ETV Bharat / state

Rape : নাবালিকা ভাগ্নিকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, 10 বছরের কারাদণ্ড ব্যক্তির - বারুইপুর ধর্ষণ

ভাগ্নিকে (Uncle Raped Niece) অপহরণ করে দিনের পর দিন ধর্ষণ করার অপরাধে 10 বছরের সাজা হল এক ব্যক্তির ৷ আজ এই সাজা দিয়েছে বারুইপুর আদালত (Baruipur Court)৷

Bhabanipur By-election: BJP candidate Priyanka Tibrewal campaigning at Jadubabu Bazaar
যদুবাবুর বাজারে প্রচারে প্রিয়াঙ্কা টিবরেওয়াল, খেলেন কচুরি-জিলিপি
author img

By

Published : Sep 15, 2021, 8:11 PM IST

সোনারপুর, 15 সেপ্টেম্বর : নিজের ভাগ্নিকে অপহরণ (Uncle Raped Niece) করে লুকিয়ে রেখে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ ৷ নাবালিকাকে অপহরণ ও যৌন নির্যাতন মামলায় মামাকে দোষী সাব্যস্ত করল আদালত । 10 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে বারুইপুর আদালত (Baruipur Court)।

সোনারপুর এলাকা থেকে নাবালিকাকে প্রথমে অপহরণ করা হয় । ছাত্রীর খোঁজ না-পেয়ে তার পরিবারের লোকজন থানায় ডায়েরি করেন । এরপর দীর্ঘদিন খোঁজখবর চালিয়ে বারাসতের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাসতের একটি ভাড়া বাড়িতে রেখে দিনের পর দিন একাদশ শ্রেণির পড়ুয়াকে যৌন নির্যাতন করত তার মামা ।

এ দিন দোষী সাব্যস্ত সেই মামার সাজা ঘোষণা করল বারুইপুর আদালত । তাকে 10 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছে আদালত । অনাদায়ে আরও 1 বছরের সাজা ঘোষণা করা হয় । এ ছাড়াও নির্যাতিতাকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: Telangana Rape: শিশু ধর্ষণ-খুনে উত্তপ্ত তেলাঙ্গানা, অভিযুক্তের খোঁজে 10 লাখ পুরস্কার ঘোষণা

ঘটনাটি ঘটেছিল 2019 সালের 28 অগস্ট ৷ সন্ধেবেলায় বাড়ি থেকে বেরিয়েছিল একাদশ শ্রেণির ছাত্রীটি । বাড়িতে সে বলে যায়, কয়েকটা নোটের ফোটোকপি করতে হবে । তাই একটা দোকানে যাচ্ছে সে । কিন্তু আর সে বাড়ি ফেরেনি । এরপরই পরিবারের তরফে দায়ের করা হয় অপহরণের অভিযোগ ।

আরও পড়ুন: Murder : মাকে খুন করে বাড়িতে মাটি চাপা, আড়াই বছর পর গ্রেফতার ছেলে

কয়েকদিন পর অবশ্য খোঁজ মেলে সেই ছাত্রীর । সম্পর্কে মামা অভিযুক্ত 61 বছরের ওই ব্যক্তি অপহরণ করেছিল বলে জানা যায় । এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার ছাত্রীর পরিবার ।

আরও পড়ুন: Delhi Police : দেশজুড়ে নাশকতাক ছক বানচাল দিল্লি পুলিশের, আটক 6; রয়েছে বাঙালি যোগ !

ঘটনায় তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে হাড়োয়া এলাকা থেকে । বারাসতে তার ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর যৌন উদ্দীপক ট্যাবলেট ও ব্যবহৃত এবং অব্যবহৃত কন্ডোম ।

আরও পড়ুন: Murder : হরিদেবপুরে নিজের কারখানা থেকে ব্যবসায়ীর নলি কাটা দেহ উদ্ধার

সোনারপুর, 15 সেপ্টেম্বর : নিজের ভাগ্নিকে অপহরণ (Uncle Raped Niece) করে লুকিয়ে রেখে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ ৷ নাবালিকাকে অপহরণ ও যৌন নির্যাতন মামলায় মামাকে দোষী সাব্যস্ত করল আদালত । 10 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে বারুইপুর আদালত (Baruipur Court)।

সোনারপুর এলাকা থেকে নাবালিকাকে প্রথমে অপহরণ করা হয় । ছাত্রীর খোঁজ না-পেয়ে তার পরিবারের লোকজন থানায় ডায়েরি করেন । এরপর দীর্ঘদিন খোঁজখবর চালিয়ে বারাসতের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাসতের একটি ভাড়া বাড়িতে রেখে দিনের পর দিন একাদশ শ্রেণির পড়ুয়াকে যৌন নির্যাতন করত তার মামা ।

এ দিন দোষী সাব্যস্ত সেই মামার সাজা ঘোষণা করল বারুইপুর আদালত । তাকে 10 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছে আদালত । অনাদায়ে আরও 1 বছরের সাজা ঘোষণা করা হয় । এ ছাড়াও নির্যাতিতাকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: Telangana Rape: শিশু ধর্ষণ-খুনে উত্তপ্ত তেলাঙ্গানা, অভিযুক্তের খোঁজে 10 লাখ পুরস্কার ঘোষণা

ঘটনাটি ঘটেছিল 2019 সালের 28 অগস্ট ৷ সন্ধেবেলায় বাড়ি থেকে বেরিয়েছিল একাদশ শ্রেণির ছাত্রীটি । বাড়িতে সে বলে যায়, কয়েকটা নোটের ফোটোকপি করতে হবে । তাই একটা দোকানে যাচ্ছে সে । কিন্তু আর সে বাড়ি ফেরেনি । এরপরই পরিবারের তরফে দায়ের করা হয় অপহরণের অভিযোগ ।

আরও পড়ুন: Murder : মাকে খুন করে বাড়িতে মাটি চাপা, আড়াই বছর পর গ্রেফতার ছেলে

কয়েকদিন পর অবশ্য খোঁজ মেলে সেই ছাত্রীর । সম্পর্কে মামা অভিযুক্ত 61 বছরের ওই ব্যক্তি অপহরণ করেছিল বলে জানা যায় । এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার ছাত্রীর পরিবার ।

আরও পড়ুন: Delhi Police : দেশজুড়ে নাশকতাক ছক বানচাল দিল্লি পুলিশের, আটক 6; রয়েছে বাঙালি যোগ !

ঘটনায় তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে হাড়োয়া এলাকা থেকে । বারাসতে তার ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর যৌন উদ্দীপক ট্যাবলেট ও ব্যবহৃত এবং অব্যবহৃত কন্ডোম ।

আরও পড়ুন: Murder : হরিদেবপুরে নিজের কারখানা থেকে ব্যবসায়ীর নলি কাটা দেহ উদ্ধার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.