ETV Bharat / state

Muharram Celebration: মহরমের শোক মিছিল মিলিয়ে দিল বিভিন্ন ধর্মের মানুষকে - মহরমের শোক মিছিল

ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরম (Muharram 2022)। এই মাসের প্রথম দিন থেকেই কারবালার প্রান্তে ঘটা যুদ্ধের ইতিহাস স্মরণ করে শোক পালন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ ।

Muharram Celebration celebrates in bengal
মহরমের শোক মিছিল মিলিয়ে দিল বিভিন্ন ধর্মের মানুষকে
author img

By

Published : Aug 9, 2022, 11:06 PM IST

কলকাতা, 9 অগস্ট: মহরমের শোক মিছিল মিলিয়ে দিল সমস্ত ধর্মকে । মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় মহরম পালন করেন মুসলিম ধর্মাবলম্বীরা । তার মধ্যে উল্লেখযোগ্য বসিরহাটের মহরম । তবে এখানে ধরা পড়েছে অন্য ছবি ৷ এখানে বিভিন্ন ধর্মের মানুষ মহরমের শোক মিছিলে অংশগ্রহণ করেন । কেউ ধর্ম মেনে । কেউ বা শোক মিছিল চাক্ষুষ করতে সকাল থেকেই ভিড় জমান বাদুড়িয়ার নারিকেলবেড়িয়া গ্রামে । হিন্দু, মুসলিম, শিয়া-সুন্নি সকলেই মহরম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এগিয়ে আসেন ৷ পুলিশ প্রশাসনের তরফেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয় । এই সার্বিক উদ্যোগের কারণে প্রবল বৃষ্টির মধ্যেও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বসিরহাটের নারিকেলবেড়িয়ার মহরম (Villegers Celebrate Muharram) ।

এদিন বসিরহাট মহকুমার প্রায় প্রতিটি গ্রাম থেকে শয়ে শয়ে মানুষ নারিকেলবেড়িয়া গ্রামে আসেন । শিয়ারা প্রথমে কেওশাগ্রামের কারবালায় হাজির হন । সেখানে মজলিশের পর জুলুস রওনা দেয় নারিকেলবেড়িয়ায় উদ্দেশ্যে । তেঁতুলিয়া-মছলন্দপুর রোড হয়ে হুগলি টালিকারাখানার মোড় হয়ে নারিকেলবেড়িয়া গ্রামে প্রবেশ করে মিছিল । মিছিলের শুরুতেই তাঁবুত, দুলদুল,তাজিয়া থাকে । বিভিন্ন গ্রামের তৈরি তাজিয়া নারিকেলবেড়িয়া গ্রামে জমা হয় । এরপরেই মাতম-মিছিল আসে । বেলা আড়াইটা নাগাদ কেওশা থেকে মহরমের শোক মিছিল শুরু হলেও প্রায় রাত সাড়ে সাতটা পর্যন্ত মিছিল চলে । হাজার হাজার শিয়ারা 'হায় হাসান, হায় হোসেন' রবে মাতম, জিঞ্জিল মারতে মারতে নারিকেলবেড়িয়ায় শোক মিছিল শেষ করেন । আর সেই মিছিল দেখতে বিভিন্ন ধর্মের মানুষ রাস্তার দু'পাশে সামিল হন । ঠিক তেমনি তাজিয়া, তাবুতে স্পর্শ করে অনেকে আশীর্বাদ গ্রহণ করেন ।

আরও পড়ুন: মহরমের ছুটিতেও ডাকঘর খোলা, মিলল জাতীয় পতাকা

ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরম । এই মাসের প্রথম দিন থেকেই কারবালার প্রান্তে ঘটা যুদ্ধের ইতিহাস স্মরণ করে শোক পালন করেন মুসলিম সম্প্রদায় মানুষ । প্রায় দু-আড়াই মাস ধরে এই শোকের পর্ব চলে । মূলত, শিয়া সম্প্রদায়ের মানুষেরা শোক পালন করে থাকেন । নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয় কারবালার ইতিহাস । মহরমের নবমতম রাতকে সবে আশুরা বলা হয় । এই রাত কাটিয়ে দিনের আলো ফুটতেই দশই মহরম অনুষ্ঠিত হয় ৷

