ETV Bharat / state

Tiger Attack in Kultali: কুলতলিতে বাঘের হামলায় আহত 1 - কুলতলিতে বাঘের হামলায় আহত 1

কুলতলির গ্রামে বাঘের হানা, জখম 1 গ্রামবাসী (man injured in tiger attack in kultali) ৷ বন দফতরের ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ৷

Tiger Attack in Kultali
কুলতলিতে বাঘের হামলায় আহত 1
author img

By

Published : Dec 26, 2021, 4:59 PM IST

Updated : Dec 26, 2021, 5:41 PM IST

কুলতলি, 26 ডিসেম্বর : এবার গ্রামবাসীদের উপর হামলা চালাল দক্ষিণরায় । রবিবার কুলতলিতে বাঘের হামলায় জখম হয়েছেন স্থানীয় এক বাসিন্দা (man injured in tiger attack in kultali) । আহত ব্যক্তির নাম মোতালেব মোল্লা (৩৭) । জখম অবস্থায় আহত ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । জাল দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে । বাঘ ধরতে একাধিক জায়গায় পাতা হয়েছে খাঁচা । তিনদিন পরেও এখনও কেন বাঘকে খাঁচাবন্দি করা গেল না, তা নিয়ে বন দফতরের ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা । বাঘ ধরতে বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই বাঁশ, লাঠি হাতে রাস্তায় বেরিয়ে পড়েন এদিন ৷

জানা গিয়েছে, গত তিনদিন ধরে কুলতলিতে দাপিয়ে বেড়াচ্ছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার । শুক্রবার কাঁকড়া ধরতে যাওয়ার সময় এক মৎস্যজীবী সেটিকে দেখতে পান । শনিবার পিয়ালির নদীর পাশে ফের বাঘের পায়ের ছাপ দেখেন গ্রামবাসীরা । পরে কেল্লার জঙ্গলের কাছ থেকে শোনা যায় বাঘের গর্জনও । বাঘটিকে খাঁচাবন্দি করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বন দফতরও ৷ যুদ্ধকালীন তৎপরতায় জাল দিয়ে গোটা এলাকা ঘেরার কাজও চালাচ্ছেন বনকর্মীরা । বিভিন্ন জায়গায় ছাগলের টোপ দিয়ে খাঁচাও পাতা হয়েছে বাঘ ধরতে ৷ তবে তাতেও কোনও লাভ এখনও কিছু হয়নি ৷ এখনও অধরা বাঘ বাবাজি ৷

কুলতলিতে বাঘের হামলায় আহত 1

আরও পড়ুন : বাঘের পায়ের ছাপ আতঙ্ক কুলতলিতে

এরই মধ্যে আশঙ্কা সত্যি করে রবিবার বাঘের হামলার ঘটনা ঘটল কুলতলিতে ৷ বাঘের হামলায় জখম হয়েছেন মোতালেব মোল্লা নামে এক গ্রামবাসী । তাঁর দাবি, এদিন যখন তিনি হেঁটে যাচ্ছিলেন সেই সময় তাঁর উপর হামলা চালায় বাঘটি । বন দফতর সূত্রে খবর , বাঘটি বর্তমানে কেল্লার জঙ্গলের কাছে একটি মাঠে রয়েছে । গ্রামের বেশিরভাগ অংশ জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে ৷ বনকর্মীদের দাবি, বাঘটি বারবার নিজের অবস্থান বদল করায় তাকে খাঁচাবন্দি করতে বেগ পেতে হচ্ছে ৷ স্থানীয় প্রশাসনের তরফে গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷

কুলতলি, 26 ডিসেম্বর : এবার গ্রামবাসীদের উপর হামলা চালাল দক্ষিণরায় । রবিবার কুলতলিতে বাঘের হামলায় জখম হয়েছেন স্থানীয় এক বাসিন্দা (man injured in tiger attack in kultali) । আহত ব্যক্তির নাম মোতালেব মোল্লা (৩৭) । জখম অবস্থায় আহত ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । জাল দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে । বাঘ ধরতে একাধিক জায়গায় পাতা হয়েছে খাঁচা । তিনদিন পরেও এখনও কেন বাঘকে খাঁচাবন্দি করা গেল না, তা নিয়ে বন দফতরের ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা । বাঘ ধরতে বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই বাঁশ, লাঠি হাতে রাস্তায় বেরিয়ে পড়েন এদিন ৷

জানা গিয়েছে, গত তিনদিন ধরে কুলতলিতে দাপিয়ে বেড়াচ্ছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার । শুক্রবার কাঁকড়া ধরতে যাওয়ার সময় এক মৎস্যজীবী সেটিকে দেখতে পান । শনিবার পিয়ালির নদীর পাশে ফের বাঘের পায়ের ছাপ দেখেন গ্রামবাসীরা । পরে কেল্লার জঙ্গলের কাছ থেকে শোনা যায় বাঘের গর্জনও । বাঘটিকে খাঁচাবন্দি করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বন দফতরও ৷ যুদ্ধকালীন তৎপরতায় জাল দিয়ে গোটা এলাকা ঘেরার কাজও চালাচ্ছেন বনকর্মীরা । বিভিন্ন জায়গায় ছাগলের টোপ দিয়ে খাঁচাও পাতা হয়েছে বাঘ ধরতে ৷ তবে তাতেও কোনও লাভ এখনও কিছু হয়নি ৷ এখনও অধরা বাঘ বাবাজি ৷

কুলতলিতে বাঘের হামলায় আহত 1

আরও পড়ুন : বাঘের পায়ের ছাপ আতঙ্ক কুলতলিতে

এরই মধ্যে আশঙ্কা সত্যি করে রবিবার বাঘের হামলার ঘটনা ঘটল কুলতলিতে ৷ বাঘের হামলায় জখম হয়েছেন মোতালেব মোল্লা নামে এক গ্রামবাসী । তাঁর দাবি, এদিন যখন তিনি হেঁটে যাচ্ছিলেন সেই সময় তাঁর উপর হামলা চালায় বাঘটি । বন দফতর সূত্রে খবর , বাঘটি বর্তমানে কেল্লার জঙ্গলের কাছে একটি মাঠে রয়েছে । গ্রামের বেশিরভাগ অংশ জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে ৷ বনকর্মীদের দাবি, বাঘটি বারবার নিজের অবস্থান বদল করায় তাকে খাঁচাবন্দি করতে বেগ পেতে হচ্ছে ৷ স্থানীয় প্রশাসনের তরফে গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷

Last Updated : Dec 26, 2021, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.