ETV Bharat / state

বকুলতলায় BJP নেতার গাড়ি আটক, উত্তরীয় থেকে উদ্ধার 24 লাখ - BJP women cell

বারুইপুরের বকুলতলায় এক BJP নেতার গাড়ি থেকে উদ্ধার নগদ 24 লাখ টাকা, 10 লাখ টাকার চেক এবং BJP-র স্ট্যাম্প । তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : May 17, 2019, 9:55 AM IST

Updated : May 17, 2019, 10:14 AM IST

বকুলতলা, 17 মে : বারুইপুরের বকুলতলায় এক BJP নেতার গাড়ি থেকে উদ্ধার নগদ 24 লাখ টাকা, 10 লাখ টাকার চেক এবং BJP-র স্ট্যাম্প । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বকুলতলা থানার বুড়োরঘাট এলাকা থেকে গাড়িটিকে আটক করে পুলিশ । স্থানীয় BJP নেতা মিন্টু হালদারের গাড়ি থেকে ওই টাকা উদ্ধার হয় । জানা গেছে, তিনি বারুইপুর মণ্ডলের সাধারণ সম্পাদক । ওই গাড়িতে BJP মহিলা মোর্চার সদস্যরাও ছিলেন । গাড়ির চালকসহ মোট পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বকুলতলা থানার পুলিশ । তাদের নাম নমিতা সরদার, সরস্বতী হালদার, মিন্টু হালদার, কৌশিক মণ্ডল, সুশীল নস্কর । এরমধ্যে সুশীল গাড়ির চালক ।

জয়নগর ও বকুলতলা থানার পুলিশ জানতে পারে, নির্বাচনের জন্য প্রচুর টাকা রাতের অন্ধকারে পাঠানো হচ্ছে । BJP-র জেলা কার্যালয় থেকে ওইসব টাকা বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে বলেও খবর ছিল । সেইমতো পুলিশ বারুইপুর থেকে কুলতলি যাওয়ার সমস্ত রাস্তায় নাকা চেকিং শুরু করে । সন্দেহ হওয়ায় একটি গাড়িকে আটক করে । গাড়িটি বারুইপুর BJP-র জেলা কার্যালয় থেকে কুলতলির দিকে যাচ্ছিল । শুরু হয় তল্লাশি । দুই মহিলা কর্মীর শায়ার (পেটিকোট) ভিতরে লোকানো ছিল BJP-র উত্তরীয় । সেখান থেকে নগদ 24 লাখ 12 হাজার টাকা উদ্ধার হয় । BJP নেতা মিন্টু হালদারের কাছ থেকে উদ্ধার হয় ১০ লাখ ৫৪ হাজার টাকার অ্যাকাউন্ট পেয়ি একটি চেক । চেকে জয়নগর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অশোক কাণ্ডারীর সই ছিল ।

দেখুন ঘটনাস্থানের ভিডিয়ো
বিষয়টি নির্বাচন কমিশনে জানায় পুলিশ । নির্বাচনের আগে একসাথে এত টাকা নিয়ে ঘোরাঘুরির উপর কমিশনের বিধি নিষেধ রয়েছে । সেকারণে তাঁদের আটক করে পুলিশ । এই টাকা কার, কোথায় যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে । তবে, অভিযুক্তরা জানিয়েছেন, নির্বাচনের খরচের জন্য এই টাকা তাঁরা BJP-র জেলা কার্যালয় থেকে নিয়ে যাচ্ছিলেন ।

যদিও BJP-র দক্ষিণ 24 পরগনা জেলা পূর্ব-র BJP সভাপতি সুনিপ দাসের দাবি, "ওই BJP নেতার নিজস্ব ব্যবসা আছে । উনি ব্যবসার টাকাই নিয়ে যাচ্ছিলেন । এর সঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই ।"

বকুলতলা, 17 মে : বারুইপুরের বকুলতলায় এক BJP নেতার গাড়ি থেকে উদ্ধার নগদ 24 লাখ টাকা, 10 লাখ টাকার চেক এবং BJP-র স্ট্যাম্প । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বকুলতলা থানার বুড়োরঘাট এলাকা থেকে গাড়িটিকে আটক করে পুলিশ । স্থানীয় BJP নেতা মিন্টু হালদারের গাড়ি থেকে ওই টাকা উদ্ধার হয় । জানা গেছে, তিনি বারুইপুর মণ্ডলের সাধারণ সম্পাদক । ওই গাড়িতে BJP মহিলা মোর্চার সদস্যরাও ছিলেন । গাড়ির চালকসহ মোট পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বকুলতলা থানার পুলিশ । তাদের নাম নমিতা সরদার, সরস্বতী হালদার, মিন্টু হালদার, কৌশিক মণ্ডল, সুশীল নস্কর । এরমধ্যে সুশীল গাড়ির চালক ।

