গঙ্গাসাগর, 8 জানুয়ারি: বিলকিস বানো ধর্ষণ মামলায় সোমবার ঐতিহাসিক রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। সোমবার গঙ্গাসাগরে গিয়ে সেই বিলকিস বানো মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গঙ্গাসাগরে গিয়ে এদিন মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গিয়েছিলেন কপিলমুনির আশ্রমেও। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিলকিস বানো মামলার রায় নিয়ে সুপ্রিম কোর্টকে পুরোপুরি সমর্থন জানালেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ। এই রায় নিজেই প্রমাণ করেছে ভুক্তভোগীরা যাতে ভয় মুক্ত হতে পারে তেমনটা করা হয়নি। ধর্ষণকারীরা নির্ভয়ে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছিলেন। তারা যাবতীয় ক্ষমতাও উপভোগ করছিলেন।"
এক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা কঠোর নির্দেশ দিয়ে দৃষ্টান্ত তৈরি করল বলে জানান মমতা। সাংবাদিকদের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল গুজরাত সরকার ধর্ষণকারীদের পক্ষ নিয়েছে এমনটাই বলেছে দেশের শীর্ষ আদালত, এই নিয়ে আপনার বক্তব্য কী ? যার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এটিই একমাত্র নয়, এমন আরও একাধিক মামলার দৃষ্টান্ত রয়েছে। সাক্ষী কেসেও কী হয়েছে আপনারা জানেন। আমরা জানি একটা দেশে এখন কী চলছে। আমরা প্রত্যেকেই সবকিছু জানি।"
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট সোমবার বিলকিস বানো মামলায় 11 জন আসামিকে আগামী দুই সপ্তাহের মধ্যে গুজরাতের জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে ৷ একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, যেখানে আইনের শাসন প্রয়োগ করা প্রয়োজন, সেখানে করুণা ও সহানুভূতির কোনও ভূমিকা নেই ৷
বিলকিস বানো মামলায় দোষীদের মুক্তির নির্দেশ সোমবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারথনা ও উজ্জল ভুঁইয়ার বেঞ্চ ৷ এই নির্দেশ দেওয়ার পর বেঞ্চের তরফে জানতে চাওয়া হয় যে সমস্ত অভিযুক্তকে জেলে ফেরত পাঠানো কি উচিৎ ? কারণ, সর্বোচ্চ আদালতের নির্দেশের সঙ্গে প্রতারণা করে একটি অযোগ্য কর্তৃপক্ষ তাদের মুক্তি দিলেও মামলার অভিযুক্তদের অবশ্যই স্বাধীনতার সুবিধা থাকতে হবে ৷
আরও পড়ুন: