ETV Bharat / state

মথুরাপুরে ভোজালির কোপ ব্যক্তিকে - খুন

ভোজালির আঘাতে মথুরাপুরে খুন এক ব্যক্তি । তদন্তে পুলিশ ।

stabbed to death
stabbed to death
author img

By

Published : Jun 4, 2020, 1:33 PM IST

মথুরাপুর, 4 জুন : বাড়ি ফেরার পথে ভোজালি দিয়ে কুপিয়ে খুন এক ব্যক্তি । মৃতের নাম শঙ্কর চক্রবর্তী (61) । বাড়ি মথুরাপুরের সাতঘড়া খটিরবাজার এলাকায় । রবিবার রাত সাড়ে ন'টা নাগাদ বাড়ির অদূরেই ওই ব্যক্তির ওপর ভোজালি নিয়ে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । গতকাল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।

মৃতের পরিবার সূত্রে খবর, সোনার দোকানে কাজ করতেন শঙ্করবাবু । রবিবার রাত সাড়ে ন'টা নাগাদ বাড়ি ফিরছিলেন তিনি । সেই সময় তাঁর বাড়ির কাছেই কয়েকজন দুষ্কৃতী ভোজালি নিয়ে তাঁর ওপর হামলা চালায় । চিৎকার শুনে স্থানীয়রা বেরিয়ে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা । রক্তাক্ত অবস্থায় শঙ্করবাবুকে উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবার মহাকুমা হাসপাতালে পাঠানো হয় ।

সেখানেও অবস্থার অবনতি হওয়ায় গতকাল তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শঙ্করবাবুর ।

ঠিক কী কারণে এই খুন তা জানার চেষ্টা করছে মথুরাপুর থানার পুলিশ । এই ঘটনায় মথুরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে । এরপরই আজ মথুরাপুর থানার একটি বিশেষ দল খুনের স্থান পরিদর্শন করেন । খুনের ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

মথুরাপুর, 4 জুন : বাড়ি ফেরার পথে ভোজালি দিয়ে কুপিয়ে খুন এক ব্যক্তি । মৃতের নাম শঙ্কর চক্রবর্তী (61) । বাড়ি মথুরাপুরের সাতঘড়া খটিরবাজার এলাকায় । রবিবার রাত সাড়ে ন'টা নাগাদ বাড়ির অদূরেই ওই ব্যক্তির ওপর ভোজালি নিয়ে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । গতকাল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।

মৃতের পরিবার সূত্রে খবর, সোনার দোকানে কাজ করতেন শঙ্করবাবু । রবিবার রাত সাড়ে ন'টা নাগাদ বাড়ি ফিরছিলেন তিনি । সেই সময় তাঁর বাড়ির কাছেই কয়েকজন দুষ্কৃতী ভোজালি নিয়ে তাঁর ওপর হামলা চালায় । চিৎকার শুনে স্থানীয়রা বেরিয়ে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা । রক্তাক্ত অবস্থায় শঙ্করবাবুকে উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবার মহাকুমা হাসপাতালে পাঠানো হয় ।

সেখানেও অবস্থার অবনতি হওয়ায় গতকাল তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শঙ্করবাবুর ।

ঠিক কী কারণে এই খুন তা জানার চেষ্টা করছে মথুরাপুর থানার পুলিশ । এই ঘটনায় মথুরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে । এরপরই আজ মথুরাপুর থানার একটি বিশেষ দল খুনের স্থান পরিদর্শন করেন । খুনের ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.