ETV Bharat / state

Marriage of Trees: গাছ লাগাও প্রাণ বাঁচাও, বার্তা দিতে বট ও অশত্থ গাছের বিয়ে রায়দিঘিতে - Marriage of Trees

বিশ্ব উষ্ণায়ন নিয়ে মানুষকে সচেতন করতে দুটি গাছের বিয়ে দিল এলাকাবাসীরা ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার রায়দিঘির ৷

trees marriage
গাছেদের বিয়ে
author img

By

Published : May 13, 2023, 10:12 PM IST

বট ও অশত্থ বৃক্ষের বিয়ে রায়দিঘিতে

রায়দিঘি, 13 মে: বিবাহবন্ধনে আবদ্ধ হল বট ও অশত্থ বৃক্ষ । বিশ্ব উষ্ণায়ন নিয়ে মানুষকে সচেতন করতে এই উদ্যোগ গ্রামবাসীদের ৷ তাদের বিয়ের আসর বসেছিল রায়দিঘি বিধানসভার দক্ষিণ জয়কৃষ্ণপুর নারায়ণীতলা অবৈতনিক বিদ্যালয়ের প্রাঙ্গণে । উপস্থিত ছিল কন্যাপক্ষ বটবৃক্ষের পিতা কানাইলাল শিকারি ও বরপক্ষ অশত্থ গাছের পিতা কালিপদ সামন্ত । গায়ে হলুদ-সহ সকাল থেকেই সমস্ত রীতি মেনেই এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৷ যাতে উপস্থিত ছিল সকল গ্রামবাসীরাও । মূলত গ্রামবাসীদের দাবি, হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে বৃক্ষ হল দেবতা ৷ আর তাদের বিবাহ রীতিও রয়েছে ৷ সেই মতে সমস্ত রীতি মেনেই বটগাছের সঙ্গে অশত্থ গাছের বিয়ে দেওয়া হল ।

পাশাপাশি এলাকার মানুষ জানায়, একটা সময় এই অবৈতনিক বিদ্যালয়ের প্রাঙ্গনেই একটি গাছ ছিল ৷ যেটি পরে মারা যায় ৷ সেই জায়গাতেই জন্মায় বট ও অশত্থ গাছ দুটি ৷ তারা প্রাপ্ত বয়স্ক হতেই হিন্দু শাস্ত্র মতে এলাকার মানুষজন তাদের বিয়ে দিল ৷ গ্রামবাসীরা আরও জানায়, বিশ্ব উষ্ণায়নের পথে এগোচ্ছে গোটা বিশ্ব ৷ সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেশি করে গাছ লাগানো প্রয়োজন ৷ গাছ লাগাও প্রাণ বাঁচাও । আর এই বিবাহ বন্ধনের মধ্যে দিয়েই প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তাই তারা পৌঁছে দিতে চায় ৷

গ্রামবাসী সুজিত ধারা বলেন, "বেশ কিছু বছর আগে দক্ষিণ জয়কৃষ্ণপুর নারায়ণীতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় একটি গাছ ছিল ৷ সেই গাছটি প্রাকৃতিক বিপর্যয়ে মারা যায় এবং সেই গাছের মধ্যে দিয়ে কয়েক দিন পর বট ও অশত্থ গাছ একসঙ্গে জন্মায় । তারপর বেশ কয়েক বছর কেটে যায় ৷ এরপর এদিন ওই দুটি গাছকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হল । বৃক্ষ বিবাহ মহাকাব্য রামায়ণে উল্লেখিত রয়েছে ।" তিনি জানান, রামায়ণকাল থেকেই এই নিয়ম ও রীতিনীতি চলে আসছে ৷ হিন্দু শাস্ত্র মতে আয়োজন করে দুটি বৃক্ষের একত্রে মেলবন্ধন করানো হল । এছাড়াও বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা জানানোর জন্য এমনই কর্মসূচি নেওয়া হয়েছে । যার ফলে সাধারণ মানুষ বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতন হতে পারে এবং গাছের প্রয়োজনীয়তা বুঝতে পারে ।

