সোনারপুর, 22 মে : পাহাড়ে চড়া যাঁদের নেশা, তাঁরাও এখন নেমেছেন কোভিড মোকাবিলায় ৷ সোনারপুরে কোভিড ভাইরাসকে জয় করতে এগিয়ে এসেছেন পর্বতারোহীরা ৷ ‘সোনারপুর আরোহী’র উদ্যোগে ক্লাবঘরেই খোলা হয়েছে কন্ট্রোল রুম ৷ পালা করে সেখানে তিনটি শিফটে থাকছেন পর্বতারোহীরা ৷
সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে কোভিড যুদ্ধে সামিল পর্বতারোহী ও ক্লাব সদস্যদের মোবাইল নম্বর ৷ কোভিড আক্রান্তকে হাসপাতাল বা সেফ হোমে পৌঁছে দেওয়া হোক, কিংবার আক্রান্তের বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া, সবই করছেন পর্বতারোহীরা ৷ এর পাশাপাশি, কোভিড আক্রান্তের বাড়িতে ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রও পৌঁছে দিচ্ছেন তাঁরা ৷
কোভিড রোগীদের জন্য অক্সিজেন পরিষেবা অব্যাহত রাখতে ক্লাবের উদ্যোগে কেনা হয়েছে সিলিন্ডার ৷ এর জন্য ক্লাবের সদস্যরাই চাঁদা দিয়েছেন ৷ চলতি বছর ক্লাবের পর্বত অভিযানের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই টাকাও লাগানো হয়েছে এই কাজে ৷
আরও পড়ুন : বিয়েতে বাদ অতিথি আপ্যায়ন, কর্মহীন মানুষকে খাবার বিতরণ নব দম্পতির
ক্লাবের সম্পাদক, এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গজয়ী রুদ্রপ্রসাদ হালদার এই প্রসঙ্গে বলেন, ‘‘মানুষের পাশে থাকতেই আমাদের এই উদ্যোগ ৷ চিকিৎসকদের পরামর্শ মেনেই আমরা সাধ্যমতো করোনা আক্রান্তদের পাশে থাকার চেষ্টা করছি ৷’’