের কাছেও অভিযোগপত্র পাঠানো হয়েছে ।

আরাধ্যা চক্রবর্তী । বাড়ি বিষ্ণুপুরের রায়পুরে । 12 মে (রবিবার), তার বুকের কাছে গরম চা পড়ে যায় । নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে । সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় MR বাঙুর হাসপাতালের বার্ন ইউনিটে । সেখানে সাতদিন চিকিৎসা চলে তার । আরাধ্যার এক আত্মীয় বলেন, "19 মে চিকিৎসকরা একটি ইঞ্জেকশন দেন । এরপর বিকেল থেকে ও ছটফট করতে শুরু করে । সন্ধ্যার দিকে নিস্তেজ হয়ে পড়ে ।" গতকাল রাতে ওই শিশুর মৃতদেহের ময়নাতদন্ত হয় ।

এদিকে, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন আরাধ্যার মা প্রিয়াঙ্কা চক্রবর্তী । অভিযোগ জানানো হয় যাদবপুর থানাতেও । বিষয়টি নিয়ে হাসপাতাল সুপার মুখ খুলতে চাননি । পুলিশ তদন্ত শুরু করেছে ।

বিষ্ণুপুর, 22 মে : 3 বছরের শিশুর মৃত্যু MR বাঙুর হাসপাতালে । চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল পরিবার । হাসপাতাল সুপারের কাছেও অভিযোগপত্র পাঠানো হয়েছে ।

আরাধ্যা চক্রবর্তী । বাড়ি বিষ্ণুপুরের রায়পুরে । 12 মে (রবিবার), তার বুকের কাছে গরম চা পড়ে যায় । নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে । সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় MR বাঙুর হাসপাতালের বার্ন ইউনিটে । সেখানে সাতদিন চিকিৎসা চলে তার । আরাধ্যার এক আত্মীয় বলেন, "19 মে চিকিৎসকরা একটি ইঞ্জেকশন দেন । এরপর বিকেল থেকে ও ছটফট করতে শুরু করে । সন্ধ্যার দিকে নিস্তেজ হয়ে পড়ে ।" গতকাল রাতে ওই শিশুর মৃতদেহের ময়নাতদন্ত হয় ।

এদিকে, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন আরাধ্যার মা প্রিয়াঙ্কা চক্রবর্তী । অভিযোগ জানানো হয় যাদবপুর থানাতেও । বিষয়টি নিয়ে হাসপাতাল সুপার মুখ খুলতে চাননি । পুলিশ তদন্ত শুরু করেছে ।

Intro:ট্রেনের পেন্টাগ্রাফ ভেঙে ট্রেন চলাচলে বিঘ্ন শিয়ালদা দক্ষিণ শাখায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনের ঘটনা। Body:লক্ষীকান্তপুর শিয়ালদা লোকাল আসার সময় ভেঙে যায়। ঘটনার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে আপ লাইনে। এই ঘটনায় স্টেশনে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। রেল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। Conclusion:সোনারপুর থেকে টাওয়ার ভ্যান এসে ট্রেনের পেন্টাগ্রাফ মেরামতির কাজ শুরু করেছে। ফলে এখনো পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। তবে রেল দপ্তর সূত্রে খবর ঘণ্টাখানেকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এই ঘটনায় সমস্যায় পড়েছে সাধারণ যাত্রীরা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.