ETV Bharat / state

JU Student Death: 'আমার ছেলে নির্দোষ', দাবি যাদবপুর কাণ্ডে ধৃত অসিতের মায়ের - Mother of attested student

Jadavpur Student Death Case: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত কুলতলির অসিত সরদার নির্দোষ বলে দাবি করলেন তাঁর মা ৷ এই ঘটনায় বুধবার ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

JU Student Death
যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত কুলতলির অসিত সরদার
author img

By

Published : Aug 16, 2023, 3:07 PM IST

Updated : Aug 16, 2023, 6:32 PM IST

যাদবপুর কাণ্ডে ধৃত অসিতের মায়ের দাবি, তাঁর ছেলে নির্দোষ

কুলতলি, 16 অগস্ট: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় বুধবার সকালেই ছয় জনকে গ্রেফতার করে লালবাজার পুলিশ । তাঁদেরই অন্যতম অসিত সরদার দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি এলাকার বাসিন্দা ৷ তবে এই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই জড়িত নন বলে দাবি করেছেন তাঁর পরিবারের লোকজন ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় দক্ষিণ 24 পরগনার কুলতলি থেকে গ্রেফতার হন অসিত সরদার । পড়ুয়ার মৃত্যুর পরের দিনই বাড়ি ফিরেছিলেন অসিত । জানা গিয়েছে, তিনি মাঝে মধ্যেই বাড়িতে যেতেন । যাদবপুরের সে দিনের ঘটনা নিয়ে বাড়িতে আলোচনাও করেন তিনি । তবে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত - এমন তাঁর আচার আচরণেও মনে হয়নি বলে জানাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা ।

অসিতের পরিবার সূত্রে খবর, তিনি বাড়িতে বলে গিয়েছিলেন যে থানা থেকে ডেকেছে । জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় তাঁকে ডাকা হয় । গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরেন তিনি । এরপর গভীর রাতে পুলিশ গিয়ে অসিতকে গ্রেফতার করে । এই ঘটনার সঙ্গে অসিত কোনওভাবেই যুক্ত নন বলে দাবি করেছেন অসিতের মা সুমিত্রা সরদার ।

তিনি বলেন, "আমার ছেলে নির্দোষ । এই ঘটনার সঙ্গে ও যুক্ত নয় । ও বাড়িতে এসেছিল । সবার সঙ্গে কথাবার্তা, গল্প করেই কাটাতো । ওর আচরণে অন্য কোনওরকম বিষয় লক্ষ্য করা যায়নি ।"

তাঁর দাবি, "ওইদিন কী ঘটনা ঘটেছে সেটা ও আমাদের বলেছিল । কী দেখেছে সেটাই আমাদের বলেছিল । এর বেশি কিছু নয় ।" অসিতের পরিবারের আরেক সদস্য জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয় হস্টেলে থাকতেন অসিত । তাঁর তৃতীয় বর্ষের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে । এরপর ওই একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ করার পরিকল্পনা করেছিলেন তিনি । আগামী দিনে ফের উচ্চতর শিক্ষার জন্য যাদবপুরেই ভর্তি হওয়ার কথা ছিল তাঁর ।

আরও পড়ুন: 'ছেলে কোনওভাবে যুক্ত নয়', স্থির বিশ্বাস যাদবপুর-কাণ্ডে ধৃত আসিফের মায়ের

সোমবার সকালে যাদবপুর কাণ্ডের ছয় জন ছাত্রকে গ্রেফতার করা হয় । এর মধ্যে তিনজন ছাত্র প্রাক্তনী এবং তিন জন ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলে জানা গিয়েছে । এর আগে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরী এবং আরও দুই ছাত্র দীপশেখর ও মনোতোষকে গ্রেফতার করা হয়েছিল । তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে যুক্ত আরও কয়েকজন পড়ুয়ার নাম পান তদন্তকারী আধিকারিকরা । এরপরেই একের পর এক পড়ুয়া ও প্রাক্তনীদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । এর মধ্যেই আজ সকালে ছয় জনকে গ্রেফতার করা হয় । এঁরা হলেন মহম্মদ আরিফ, মহম্মদ আসিফ আজমল, অঙ্কন সর্দার, সপ্তক কামিল্যা, সুমন নস্কর এবং অসিত সরদার ।

