ফলতা, 11 এপ্রিল : ফলতায় টায়ার কারখানায় বিধ্বংসী আগুন ৷ দুপুর 1টা নাগাদ কারখানাটিতে আগুন লাগে ৷ কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন ৷ তবে বিকেল ছ’টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি ৷
ফলতা এসইজেডএ-তে রয়েছে টায়ার কারখানাটি ৷ করোনার কারণে দীর্ঘসময় ধরে বন্ধ ছিল কারখানাটি ৷ সম্প্রতি কারখানাটি ফের চালু করার তোড়জোড় শুরু হয় ৷ সেইমত কাঁচামাল মজুত করা হয় ৷ তার মধ্যে আজ দুপুরে কারখানার ভেতর থেকে আগুনের ফুলকি দেখতে পান নিরাপত্তারক্ষীরা ৷ কাঁচামাল থাকার দরুন আগুন ছড়িয়ে পড়তে সময় নেয়নি ৷ পুরো কারখানাটি গ্রাস করে ফেলে আগুনের লেলিহান শিখা ৷ প্রথমে ৪টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালায় । পরে আরও ছয়টি ইঞ্জিন পৌঁছায় ৷ আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের ।
আরও পড়ুন : রাস্তার অবস্থা বেহাল, নো রোড নো ভোট পোস্টার রায়গঞ্জে
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার টায়ার তৈরির জন্য প্রায় 50 লাখ টাকার কাঁচামাল কারখানায় নিয়ে আসা হয়েছিল । সবটাই পুড়ে গিয়েছে ৷ ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা । প্রায় 5 ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল কর্মীরা ৷ আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি ৷ তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে এই ঘটনা ঘটেছে ।