রায়দিঘি, 24 মে: রায়দিঘির সুভাষ নগর এলাকায় ধর্ষণে অভিযুক্ত এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল । এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
স্থানীয় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে সুক্রি ভুঁইয়া নামে ওই যুবকের বিরুদ্ধে । কিন্তু, কিশোরীর পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি । এরপরই রবিবার ওই কিশোরীর পরিবারের সদস্য ও গ্রামের বাসিন্দাদের একাংশ জোটবদ্ধ হয়ে সুক্রিকে মারধর করেন বলে অভিযোগ। গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থানে আসে রায়দিঘি থানার পুলিশ । রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । গণপিটুনির ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে তারা । ইতিমধ্যেই ওই কিশোরীর পরিবারের সদস্য সহ গ্রামের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রায়দিঘি থানার তরফে জানানো হয়েছে, ধর্ষণের ঘটনার কোনও অভিযোগ না করে আইন নিজের হাতে তুলে নেওয়ায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ অভিযুক্তদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে তাদের 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।