যাদবপুর কাণ্ডে ধৃত অসিতের মায়ের দাবি, তাঁর ছেলে নির্দোষ

কুলতলি, 16 অগস্ট: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় বুধবার সকালেই ছয় জনকে গ্রেফতার করে লালবাজার পুলিশ । তাঁদেরই অন্যতম অসিত সরদার দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি এলাকার বাসিন্দা ৷ তবে এই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই জড়িত নন বলে দাবি করেছেন তাঁর পরিবারের লোকজন ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় দক্ষিণ 24 পরগনার কুলতলি থেকে গ্রেফতার হন অসিত সরদার । পড়ুয়ার মৃত্যুর পরের দিনই বাড়ি ফিরেছিলেন অসিত । জানা গিয়েছে, তিনি মাঝে মধ্যেই বাড়িতে যেতেন । যাদবপুরের সে দিনের ঘটনা নিয়ে বাড়িতে আলোচনাও করেন তিনি । তবে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত - এমন তাঁর আচার আচরণেও মনে হয়নি বলে জানাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা ।

অসিতের পরিবার সূত্রে খবর, তিনি বাড়িতে বলে গিয়েছিলেন যে থানা থেকে ডেকেছে । জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় তাঁকে ডাকা হয় । গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরেন তিনি । এরপর গভীর রাতে পুলিশ গিয়ে অসিতকে গ্রেফতার করে । এই ঘটনার সঙ্গে অসিত কোনওভাবেই যুক্ত নন বলে দাবি করেছেন অসিতের মা সুমিত্রা সরদার ।

তিনি বলেন, "আমার ছেলে নির্দোষ । এই ঘটনার সঙ্গে ও যুক্ত নয় । ও বাড়িতে এসেছিল । সবার সঙ্গে কথাবার্তা, গল্প করেই কাটাতো । ওর আচরণে অন্য কোনওরকম বিষয় লক্ষ্য করা যায়নি ।"

তাঁর দাবি, "ওইদিন কী ঘটনা ঘটেছে সেটা ও আমাদের বলেছিল । কী দেখেছে সেটাই আমাদের বলেছিল । এর বেশি কিছু নয় ।" অসিতের পরিবারের আরেক সদস্য জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয় হস্টেলে থাকতেন অসিত । তাঁর তৃতীয় বর্ষের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে । এরপর ওই একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ করার পরিকল্পনা করেছিলেন তিনি । আগামী দিনে ফের উচ্চতর শিক্ষার জন্য যাদবপুরেই ভর্তি হওয়ার কথা ছিল তাঁর ।

আরও পড়ুন: 'ছেলে কোনওভাবে যুক্ত নয়', স্থির বিশ্বাস যাদবপুর-কাণ্ডে ধৃত আসিফের মায়ের

সোমবার সকালে যাদবপুর কাণ্ডের ছয় জন ছাত্রকে গ্রেফতার করা হয় । এর মধ্যে তিনজন ছাত্র প্রাক্তনী এবং তিন জন ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলে জানা গিয়েছে । এর আগে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরী এবং আরও দুই ছাত্র দীপশেখর ও মনোতোষকে গ্রেফতার করা হয়েছিল । তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে যুক্ত আরও কয়েকজন পড়ুয়ার নাম পান তদন্তকারী আধিকারিকরা । এরপরেই একের পর এক পড়ুয়া ও প্রাক্তনীদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । এর মধ্যেই আজ সকালে ছয় জনকে গ্রেফতার করা হয় । এঁরা হলেন মহম্মদ আরিফ, মহম্মদ আসিফ আজমল, অঙ্কন সর্দার, সপ্তক কামিল্যা, সুমন নস্কর এবং অসিত সরদার ।

Last Updated : Aug 16, 2023, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.