ETV Bharat / state

Duare Sarkar: 30 বছর ধরে মেলেনি বিদ্যুৎ, দুয়ারে সরকারে আবেদন করতেই দু'ঘণ্টার মধ্যে সমাধান

author img

By

Published : Apr 5, 2023, 3:23 PM IST

1 এপ্রিল থেকে রাজ্যে ফের চালু হয়েছে 'দুয়ারে সরকার' । চলবে 10 এপ্রিল পর্যন্ত । বিষ্ণুপুরে দুয়ারে সরকারের ক্য়াম্পে গিয়ে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করার 2 ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ পেল একটি পরিবার ৷

Duare Sarkar benefits
দুয়ারে সরকার
দুয়ারে সরকারে আবেদন জানানোর 2 ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পেল পরিবার

বিষ্ণুপুর, 5 এপ্রিল: একদিকে যখন রাজ্য সরকার বা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ঠিক করে কাজ না করার অভিযোগ উঠছে ৷ অন্যদিকে একদম ভিন্ন ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে ৷ বিগত 30 বছরের সমস্য়া মিটল মাত্র 2 ঘণ্টায় ৷ দুয়ারে সরকারে অভিযোগ করার 2 ঘণ্টার মধ্যেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেলেন তপন সানি ৷

জানা গিয়েছে, নানান জটিলতার কারণে বিগত 30 বছরের বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ ছিল না তাঁর বাড়িতে ৷ বিদ্যুৎ দফতরের অফিস-সহ বিভিন্ন জায়গায় দরবার করেও কোনও সুরাহা হয়নি ৷ অবশেষে মঙ্গলবার দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্পে হাজির হন তপন ৷ সমস্যার কথা জানানোর 2 ঘণ্টার মধ্যেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ পান তিনি ৷ বিষ্ণুপুর এক নম্বর ব্লকের আমগাছিয়ার সানিপাড়ায় বাড়ি তাঁর ৷

সূত্রের খবর, দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্পে গিয়ে তপন যখন বাড়িতে বিদ্যুৎ সংযোগের আবেদন জানান তখন সেখানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এক নম্বর ব্লকের বিডিও সুবীর দন্ডপাট ৷ এই বিষয়ে স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেও বিষয়টি প্রশাসনকে জানানো হয় ৷ অবশেষে আবেদন করার 2 ঘণ্টার মধ্যে 30 বছরের পুরনো সমস্যার সমাধান হয়ে যায় ৷ বাড়িতে পৌঁছে খোদ বিডিও তপনের হাতে বিদ্যুৎ সংযোগের কাগজপত্র তুলে দেন ৷ এতদিন পাশের বাড়ি থেকে বিদ্যুৎ নিয়ে কাজ চালাতে হচ্ছিল ৷ অবশেষে বাড়িতে বিদ্যুৎ পেয়ে উচ্ছ্বসিত তপনের পরিবার ৷

তপন সানি জানান, বিভিন্ন জায়গায় ঘুরেও কোনও কাজ হচ্ছিল না ৷ অবশেষে বাড়ির সামনেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সমস্যার সমাধান হল ৷ পরিবারের সদস্য রিয়া সানির বক্তব্য, এতদিন কারেন্ট না থাকায় পড়াশুনো থেকে মোবাইল চার্জ দেওয়া সবেতেই সমস্যা হচ্ছিল ৷ পাশের একটি বাড়ি থেকে কোনওরকমে বিদ্যুৎ সংযোগ নিয়ে কাজ চালাতে হচ্ছিল ৷ দীর্ঘ 30 বছরের এই সমস্যার সমাধান হওয়ায় স্বস্তি ফিরল ৷

আরও পড়ুন: পরিষেবা না-মেলায় দুয়ারে সরকারের ক্যাম্পে ভাঙচুর তৃণমূল নেতাদের

দুয়ারে সরকারে আবেদন জানানোর 2 ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পেল পরিবার

বিষ্ণুপুর, 5 এপ্রিল: একদিকে যখন রাজ্য সরকার বা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ঠিক করে কাজ না করার অভিযোগ উঠছে ৷ অন্যদিকে একদম ভিন্ন ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে ৷ বিগত 30 বছরের সমস্য়া মিটল মাত্র 2 ঘণ্টায় ৷ দুয়ারে সরকারে অভিযোগ করার 2 ঘণ্টার মধ্যেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেলেন তপন সানি ৷

জানা গিয়েছে, নানান জটিলতার কারণে বিগত 30 বছরের বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ ছিল না তাঁর বাড়িতে ৷ বিদ্যুৎ দফতরের অফিস-সহ বিভিন্ন জায়গায় দরবার করেও কোনও সুরাহা হয়নি ৷ অবশেষে মঙ্গলবার দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্পে হাজির হন তপন ৷ সমস্যার কথা জানানোর 2 ঘণ্টার মধ্যেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ পান তিনি ৷ বিষ্ণুপুর এক নম্বর ব্লকের আমগাছিয়ার সানিপাড়ায় বাড়ি তাঁর ৷

সূত্রের খবর, দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্পে গিয়ে তপন যখন বাড়িতে বিদ্যুৎ সংযোগের আবেদন জানান তখন সেখানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এক নম্বর ব্লকের বিডিও সুবীর দন্ডপাট ৷ এই বিষয়ে স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেও বিষয়টি প্রশাসনকে জানানো হয় ৷ অবশেষে আবেদন করার 2 ঘণ্টার মধ্যে 30 বছরের পুরনো সমস্যার সমাধান হয়ে যায় ৷ বাড়িতে পৌঁছে খোদ বিডিও তপনের হাতে বিদ্যুৎ সংযোগের কাগজপত্র তুলে দেন ৷ এতদিন পাশের বাড়ি থেকে বিদ্যুৎ নিয়ে কাজ চালাতে হচ্ছিল ৷ অবশেষে বাড়িতে বিদ্যুৎ পেয়ে উচ্ছ্বসিত তপনের পরিবার ৷

তপন সানি জানান, বিভিন্ন জায়গায় ঘুরেও কোনও কাজ হচ্ছিল না ৷ অবশেষে বাড়ির সামনেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সমস্যার সমাধান হল ৷ পরিবারের সদস্য রিয়া সানির বক্তব্য, এতদিন কারেন্ট না থাকায় পড়াশুনো থেকে মোবাইল চার্জ দেওয়া সবেতেই সমস্যা হচ্ছিল ৷ পাশের একটি বাড়ি থেকে কোনওরকমে বিদ্যুৎ সংযোগ নিয়ে কাজ চালাতে হচ্ছিল ৷ দীর্ঘ 30 বছরের এই সমস্যার সমাধান হওয়ায় স্বস্তি ফিরল ৷

আরও পড়ুন: পরিষেবা না-মেলায় দুয়ারে সরকারের ক্যাম্পে ভাঙচুর তৃণমূল নেতাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.