আরও পড়ুন: বৃক্ষ নিধন রুখতে গাছেদের বিয়ে ! বটের সঙ্গে অশ্বত্থের বিয়ে দিলেন বলাই

বট ও অশত্থ বৃক্ষের বিয়ে রায়দিঘিতে

রায়দিঘি, 13 মে: বিবাহবন্ধনে আবদ্ধ হল বট ও অশত্থ বৃক্ষ । বিশ্ব উষ্ণায়ন নিয়ে মানুষকে সচেতন করতে এই উদ্যোগ গ্রামবাসীদের ৷ তাদের বিয়ের আসর বসেছিল রায়দিঘি বিধানসভার দক্ষিণ জয়কৃষ্ণপুর নারায়ণীতলা অবৈতনিক বিদ্যালয়ের প্রাঙ্গণে । উপস্থিত ছিল কন্যাপক্ষ বটবৃক্ষের পিতা কানাইলাল শিকারি ও বরপক্ষ অশত্থ গাছের পিতা কালিপদ সামন্ত । গায়ে হলুদ-সহ সকাল থেকেই সমস্ত রীতি মেনেই এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৷ যাতে উপস্থিত ছিল সকল গ্রামবাসীরাও । মূলত গ্রামবাসীদের দাবি, হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে বৃক্ষ হল দেবতা ৷ আর তাদের বিবাহ রীতিও রয়েছে ৷ সেই মতে সমস্ত রীতি মেনেই বটগাছের সঙ্গে অশত্থ গাছের বিয়ে দেওয়া হল ।

পাশাপাশি এলাকার মানুষ জানায়, একটা সময় এই অবৈতনিক বিদ্যালয়ের প্রাঙ্গনেই একটি গাছ ছিল ৷ যেটি পরে মারা যায় ৷ সেই জায়গাতেই জন্মায় বট ও অশত্থ গাছ দুটি ৷ তারা প্রাপ্ত বয়স্ক হতেই হিন্দু শাস্ত্র মতে এলাকার মানুষজন তাদের বিয়ে দিল ৷ গ্রামবাসীরা আরও জানায়, বিশ্ব উষ্ণায়নের পথে এগোচ্ছে গোটা বিশ্ব ৷ সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেশি করে গাছ লাগানো প্রয়োজন ৷ গাছ লাগাও প্রাণ বাঁচাও । আর এই বিবাহ বন্ধনের মধ্যে দিয়েই প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তাই তারা পৌঁছে দিতে চায় ৷

গ্রামবাসী সুজিত ধারা বলেন, "বেশ কিছু বছর আগে দক্ষিণ জয়কৃষ্ণপুর নারায়ণীতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় একটি গাছ ছিল ৷ সেই গাছটি প্রাকৃতিক বিপর্যয়ে মারা যায় এবং সেই গাছের মধ্যে দিয়ে কয়েক দিন পর বট ও অশত্থ গাছ একসঙ্গে জন্মায় । তারপর বেশ কয়েক বছর কেটে যায় ৷ এরপর এদিন ওই দুটি গাছকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হল । বৃক্ষ বিবাহ মহাকাব্য রামায়ণে উল্লেখিত রয়েছে ।" তিনি জানান, রামায়ণকাল থেকেই এই নিয়ম ও রীতিনীতি চলে আসছে ৷ হিন্দু শাস্ত্র মতে আয়োজন করে দুটি বৃক্ষের একত্রে মেলবন্ধন করানো হল । এছাড়াও বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা জানানোর জন্য এমনই কর্মসূচি নেওয়া হয়েছে । যার ফলে সাধারণ মানুষ বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতন হতে পারে এবং গাছের প্রয়োজনীয়তা বুঝতে পারে ।

আরও পড়ুন: বৃক্ষ নিধন রুখতে গাছেদের বিয়ে ! বটের সঙ্গে অশ্বত্থের বিয়ে দিলেন বলাই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.