সোনারপুর, 5 মে : "মুকুল রায় আগে তৃণমূলের কেরানি ছিল । এখন BJP-তে কেরানির চাকরি নিয়ে গেছে ।" গতকাল একথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম ।
যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে গতকাল সোনারপুর উত্তর বিধানসভায় বক্তব্য রাখতে আসেন ফিরহাদ হাকিম । সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "মুকুল রায় আগে তৃণমূলের কেরানি ছিল । এখন BJP-তে কেরানির চাকরি নিয়ে গেছে । আমি পলিটিকাল লোক । আমি আটবার ভোটে জিতে এসেছি । মানুষের পালস্ আমি বুঝি । মানুষের পাশে থাকি । মানুষের জন্য আন্দোলন করি । উনি কেরানি । উনি জানবেন কী করে ?"
গতকাল ভারতী ঘোষের বিরুদ্ধে দুই তৃণমূলকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে । সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, "BJP-র কালচার হচ্ছে খুন করা । মারধর করা । ভারতী ঘোষ নিজেও ওই চরিত্রেরই মানুষ ছিলেন । তাই যে জায়গায় যাওয়ার, উনি সেই জায়গাতেই চলে গেছেন । কিন্তু উনি জানেন না এটা বাংলার মাটি । বাংলার মাটি শক্ত ঘাঁটি । উত্তরপ্রদেশ ও গুজরাতের মতো এখানে খুনখারাবি হয় না । ভারতী ঘোষ যদি ভেবে থাকে যে উত্তরপ্রদেশ থেকে লোক আনিয়ে মারবে । আর আমরা হাতে চুরি পরে বসে থাকব । তাহলে খুব ভুল ভাবছে । বাংলার মা যাদের জন্ম দেয়, তারা লড়তে জানে । তাই ভারতী ঘোষকে বলে দেবেন, এইসব করলে বাংলার মানুষ ওকে উচিত শিক্ষা দেবে ।"