জয়নগর ও বকুলতলা থানার পুলিশ জানতে পারে, নির্বাচনের জন্য প্রচুর টাকা রাতের অন্ধকারে পাঠানো হচ্ছে । BJP-র জেলা কার্যালয় থেকে ওইসব টাকা বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে বলেও খবর ছিল । সেইমতো পুলিশ বারুইপুর থেকে কুলতলি যাওয়ার সমস্ত রাস্তায় নাকা চেকিং শুরু করে । সন্দেহ হওয়ায় একটি গাড়িকে আটক করে । গাড়িটি বারুইপুর BJP-র জেলা কার্যালয় থেকে কুলতলির দিকে যাচ্ছিল । শুরু হয় তল্লাশি । দুই মহিলা কর্মীর শায়ার (পেটিকোট) ভিতরে লোকানো ছিল BJP-র উত্তরীয় । সেখান থেকে নগদ 24 লাখ 12 হাজার টাকা উদ্ধার হয় । BJP নেতা মিন্টু হালদারের কাছ থেকে উদ্ধার হয় ১০ লাখ ৫৪ হাজার টাকার অ্যাকাউন্ট পেয়ি একটি চেক । চেকে জয়নগর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অশোক কাণ্ডারীর সই ছিল ।

দেখুন ঘটনাস্থানের ভিডিয়ো
বিষয়টি নির্বাচন কমিশনে জানায় পুলিশ । নির্বাচনের আগে একসাথে এত টাকা নিয়ে ঘোরাঘুরির উপর কমিশনের বিধি নিষেধ রয়েছে । সেকারণে তাঁদের আটক করে পুলিশ । এই টাকা কার, কোথায় যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে । তবে, অভিযুক্তরা জানিয়েছেন, নির্বাচনের খরচের জন্য এই টাকা তাঁরা BJP-র জেলা কার্যালয় থেকে নিয়ে যাচ্ছিলেন ।

যদিও BJP-র দক্ষিণ 24 পরগনা জেলা পূর্ব-র BJP সভাপতি সুনিপ দাসের দাবি, "ওই BJP নেতার নিজস্ব ব্যবসা আছে । উনি ব্যবসার টাকাই নিয়ে যাচ্ছিলেন । এর সঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই ।"

Intro:নির্বাচনের আগেই জয়নগরে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার প্রচুর টাকা
 
বকুলতলাঃ নির্বাচনের মাত্র দুদিন আগেই এক বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল নগদ ২৪ লক্ষের বেশী নগদ টাকা। এছাড়াও উদ্ধার হয়েছে দশ লক্ষ টাকার একটি চেক ও। বৃহস্পতিবার রাতে নাকা চেকিং এর সময় দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুলিশ জেলার বকুলতলা থানার পুলিশের হাতে ধরা পড়ে এগুলি। বিজেপি নেতার নাম মিন্টু হালদার। সে বারুইপুর মণ্ডলের সাধারণ সম্পাদক। এই ঘটনায় গাড়ির চালক সহ মোট চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বকুলতলা থানার বুড়োর ঘাট এলাকা থেকে গাড়িটিকে আটক করে পুলিশ।  
গোপনসূত্রে জয়নগর ও বকুলতলা থানার পুলিশ খবর পায় নির্বাচনের জন্য প্রচুর নগদ টাকা এলাকায় ঢুকছে। বিজেপির জেলা কার্যালয় থেকে টাকা বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে রাতের অন্ধকারে। বৃহস্পতিবার রাতে কুলতলি এলাকায় টাকা পাঠানো হচ্ছে। সেই খবর পেয়ে জয়নগর ও বকুলতলা থানার পুলিশ বারুইপুর থেকে কুলতলি যাওয়ার সমস্ত রাস্তায় নাকা চেকিং শুরু করে। বৃহস্পতিবার রাতে নাকা চেকিং এর সময় বকুলতলা থানার পুলিশ সন্দেহজনক ভাবে একটি সাদা জাইলো গাড়িকে আটক করে। গাড়িটি বারুইপুর বিজেপি জেলা কার্যালয় থেকে কুলতলির দিকে যাচ্ছিল। গাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ। সেখানে বিজেপির ফ্ল্যাগ, ফেস্টুনের পাশাপাশি গাড়ির মধ্যে থাকা দুই মহিলা সরস্বতী হালদার ও নমিতা সরদারের কাছ থেকে উদ্ধার হয় ২৪ লক্ষ ১২ হাজার টাকা। এছাড়া ও বিজেপি নেতা মিন্টু সরদারের কাছ থেকে উদ্ধার হয় একটি ১০ লক্ষ ৫৪ হাজার টাকার একাউন্ট পেয়ি চেক। চেকে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অশোক কান্ডারির সই করা ছিল। সাথে সাথে নির্বাচন কমিশনের লোকজনকে খবর দেয় পুলিশ। নির্বাচনের আগে একসাথে এতো টাকা নিয়ে ঘোরাঘুরির উপর কমিশনের বিধি নিষেধ রয়েছে। সেই কারণে এদের আটক করে পুলিশ। এই টাকা কোথা থেকে কোথায় যাচ্ছিল, কি কারণে এতো টাকা নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ। তবে, পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছেন নির্বাচনের খরচের জন্য এই টাকা তারা বিজেপির দলীয় জেলা কার্যালয় থেকে নিয়ে যাচ্ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। Body:Intro তে পুর কপি দিয়ে দিলামConclusion:একটু দেখে নেবেন।
Last Updated : May 17, 2019, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.