কলকাতা, 9 অগস্ট: মহরমের শোক মিছিল মিলিয়ে দিল সমস্ত ধর্মকে । মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় মহরম পালন করেন মুসলিম ধর্মাবলম্বীরা । তার মধ্যে উল্লেখযোগ্য বসিরহাটের মহরম । তবে এখানে ধরা পড়েছে অন্য ছবি ৷ এখানে বিভিন্ন ধর্মের মানুষ মহরমের শোক মিছিলে অংশগ্রহণ করেন । কেউ ধর্ম মেনে । কেউ বা শোক মিছিল চাক্ষুষ করতে সকাল থেকেই ভিড় জমান বাদুড়িয়ার নারিকেলবেড়িয়া গ্রামে । হিন্দু, মুসলিম, শিয়া-সুন্নি সকলেই মহরম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এগিয়ে আসেন ৷ পুলিশ প্রশাসনের তরফেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয় । এই সার্বিক উদ্যোগের কারণে প্রবল বৃষ্টির মধ্যেও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বসিরহাটের নারিকেলবেড়িয়ার মহরম (Villegers Celebrate Muharram) ।

এদিন বসিরহাট মহকুমার প্রায় প্রতিটি গ্রাম থেকে শয়ে শয়ে মানুষ নারিকেলবেড়িয়া গ্রামে আসেন । শিয়ারা প্রথমে কেওশাগ্রামের কারবালায় হাজির হন । সেখানে মজলিশের পর জুলুস রওনা দেয় নারিকেলবেড়িয়ায় উদ্দেশ্যে । তেঁতুলিয়া-মছলন্দপুর রোড হয়ে হুগলি টালিকারাখানার মোড় হয়ে নারিকেলবেড়িয়া গ্রামে প্রবেশ করে মিছিল । মিছিলের শুরুতেই তাঁবুত, দুলদুল,তাজিয়া থাকে । বিভিন্ন গ্রামের তৈরি তাজিয়া নারিকেলবেড়িয়া গ্রামে জমা হয় । এরপরেই মাতম-মিছিল আসে । বেলা আড়াইটা নাগাদ কেওশা থেকে মহরমের শোক মিছিল শুরু হলেও প্রায় রাত সাড়ে সাতটা পর্যন্ত মিছিল চলে । হাজার হাজার শিয়ারা 'হায় হাসান, হায় হোসেন' রবে মাতম, জিঞ্জিল মারতে মারতে নারিকেলবেড়িয়ায় শোক মিছিল শেষ করেন । আর সেই মিছিল দেখতে বিভিন্ন ধর্মের মানুষ রাস্তার দু'পাশে সামিল হন । ঠিক তেমনি তাজিয়া, তাবুতে স্পর্শ করে অনেকে আশীর্বাদ গ্রহণ করেন ।

আরও পড়ুন: মহরমের ছুটিতেও ডাকঘর খোলা, মিলল জাতীয় পতাকা

ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরম । এই মাসের প্রথম দিন থেকেই কারবালার প্রান্তে ঘটা যুদ্ধের ইতিহাস স্মরণ করে শোক পালন করেন মুসলিম সম্প্রদায় মানুষ । প্রায় দু-আড়াই মাস ধরে এই শোকের পর্ব চলে । মূলত, শিয়া সম্প্রদায়ের মানুষেরা শোক পালন করে থাকেন । নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয় কারবালার ইতিহাস । মহরমের নবমতম রাতকে সবে আশুরা বলা হয় । এই রাত কাটিয়ে দিনের আলো ফুটতেই দশই মহরম অনুষ্ঠিত হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.