ETV Bharat / state

Tornedo : সাগরে মিনি টর্নেডো, রক্ষা পেল কপিলমুনির মন্দির - সাগরদ্বীপে

গঙ্গাসাগরে মিনি টর্নেডো ৷ সাগর কটেজ-সহ বেশ কিছু অস্থায়ী দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর ৷

টর্নেডো
টর্নেডো
author img

By

Published : Sep 20, 2021, 6:19 PM IST

Updated : Sep 20, 2021, 6:28 PM IST

সাগর, 19 সেপ্টেম্বর : সাগরদ্বীপে কপিলমুনি মন্দিরের সামনে মিনি টর্নেডোর দাপট । মাত্র মিনিট দুয়েকের মধ্যে সরকারি কটেজ-সহ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি অস্থায়ী দোকান । যদিও অক্ষত রয়েছে কপিলমুনির মন্দির ৷ এই ঝড়ের ফলে নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা সাগরদ্বীপে । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরা । তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ।


রবিবার থেকে টানা বৃষ্টির জেরে এমনিতেই সাগরের বিভিন্ন এলাকা জলমগ্ন । সোমবার সকাল থেকে ভারী বৃষ্টি হতে শুরু করে । এর মাঝেই সকাল সাড়ে দশটা নাগাদ সাগরের কপিলমুনির মন্দির থেকে সমুদ্র সৈকতে যাওয়ার দ্বিতীয় রাস্তায় আচমকা টর্নেডো দেখতে পান স্থানীয়রা । ভয়ে রীতিমত দৌড় শুরু করেন তাঁরা । আনুমানিক 10 ফুট ব্যাসার্ধ নিয়ে ঘুরতে থাকে টর্নেডো । রাস্তার ধারে সাগর পঞ্চায়েত সমিতির কটেজের মধ্যেও দাপিয়ে বেড়ায় টর্নেডো ।

স্থানীয়রা জানিয়েছেন মাত্র দু'মিনিট স্থায়ী হলেও এই টর্নেডোর প্রভাবে সাগর পঞ্চায়েত সমিতির সাগর কটেজের একাধিক জায়গা ও অস্থায়ী চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ।

কয়েক মিনিটের টর্নেডোয় সাগরের অবস্থা
কয়েক মিনিটের টর্নেডোয় সাগরের অবস্থা

খবর পেয়েই প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান । কিছু পর্যটক কটেজে আটকে পড়েছিলেন । তাঁদেরকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় । অন্যদিকে, ক্ষতিগ্রস্ত দোকানগুলিতে প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল পৌঁছে দেওয়া হয় ।

টর্নেডোয় উড়ল বাড়ির চাল
টর্নেডোয় উড়ল বাড়ির চাল

এর আগে যশের সময় ভারী বৃষ্টি চলাকালীন সাগরদ্বীপে বঙ্গোপসাগরের উপরে একটি টর্নেডো দেখা গেলেও সেটি স্থলভাগে প্রবেশ করেনি । এবার সাগরে স্থলভাগেও আছড়ে পড়ল টর্নেডো ।

কয়েক মিনিটের টর্নেডোয় সাগরের অবস্থা

আরও পড়ুন : Hilsa Fish : সমুদ্রে দেখা নেই ইলিশের, মাথায় হাত মৎস্যজীবীদের

সাগর, 19 সেপ্টেম্বর : সাগরদ্বীপে কপিলমুনি মন্দিরের সামনে মিনি টর্নেডোর দাপট । মাত্র মিনিট দুয়েকের মধ্যে সরকারি কটেজ-সহ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি অস্থায়ী দোকান । যদিও অক্ষত রয়েছে কপিলমুনির মন্দির ৷ এই ঝড়ের ফলে নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা সাগরদ্বীপে । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরা । তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ।


রবিবার থেকে টানা বৃষ্টির জেরে এমনিতেই সাগরের বিভিন্ন এলাকা জলমগ্ন । সোমবার সকাল থেকে ভারী বৃষ্টি হতে শুরু করে । এর মাঝেই সকাল সাড়ে দশটা নাগাদ সাগরের কপিলমুনির মন্দির থেকে সমুদ্র সৈকতে যাওয়ার দ্বিতীয় রাস্তায় আচমকা টর্নেডো দেখতে পান স্থানীয়রা । ভয়ে রীতিমত দৌড় শুরু করেন তাঁরা । আনুমানিক 10 ফুট ব্যাসার্ধ নিয়ে ঘুরতে থাকে টর্নেডো । রাস্তার ধারে সাগর পঞ্চায়েত সমিতির কটেজের মধ্যেও দাপিয়ে বেড়ায় টর্নেডো ।

স্থানীয়রা জানিয়েছেন মাত্র দু'মিনিট স্থায়ী হলেও এই টর্নেডোর প্রভাবে সাগর পঞ্চায়েত সমিতির সাগর কটেজের একাধিক জায়গা ও অস্থায়ী চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ।

কয়েক মিনিটের টর্নেডোয় সাগরের অবস্থা
কয়েক মিনিটের টর্নেডোয় সাগরের অবস্থা

খবর পেয়েই প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান । কিছু পর্যটক কটেজে আটকে পড়েছিলেন । তাঁদেরকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় । অন্যদিকে, ক্ষতিগ্রস্ত দোকানগুলিতে প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল পৌঁছে দেওয়া হয় ।

টর্নেডোয় উড়ল বাড়ির চাল
টর্নেডোয় উড়ল বাড়ির চাল

এর আগে যশের সময় ভারী বৃষ্টি চলাকালীন সাগরদ্বীপে বঙ্গোপসাগরের উপরে একটি টর্নেডো দেখা গেলেও সেটি স্থলভাগে প্রবেশ করেনি । এবার সাগরে স্থলভাগেও আছড়ে পড়ল টর্নেডো ।

কয়েক মিনিটের টর্নেডোয় সাগরের অবস্থা

আরও পড়ুন : Hilsa Fish : সমুদ্রে দেখা নেই ইলিশের, মাথায় হাত মৎস্যজীবীদের

Last Updated : Sep 20, 2021, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.