ETV Bharat / state

দুই পোষ্যকে গুলি করে মেরে আত্মঘাতী ব্যক্তি - পোষ্যকে গুলি করে মেরে আত্মঘাতী ব্যক্তি

দুই পোষ্যকে গুলি করে মারেন এক ব্যক্তি । তারপর নিজেও আত্মঘাতী হন ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 18, 2019, 12:24 PM IST

Updated : Jul 18, 2019, 3:35 PM IST

জয়নগর, 18 জুলাই : দুই পোষ্যকে গুলি করে মারার পর নিজেও আত্মঘাতী হলেন এক ব্যক্তি । দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার নারায়ণীতলার ঘটনা । মৃতের নাম শুভঙ্কর রায়চৌধুরি (47) । দেনা শোধ করতে না পারায় তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ।

শুভঙ্করের স্ত্রী শম্পা রায় চৌধুরি বলেন, সকালে ঘুম থেকে উঠে গুলির আওয়াজ পেয়ে নিচে নেমে দেখেন স্বামী এবং তাঁর দুই পোষ্য রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । দুই পোষ্যকে মেরে তাঁর স্বামী নিজে আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন তিনি ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে শুভঙ্কর পেশায় অটোচালক । তাঁর বাবার নামে একটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক দীর্ঘদিন ধরে তাঁদের বাড়িতে আছে । সম্প্রতি শুভঙ্কর দেনার দায়ে মানসিক অবসাদে ভুগছিলেন । সময় মতো প্রিমিয়াম না দেওয়ায় গতকাল অর্থলগ্নি সংস্থা থেকে তাঁর অটোটিও নিয়ে যাওয়া হয় । এরপর তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়েন ।

দেখুন ভিডিয়ো

শুভঙ্করের তিন বছরের শিশুকন্যা আছে । মা-বোন-স্ত্রী-কন্যাকে নিয়ে সংসার তাঁর । একদিকে প্রচুর দেনা এবং অপরদিকে তাঁর অটোটি অর্থলগ্নি সংস্থা তুলে নেওয়ায় অবসাদে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে । জয়নগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । সেই সঙ্গে যে বন্দুকের মাধ্যমে শুভঙ্কর তাঁর দুই পোষ্যকে মেরেছে এবং নিজেও আত্মঘাতী হয়েছেন সেই বন্দুকটির লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখছে পুলিশ ।

জয়নগর, 18 জুলাই : দুই পোষ্যকে গুলি করে মারার পর নিজেও আত্মঘাতী হলেন এক ব্যক্তি । দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার নারায়ণীতলার ঘটনা । মৃতের নাম শুভঙ্কর রায়চৌধুরি (47) । দেনা শোধ করতে না পারায় তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ।

শুভঙ্করের স্ত্রী শম্পা রায় চৌধুরি বলেন, সকালে ঘুম থেকে উঠে গুলির আওয়াজ পেয়ে নিচে নেমে দেখেন স্বামী এবং তাঁর দুই পোষ্য রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । দুই পোষ্যকে মেরে তাঁর স্বামী নিজে আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন তিনি ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে শুভঙ্কর পেশায় অটোচালক । তাঁর বাবার নামে একটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক দীর্ঘদিন ধরে তাঁদের বাড়িতে আছে । সম্প্রতি শুভঙ্কর দেনার দায়ে মানসিক অবসাদে ভুগছিলেন । সময় মতো প্রিমিয়াম না দেওয়ায় গতকাল অর্থলগ্নি সংস্থা থেকে তাঁর অটোটিও নিয়ে যাওয়া হয় । এরপর তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়েন ।

দেখুন ভিডিয়ো

শুভঙ্করের তিন বছরের শিশুকন্যা আছে । মা-বোন-স্ত্রী-কন্যাকে নিয়ে সংসার তাঁর । একদিকে প্রচুর দেনা এবং অপরদিকে তাঁর অটোটি অর্থলগ্নি সংস্থা তুলে নেওয়ায় অবসাদে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে । জয়নগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । সেই সঙ্গে যে বন্দুকের মাধ্যমে শুভঙ্কর তাঁর দুই পোষ্যকে মেরেছে এবং নিজেও আত্মঘাতী হয়েছেন সেই বন্দুকটির লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখছে পুলিশ ।

Intro:দেনার দায়ে নিজের দুই পোষ্য কে গুলি করে নিজেই বন্দুকের গুলিতে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

ভোরের আলো ফুটতে না ফুটতেই জোরালো আওয়াজে ঘুম ভেঙে যায় জয়নগর থানার নারায়নীতলা অঞ্চলের চৌধুরী পাড়ার বাসিন্দাদের। ঘুম চোখে তড়িঘড়ি পাড়া পড়শিরা বাইরে বেরিয়ে জানতে পারে প্রতিবেশী শুভঙ্কর রায় চৌধুরীর বাড়ি থেকে ওই আওয়াজ পাওয়া গিয়েছে। বাড়ির মধ্যে ঢুকে তারা দেখতে পায় শুভঙ্কর এবং তার দুই পোষ্যর মৃতদেহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং তার স্ত্রী কান্নাকাটি করছে , আর শুভঙ্করের পাশে পড়ে আছে তাদের বাড়ির বৈধ দোনলা বন্দুকটি। প্রতিবেশীদের তার স্ত্রী জানায়, সকালে ঘুম থেকে উঠে গুলির আওয়াজ পেয়ে নিচে নেমে দেখেন স্বামী এবং তার দুই পোষ্য রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। তার স্বামী দুই পোষ্যকে মেরে নিজে আত্মঘাতী হয়েছেন বলে তিনি জানান। ইতিমধ্যেই খবর চলে যায় জয়নগর থানায়। সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে শুভঙ্কর রায় চৌধুরী পেশায় অটোচালক। তার বাবার নামে একটি লাইসেন্সি বন্দুক দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে আছে। সম্প্রতি শুভঙ্কর দেনার দায়ে মানসিক অবসাদে ভুগছিল। গতকাল অর্থলগ্নি সংস্থা থেকে তার অটো টি ও তার কাছ থেকে ছিনিয়ে নেয় সময়মতো প্রিমিয়াম না দেওয়ায় । এই ঘটনায় তিনি আরো মানসিকভাবে ভেঙে পড়েন। তার তিন বছরের এক শিশু কন্যা আছে। মা-বোন-স্ত্রী-কন্যা কে নিয়ে বাড়িতেই তিনি থাকতেন। তাই একদিকে প্রচুর দেনা এবং অপরদিকে সম্প্রতি তার অটো টি অর্থলগ্নি সংস্থা তুলে নেওয়ায় অবসাদে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে তার পরিবার সূত্রে জানা যায় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে এবং যে বন্ধুকের মাধ্যমে শুভঙ্কর রায় চৌধুরী তার দুই পোষ্য কে মেরেছে এবং নিজেও আত্মঘাতী হয়েছে সেই বন্দুকটির লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।Body:ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।Conclusion:Intro তে কপি দিলাম।
Last Updated : Jul 18, 2019, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.