ETV Bharat / state

Murder Attempt in Bhangar : ভাঙড়ে প্রাক্তন স্ত্রীর প্রেমিককে খুনের চেষ্টা - Murder Attempt in Bhangar

প্রাক্তন স্ত্রীর প্রেমিকাকে খুনের চেষ্টার অভিযোগ (Man Allegedly Stabbed Lover of Ex-Wife in Bhangar) ৷ ভাঙড়ের মাধবপুরের ঘটনায় ধারাল অস্ত্র দিয়ে যুবককে কোপানোর অভিযোগ উঠেছে খোকন মোল্লা নামে এক ব্য়ক্তির বিরুদ্ধে ৷ আহত যুবককে কলকাতায় নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Man Allegedly Stabbed Lover of Ex-Wife in Bhangar
Man Allegedly Stabbed Lover of Ex-Wife in Bhangar
author img

By

Published : Mar 4, 2022, 9:53 AM IST

ভাঙড়, 4 মার্চ : প্রাক্তন স্ত্রীর প্রেমিককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে (Man Allegedly Stabbed Lover of Ex-Wife in Bhangar) ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের মাধবপুরের ঘটনায় চাঞ্চল্য ৷ আহত যুবককে প্রথমে নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত খোকন মোল্লা পলাতক ৷ পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

পুলিশ সূত্রে খবর, পেশায় অটোচালক খোকন মোল্লার স্ত্রীর স্থানীয় যুবক নজরুল গাজির সঙ্গে সম্পর্কে জড়ান ৷ যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত ৷ বিষয়টি জানাজানি হতে গ্রামে সালিশি সভাও বসানো হয় বলে অভিযোগ ৷ যে ঘটনার পরে খোকন মোল্লার সঙ্গে বিচ্ছেদ করে বাপের বাড়ি চলে যান ওই মহিলা ৷ কিন্তু, স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের জেরে রীতিমতো ক্ষুব্ধ ছিলেন খোকন মোল্লা ৷ যার রাগ গতকাল গিয়ে পড়ে নজরুল গাজির উপরে ৷

আরও পড়ুন : Kolkata Murder: থিয়েটার রোডের বৃদ্ধা খুনে ধৃত দুধকুমারের 11 নভেম্বর পর্যন্ত জেল হেফাজত

পুলিশ জানতে পেরেছে, গতকাল মাধবপুর বাজারের কাছে কাজ করছিলেন নজরুল ৷ সেই সময় সেখান দিয়ে অটো নিয়ে যাচ্ছিলেন খোকন ৷ অভিযোগ নজরুলকে দেখে, অটো থামিয়ে তাঁর উপর হামলা চালায় খোকন মোল্লা ৷ অটোয় থাকা ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন তিনি ৷ স্থানীয়রা ঘটনাটি দেখে ছুটে এলে, খোকন সেখান থেকে পালিয়ে যায় ৷ এর পর নজরুলকে উদ্ধার করে প্রথমে নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, কলকাতায় স্থানান্তর করা হয় ৷ পুলিশ খোকন মোল্লার খোঁজ শুরু করেছে ৷ তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে (Murder Attempt in Bhangar) ৷

ভাঙড়, 4 মার্চ : প্রাক্তন স্ত্রীর প্রেমিককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে (Man Allegedly Stabbed Lover of Ex-Wife in Bhangar) ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের মাধবপুরের ঘটনায় চাঞ্চল্য ৷ আহত যুবককে প্রথমে নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত খোকন মোল্লা পলাতক ৷ পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

পুলিশ সূত্রে খবর, পেশায় অটোচালক খোকন মোল্লার স্ত্রীর স্থানীয় যুবক নজরুল গাজির সঙ্গে সম্পর্কে জড়ান ৷ যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত ৷ বিষয়টি জানাজানি হতে গ্রামে সালিশি সভাও বসানো হয় বলে অভিযোগ ৷ যে ঘটনার পরে খোকন মোল্লার সঙ্গে বিচ্ছেদ করে বাপের বাড়ি চলে যান ওই মহিলা ৷ কিন্তু, স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের জেরে রীতিমতো ক্ষুব্ধ ছিলেন খোকন মোল্লা ৷ যার রাগ গতকাল গিয়ে পড়ে নজরুল গাজির উপরে ৷

আরও পড়ুন : Kolkata Murder: থিয়েটার রোডের বৃদ্ধা খুনে ধৃত দুধকুমারের 11 নভেম্বর পর্যন্ত জেল হেফাজত

পুলিশ জানতে পেরেছে, গতকাল মাধবপুর বাজারের কাছে কাজ করছিলেন নজরুল ৷ সেই সময় সেখান দিয়ে অটো নিয়ে যাচ্ছিলেন খোকন ৷ অভিযোগ নজরুলকে দেখে, অটো থামিয়ে তাঁর উপর হামলা চালায় খোকন মোল্লা ৷ অটোয় থাকা ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন তিনি ৷ স্থানীয়রা ঘটনাটি দেখে ছুটে এলে, খোকন সেখান থেকে পালিয়ে যায় ৷ এর পর নজরুলকে উদ্ধার করে প্রথমে নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, কলকাতায় স্থানান্তর করা হয় ৷ পুলিশ খোকন মোল্লার খোঁজ শুরু করেছে ৷ তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে (Murder Attempt in Bhangar) ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.