কাকদ্বীপ, 9 অগস্ট: প্রতিদিনের মতোই গত বুধবার 27 জুলাই ট্রলারে করে বাড়ি ফিরছিলেন । তারপর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান ইয়াসিন । পরিবারের লোকজনেরা হারুড পয়েন্ট কোস্টাল থানায় নিখোঁজ ডায়েরি করেন । এরপর কেটে গিয়েছে 11 দিন । 11 দিন পর ইয়াসিনের সন্ধান পান পরিবারের লোকজনরা (Mysterious Death of Fisherman in Kakdwip)।
তাঁদের নজরে আসে একটি ফেসবুক পোস্ট ৷ যা নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ইয়াসিনের মৃতদেহের ছবি দিয়ে একটি ফেসবুক পোস্ট করা হয় ৷ তাতে লেখা মৃতদেহটি হাওড়া ডোমজুড়ের হাসপাতলে রয়েছে । কাকদ্বীপের মৎস্যজীবীর মৃতদেহ কীভাবে হাওড়ার ডোমজুড়ে পাওয়া যায় তা নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য। পরিবার সূত্রে দাবি, ইয়াসিনকে খুন করা হয়েছে।
ইয়াসিন শেখের স্ত্রী অভিযোগ করেন, প্রায় সময় ভাগ বাটোয়ারা নিয়ে মাঝির সঙ্গে বচসা লেগেই থাকত ইয়াসিনের । আগেও বেশ কয়েকবার ইয়াসিনকে প্রাণে মারার চক্রান্ত করেছিলেন ওই মাঝি । ইতিমধ্যে পরিবারের তরফ থেকে হারুড পয়েন্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । পরিবারের দাবি, এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদেরকে পুলিশ গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক । পরিবারের একমাত্র রোজগেরেকে হারিয়ে দিশাহারা পরিবার ।
আরও পড়ুন: ধেয়ে আসছে নিম্নচাপ, উপকূলে জারি লাল সতর্কতা