ETV Bharat / state

Mamata Banerjee: দূতেরা যাওয়ার আগেই অভিযোগ শুনতে দুয়ারে হাজির স্বয়ং দিদি

author img

By

Published : Jan 4, 2023, 8:32 PM IST

11 জানুয়ারি থেকে শুরু হবে দিদির সুরক্ষা কর্মসূচি (Didir Surakhsa Kabach) ৷ তার আগে বুধবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) পৌঁছে গেলেন সাধারণ মানুষের দুয়ারে ৷ বুধবার সাগরে এই ঘটনাটি ঘটেছে ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্য়ায়

গঙ্গাসাগর (দক্ষিণ 24 পরগনা), 4 জানুয়ারি: গত সোমবার কলকাতার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবচ (Didir Surakhsa Kabach) এর ঘোষণা করা হয়েছে ৷ যে কর্মসূচিতে দিদির দূতেরা পৌঁছে যাবেন বাড়ি বাড়ি ৷ আগামী 11 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ওই প্রকল্পের ৷ সেই দূতেরা যাওয়ার আগেই ‘দিদি’ নিজেই পৌঁছে গেলেন সাধারণের দুয়ারে ৷

বুধবার দু’দিনের সফরে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রস্তুতি খতিয়ে দেখতেই তাঁর এই সফর ৷ তাছাড়া গঙ্গাসাগরে হেলিপ্যাড-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনও করেন তিনি ৷ কপিলমুনির আশ্রম, ভারত সেবাশ্রম সংঘেও যান ৷ এদিন ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে আচমকাই স্থানীয় এক বাসিন্দার বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা । তাঁর কাছে মমতা জানতে চান সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা আদৌ তাঁরা পাচ্ছেন কি না !

Mamata Banerjee
প্রকল্পের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্য়ায়

প্রসঙ্গত, গত সোমবার নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছিলেন, রাজ্যস্তরের নেতারা দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অংশ নেবেন ৷ বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের কথা শুনবেন ৷ রাত্রিবাসও করবেন ৷ তার পর দিদির দূতেরা গিয়ে বাড়ি বাড়ি 15টি সরকারি প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করবেন ৷ কারও কোনও অভিযোগ থাকলে দিদির দূত অ্যাপের মাধ্যমে তা নথিভুক্ত করাবেন ৷

সেদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে জানিয়েছিলেন যে তিনিও এই কর্মসূচিতে হাজির হবেন ৷ বুধবার দেখা গেল এই কর্মসূচি শুরুর আগেই মানুষের দুয়ারে পৌঁছে গেলেন স্বয়ং মমতা ৷ এদিকে এদিন কলকাতায় দিদির সুরক্ষা কবচ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার । সেখানে তিনি জানিয়েছেন, আগামী বুধবার ভবানীপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে । এই কর্মসূচিতে যোগদান করবেন তৃণমূল সুপ্রিমো তথা ওই কেন্দ্রের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, আগামী 11 জানুয়ারি থেকে দক্ষিণ কলকাতা জুড়ে দশটি বিধানসভায় এই কর্মসূচি চলবে ।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলার জাতীয় স্বীকৃতির দাবিতে সরব মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর (দক্ষিণ 24 পরগনা), 4 জানুয়ারি: গত সোমবার কলকাতার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবচ (Didir Surakhsa Kabach) এর ঘোষণা করা হয়েছে ৷ যে কর্মসূচিতে দিদির দূতেরা পৌঁছে যাবেন বাড়ি বাড়ি ৷ আগামী 11 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ওই প্রকল্পের ৷ সেই দূতেরা যাওয়ার আগেই ‘দিদি’ নিজেই পৌঁছে গেলেন সাধারণের দুয়ারে ৷

বুধবার দু’দিনের সফরে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রস্তুতি খতিয়ে দেখতেই তাঁর এই সফর ৷ তাছাড়া গঙ্গাসাগরে হেলিপ্যাড-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনও করেন তিনি ৷ কপিলমুনির আশ্রম, ভারত সেবাশ্রম সংঘেও যান ৷ এদিন ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে আচমকাই স্থানীয় এক বাসিন্দার বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা । তাঁর কাছে মমতা জানতে চান সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা আদৌ তাঁরা পাচ্ছেন কি না !

Mamata Banerjee
প্রকল্পের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্য়ায়

প্রসঙ্গত, গত সোমবার নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছিলেন, রাজ্যস্তরের নেতারা দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অংশ নেবেন ৷ বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের কথা শুনবেন ৷ রাত্রিবাসও করবেন ৷ তার পর দিদির দূতেরা গিয়ে বাড়ি বাড়ি 15টি সরকারি প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করবেন ৷ কারও কোনও অভিযোগ থাকলে দিদির দূত অ্যাপের মাধ্যমে তা নথিভুক্ত করাবেন ৷

সেদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে জানিয়েছিলেন যে তিনিও এই কর্মসূচিতে হাজির হবেন ৷ বুধবার দেখা গেল এই কর্মসূচি শুরুর আগেই মানুষের দুয়ারে পৌঁছে গেলেন স্বয়ং মমতা ৷ এদিকে এদিন কলকাতায় দিদির সুরক্ষা কবচ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার । সেখানে তিনি জানিয়েছেন, আগামী বুধবার ভবানীপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে । এই কর্মসূচিতে যোগদান করবেন তৃণমূল সুপ্রিমো তথা ওই কেন্দ্রের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, আগামী 11 জানুয়ারি থেকে দক্ষিণ কলকাতা জুড়ে দশটি বিধানসভায় এই কর্মসূচি চলবে ।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলার জাতীয় স্বীকৃতির দাবিতে সরব মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.