ETV Bharat / state

মুকুল রায় BJP-র কেরানি : ফিরহাদ - clerk

মুকুল রায়কে কেরানি বলে কটাক্ষ ফিরহাদের । বলেন, "আগে তৃণমূলের কেরানি ছিল । এখন BJP-র কেরানি হয়েছে ।"

ফিরহাদ হাকিম
author img

By

Published : May 5, 2019, 2:33 PM IST

সোনারপুর, 5 মে : "মুকুল রায় আগে তৃণমূলের কেরানি ছিল । এখন BJP-তে কেরানির চাকরি নিয়ে গেছে ।" গতকাল একথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম ।

যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে গতকাল সোনারপুর উত্তর বিধানসভায় বক্তব্য রাখতে আসেন ফিরহাদ হাকিম । সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "মুকুল রায় আগে তৃণমূলের কেরানি ছিল । এখন BJP-তে কেরানির চাকরি নিয়ে গেছে । আমি পলিটিকাল লোক । আমি আটবার ভোটে জিতে এসেছি । মানুষের পালস্ আমি বুঝি । মানুষের পাশে থাকি । মানুষের জন্য আন্দোলন করি । উনি কেরানি । উনি জানবেন কী করে ?"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল ভারতী ঘোষের বিরুদ্ধে দুই তৃণমূলকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে । সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, "BJP-র কালচার হচ্ছে খুন করা । মারধর করা । ভারতী ঘোষ নিজেও ওই চরিত্রেরই মানুষ ছিলেন । তাই যে জায়গায় যাওয়ার, উনি সেই জায়গাতেই চলে গেছেন । কিন্তু উনি জানেন না এটা বাংলার মাটি । বাংলার মাটি শক্ত ঘাঁটি । উত্তরপ্রদেশ ও গুজরাতের মতো এখানে খুনখারাবি হয় না । ভারতী ঘোষ যদি ভেবে থাকে যে উত্তরপ্রদেশ থেকে লোক আনিয়ে মারবে । আর আমরা হাতে চুরি পরে বসে থাকব । তাহলে খুব ভুল ভাবছে । বাংলার মা যাদের জন্ম দেয়, তারা লড়তে জানে । তাই ভারতী ঘোষকে বলে দেবেন, এইসব করলে বাংলার মানুষ ওকে উচিত শিক্ষা দেবে ।"

সোনারপুর, 5 মে : "মুকুল রায় আগে তৃণমূলের কেরানি ছিল । এখন BJP-তে কেরানির চাকরি নিয়ে গেছে ।" গতকাল একথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম ।

যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে গতকাল সোনারপুর উত্তর বিধানসভায় বক্তব্য রাখতে আসেন ফিরহাদ হাকিম । সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "মুকুল রায় আগে তৃণমূলের কেরানি ছিল । এখন BJP-তে কেরানির চাকরি নিয়ে গেছে । আমি পলিটিকাল লোক । আমি আটবার ভোটে জিতে এসেছি । মানুষের পালস্ আমি বুঝি । মানুষের পাশে থাকি । মানুষের জন্য আন্দোলন করি । উনি কেরানি । উনি জানবেন কী করে ?"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল ভারতী ঘোষের বিরুদ্ধে দুই তৃণমূলকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে । সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, "BJP-র কালচার হচ্ছে খুন করা । মারধর করা । ভারতী ঘোষ নিজেও ওই চরিত্রেরই মানুষ ছিলেন । তাই যে জায়গায় যাওয়ার, উনি সেই জায়গাতেই চলে গেছেন । কিন্তু উনি জানেন না এটা বাংলার মাটি । বাংলার মাটি শক্ত ঘাঁটি । উত্তরপ্রদেশ ও গুজরাতের মতো এখানে খুনখারাবি হয় না । ভারতী ঘোষ যদি ভেবে থাকে যে উত্তরপ্রদেশ থেকে লোক আনিয়ে মারবে । আর আমরা হাতে চুরি পরে বসে থাকব । তাহলে খুব ভুল ভাবছে । বাংলার মা যাদের জন্ম দেয়, তারা লড়তে জানে । তাই ভারতী ঘোষকে বলে দেবেন, এইসব করলে বাংলার মানুষ ওকে উচিত শিক্ষা দেবে ।"


Haridwar (Uttarakhand), May 04 (ANI): Yoga guru Baba Ramdev on Saturday registered an FIR against Communist Party of India (Marxist) leader Sitaram Yechury for calling Hindus 'violent' and saying that 'Ramayana and Mahabharata are also filled with instances of violence and battles'. Ramdev, along with saints of Hindu community, complained to the SSP of Haridwar about Yechury's alleged 'anti-Hindu' comments, and said millions of Hindus all across the country should register FIRs against the CPI(M) leader.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.