ETV Bharat / state

হাতির হানায় মৃত্যু, ১২ ঘণ্টার মধ্যেই পরিবারের হাতে আর্থিক সাহায্য

হাতির হানায় মৃত্যু হয় পাড়ু মাহাতর, তিনি ঝাড়গ্রাম ব্লকের শালবনী গ্রাম পঞ্চায়েতের বরিয়া গ্রামের বাসিন্দা ৷ মৃত্যুর বারো ঘণ্টার মধ্যেই আর্থিক সাহায্যের পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হল মৃতের পরিবারের হাতে । চেক তুলে দেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা ৷

ক্ষতিপূরণের পাঁচ লক্ষ টাকা তুলে দেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা
ক্ষতিপূরণের পাঁচ লক্ষ টাকা তুলে দেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা
author img

By

Published : Jun 14, 2021, 9:47 AM IST

Updated : Jun 14, 2021, 10:56 AM IST

ঝাড়গ্রাম, 14 জুন: হাতির হানায় মৃত্যুতে বেনজির ঘটনা । মৃত্যুর বারো ঘণ্টার মধ্যেই আর্থিক সাহায্যের পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হল মৃতের পরিবারের হাতে । ঝাড়গ্রাম ব্লকের শালবনী গ্রাম পঞ্চায়েতের বরিয়া গ্রামের ঘটনা ৷

হাতির হানায় মৃত্যু হয় পাড়ু মাহাতর (৭৫), তিনি ঝাড়গ্রাম ব্লকের শালবনী গ্রামপঞ্চায়েতের বরিয়া গ্রামের বাসিন্দা ৷ রবিবার ভোর পাঁচটা নাগাদ বাড়ি থেকে সাইকেলে করে কচড়া ফল কুড়োতে গিয়ে ঘটনাটি ঘটে । অভিযোগ, এলাকায় প্রায়ই হাতির উপদ্রব লেগে থাকে ৷ পাড়ুর মৃত্যুর পরেই উত্তেজিত গ্রামবাসীরা লোধাশুলি হয়ে যে রাস্তা ঝাড়গ্রাম ঢুকেছে, সেখানকার পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ শুরু করেন । ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়ের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পরে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা ।

এদিকে মৃত্যুর বারো ঘণ্টা পরেই বরিয়া গ্রামে মৃত পাড়ু মাহাতর বাড়িতে পৌঁছান রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, ঝাড়গ্রামের ডিএফও শেখ ফরিদ সহ বন দফতরের অধিকারিকরা । মৃত পাড়ু মাহাতর ছেলে দীপক মাহাতের হাতে পাঁচ লক্ষ টাকার চেকে তুলে দেন বিরবাহা হাঁসদা । নিয়ম অনুযায়ী পরিবারের এক জনকে চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি ।

হাতির হানায় বাবার মৃত্যুর ১২ ঘণ্টার মধ্যেই আর্থিক সাহায্যের টাকা হাতে পেয়ে চোখে জল নিয়ে বন দফতরকে ধন্যবাদ জানান দীপক । বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, "সকালেই খবর পেয়েছি । যাঁদের ক্ষতি হয়েছে তাঁদের অভাব পূরণ করতে পারব না । সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিয়ে গেলাম ।"

ঝাড়গ্রাম, 14 জুন: হাতির হানায় মৃত্যুতে বেনজির ঘটনা । মৃত্যুর বারো ঘণ্টার মধ্যেই আর্থিক সাহায্যের পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হল মৃতের পরিবারের হাতে । ঝাড়গ্রাম ব্লকের শালবনী গ্রাম পঞ্চায়েতের বরিয়া গ্রামের ঘটনা ৷

হাতির হানায় মৃত্যু হয় পাড়ু মাহাতর (৭৫), তিনি ঝাড়গ্রাম ব্লকের শালবনী গ্রামপঞ্চায়েতের বরিয়া গ্রামের বাসিন্দা ৷ রবিবার ভোর পাঁচটা নাগাদ বাড়ি থেকে সাইকেলে করে কচড়া ফল কুড়োতে গিয়ে ঘটনাটি ঘটে । অভিযোগ, এলাকায় প্রায়ই হাতির উপদ্রব লেগে থাকে ৷ পাড়ুর মৃত্যুর পরেই উত্তেজিত গ্রামবাসীরা লোধাশুলি হয়ে যে রাস্তা ঝাড়গ্রাম ঢুকেছে, সেখানকার পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ শুরু করেন । ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়ের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পরে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা ।

এদিকে মৃত্যুর বারো ঘণ্টা পরেই বরিয়া গ্রামে মৃত পাড়ু মাহাতর বাড়িতে পৌঁছান রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, ঝাড়গ্রামের ডিএফও শেখ ফরিদ সহ বন দফতরের অধিকারিকরা । মৃত পাড়ু মাহাতর ছেলে দীপক মাহাতের হাতে পাঁচ লক্ষ টাকার চেকে তুলে দেন বিরবাহা হাঁসদা । নিয়ম অনুযায়ী পরিবারের এক জনকে চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি ।

হাতির হানায় বাবার মৃত্যুর ১২ ঘণ্টার মধ্যেই আর্থিক সাহায্যের টাকা হাতে পেয়ে চোখে জল নিয়ে বন দফতরকে ধন্যবাদ জানান দীপক । বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, "সকালেই খবর পেয়েছি । যাঁদের ক্ষতি হয়েছে তাঁদের অভাব পূরণ করতে পারব না । সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিয়ে গেলাম ।"

Last Updated : Jun 14, 2021, 10:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.