বারুইপুর, 27 মে : ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলা ৷ ইতিমধ্যেই ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে অনেক মানুষকে ৷ কেমন রয়েছেন ত্রাণ শিবিরে থাকা মানুষজন, কী তাঁদের সুবিধা ও অসুবিধা রয়েছে তা জানতে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকা পরিদর্শন করলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ।
![বারুইপুর পূর্বের ত্রাণ শিবির পরিদর্শনে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-s24-01-mimichakraborty-wbc10003_27052021132659_2705f_1622102219_919.jpg)
ত্রাণ শিবির পরিদর্শন করার আগে তিনি বিডিও অফিসে বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার সহ বিডিও মোশারফ হোসেন, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের সঙ্গে বৈঠক করেন ।
![ত্রাণ শিবিরে থাকা মানুষদের সঙ্গে কথা বলছেন মিমি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-s24-01-mimichakraborty-wbc10003_27052021132659_2705f_1622102219_859.jpg)
বৈঠকের পর তিনি ত্রাণ শিবির কেন্দ্র ঘুরে দেখেন এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন । এই বিপদে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন যাদবপুরের সাংসদ অভিনেত্রী ।
আরও পড়ুন : জুলাই মাসে উচ্চমাধ্যমিক, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক