ETV Bharat / state

Shootout at Bishnupur : দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করায় হামলা, বিষ্ণুপুরে গুলিবিদ্ধ 1 - Protestor Shot at bishnupur

এলাকাকে অসামাজিক কাজকর্ম ও দুষ্কৃতীদের হাত থেকে মুক্ত করার জন্য প্রতিবাদ জানিয়েছিল প্রদীপ নস্কর । তারপরেই তাঁর ওপর হামলা করল দুষ্কৃতীরা ৷ গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি (Protestor Shot at Bishnupur) ৷

Bishnupur Crime News
বিষ্ণুপুরে গুলিবিদ্ধ 1
author img

By

Published : Feb 20, 2022, 7:59 AM IST

ডায়মন্ড হারবার, 20 ফেব্রুয়ারি : রাতের অন্ধকারে বিষ্ণুপুরে শুটআউট । দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করায় বিষ্ণুপুরের দক্ষিণ বাগিরহাটে চলল গুলি । গুলিবিদ্ধ হয়ে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি (Protestor Shot at Bishnupur) ৷

স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করার প্রতিশোধ নিতেই এই হামলা । আহত ব্যক্তির নাম প্রদীপ নস্কর (35) । তাঁর পায়ে গুলি লাগে ৷ স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই এলাকায় বেড়ে চলেছে দুষ্কৃতী দৌরাত্ম্য ৷ তার জেরে এলাকায় পাল্লা দিয়ে বেড়ে চলেছে অসামাজিক কাজকর্মও । এলাকাকে অসামাজিক কাজকর্ম ও দুষ্কৃতীদের হাত থেকে মুক্ত করার জন্য প্রতিবাদ জানিয়েছিল প্রদীপ । তারপরেই এদিন প্রকাশ্যে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন তিনি ।

আরও পড়ুন : Diamond Harbour Shootout Case : ডায়মন্ডহারবার গুলিকাণ্ডে ধৃতদের পুলিশি হেফাজত

তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতাল, পরে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে আসা হয় । প্রদীপ ছাড়াও আরও এক গ্রামবাসী আহত হয়েছেন । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।

ডায়মন্ড হারবার, 20 ফেব্রুয়ারি : রাতের অন্ধকারে বিষ্ণুপুরে শুটআউট । দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করায় বিষ্ণুপুরের দক্ষিণ বাগিরহাটে চলল গুলি । গুলিবিদ্ধ হয়ে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি (Protestor Shot at Bishnupur) ৷

স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করার প্রতিশোধ নিতেই এই হামলা । আহত ব্যক্তির নাম প্রদীপ নস্কর (35) । তাঁর পায়ে গুলি লাগে ৷ স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই এলাকায় বেড়ে চলেছে দুষ্কৃতী দৌরাত্ম্য ৷ তার জেরে এলাকায় পাল্লা দিয়ে বেড়ে চলেছে অসামাজিক কাজকর্মও । এলাকাকে অসামাজিক কাজকর্ম ও দুষ্কৃতীদের হাত থেকে মুক্ত করার জন্য প্রতিবাদ জানিয়েছিল প্রদীপ । তারপরেই এদিন প্রকাশ্যে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন তিনি ।

আরও পড়ুন : Diamond Harbour Shootout Case : ডায়মন্ডহারবার গুলিকাণ্ডে ধৃতদের পুলিশি হেফাজত

তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতাল, পরে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে আসা হয় । প্রদীপ ছাড়াও আরও এক গ্রামবাসী আহত হয়েছেন । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.