ETV Bharat / state

Mamata on Panchayat Violence: পঞ্চায়েতে অশান্তি, মমতার ঢাল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও ত্রিপুরা - উত্তরপ্রদেশ ও ত্রিপুরা

পঞ্চায়েত নির্বাচনে উত্তরপ্রদেশ ও ত্রিপুরায় 90 শতাংশ আসনে প্রার্থীই দিতে দেওয়া হয় না বিরোধীদের ৷ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসার ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে এ ভাবেই বিজেপি শাসিত দুই রাজ্যকে ঢাল হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

mamata banerjee
mamata banerjee
author img

By

Published : Jun 15, 2023, 6:37 PM IST

কলকাতা, 15 জুন: রাজ্যের নির্বাচনে অশান্তির ঘটনার জবাবে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনকে ঢাল হিসাবে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, রাজ্যে মনোনয়ন শুরু হওয়ার প্রথম দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে । কিন্তু এই নিয়ে এতদিন রা কাড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী । অবশেষে বৃহস্পতিবার এই নিয়ে মুখ খুলেছেন তিনি । আর মুখ খুলেই সরাসরি বিজেপি শাসিত রাজ্যগুলিকেই উদাহরণ হিসাবে তুলে ধরলেন মমতা ।

বৃহস্পতিবার সকাল থেকেই ভাঙড় ও উত্তর দিনাজপুরের চোপড়ায় পরিস্থিতি অগ্নিগর্ভ ছিল । দুই জায়গাতেই মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে । এ দিন এই নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান । আর সেখানে তিনি বিজেপি শাসিত রাজ্যের পরিসংখ্যান টেনে আনেন । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পঞ্চায়েত নির্বাচনে উত্তরপ্রদেশে প্রায় 90% আসনে প্রতিদ্বন্দ্বিতাই করতে দেওয়া হয় না বিরোধীদের । ত্রিপুরায়ও খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে, সেখানেও অধিকাংশ আসনেই বিরোধীরা প্রার্থী পর্যন্ত দিতে পারে না । পকসো মামলায় পর্যন্ত (পড়ুন- বিজেপি নেতাদের) গ্রেফতার করা হয় না । এখানে নির্বাচন কমিশনের হাতে থাকা অবস্থায় অশান্তির জন্য তৃণমূলের ছেলেমেয়েদের গ্রেফতার করা হয়েছে । 155 টি কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে । অথচ রেসলারদের নিয়ে পকসো কেস পর্যন্ত দেওয়া হয়নি । মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, "কোথাও ওরা মারছে, কাটছে, কোর্টে গিয়ে খুন করে দিয়ে আসছে । দানবের রাজত্ব চলছে ।"

এ দিন ডায়মন্ড হারবার থেকেই বিজেপির প্রতিহিংসার রাজনীতি নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । নাম না করেই কেন্দ্রের শাসকদলকে নিশানা করেছেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন, "2011 সালে এত অত্যাচার করার পরেও আমি কিন্তু প্রতিহিংসাপরায়ণ হয়ে কোনও ব্যবস্থা নিইনি । কারণ আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই । কিন্তু এ রাজ্যে আপনারা প্রতিহিংসার রাজনীতি করছেন ।" মমতার কথায়, "সবকিছুতেই আপনারা বেশি বাড়াবাড়ি করছেন । বাংলাকে বদনাম করার জন্য 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন । রাস্তা তৈরির টাকা বন্ধ করে দিয়েছেন । বাংলার বাড়ি তৈরির টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, সেন্ট্রালের ফান্ড বন্ধ । এখানে বড় বড় কথা বলে এজেন্সি দেখানো হচ্ছে ।"

আরও পড়ুন: 'ভাঙড়ের অশান্তিতে দায়ী আইএসএফ, চোপড়ার ঘটনাতেও যুক্ত নয় তৃণমূল', দাবি মমতার

বিরোধীদের বিরুদ্ধে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বলে ফের এ দিন অভিযোগ করেন মমতা । মুখ্যমন্ত্রী বলেন, তামিলনাড়ুতে বিরোধী দলে বিজেপি, তাই গ্রেফতার করা হয়েছে মন্ত্রীকে । দিল্লিতে বিরোধী দলের ভূমিকায় বিজেপি, তাই গ্রেফতার করা হয়েছে মন্ত্রীকে । একইভাবে বাংলাতেও বিজেপি বিরোধী দল, তাই গ্রেফতার হয়েছেন মন্ত্রী । মমতার প্রশ্ন, "আর কত অ্যারেস্ট করলে এদের জেল ভর্তি হবে ?" তিনি বলেন, "বিজেপি নেতারা পকসো মামলায় গ্রেফতার হয় না । গদ্দারদের আবার সারদা নারদার মত মামলাতে ডাকা পর্যন্ত হয় না । তাই বলছি আগে ভাষাটাকে প্রতিরোধ করুন, আমি প্রতিবাদ করে যাচ্ছি অসৌজন্যমূলক ভাষার । আর এই অসৌজন্যের রাজনীতির ৷"

কলকাতা, 15 জুন: রাজ্যের নির্বাচনে অশান্তির ঘটনার জবাবে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনকে ঢাল হিসাবে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, রাজ্যে মনোনয়ন শুরু হওয়ার প্রথম দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে । কিন্তু এই নিয়ে এতদিন রা কাড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী । অবশেষে বৃহস্পতিবার এই নিয়ে মুখ খুলেছেন তিনি । আর মুখ খুলেই সরাসরি বিজেপি শাসিত রাজ্যগুলিকেই উদাহরণ হিসাবে তুলে ধরলেন মমতা ।

বৃহস্পতিবার সকাল থেকেই ভাঙড় ও উত্তর দিনাজপুরের চোপড়ায় পরিস্থিতি অগ্নিগর্ভ ছিল । দুই জায়গাতেই মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে । এ দিন এই নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান । আর সেখানে তিনি বিজেপি শাসিত রাজ্যের পরিসংখ্যান টেনে আনেন । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পঞ্চায়েত নির্বাচনে উত্তরপ্রদেশে প্রায় 90% আসনে প্রতিদ্বন্দ্বিতাই করতে দেওয়া হয় না বিরোধীদের । ত্রিপুরায়ও খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে, সেখানেও অধিকাংশ আসনেই বিরোধীরা প্রার্থী পর্যন্ত দিতে পারে না । পকসো মামলায় পর্যন্ত (পড়ুন- বিজেপি নেতাদের) গ্রেফতার করা হয় না । এখানে নির্বাচন কমিশনের হাতে থাকা অবস্থায় অশান্তির জন্য তৃণমূলের ছেলেমেয়েদের গ্রেফতার করা হয়েছে । 155 টি কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে । অথচ রেসলারদের নিয়ে পকসো কেস পর্যন্ত দেওয়া হয়নি । মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, "কোথাও ওরা মারছে, কাটছে, কোর্টে গিয়ে খুন করে দিয়ে আসছে । দানবের রাজত্ব চলছে ।"

এ দিন ডায়মন্ড হারবার থেকেই বিজেপির প্রতিহিংসার রাজনীতি নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । নাম না করেই কেন্দ্রের শাসকদলকে নিশানা করেছেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন, "2011 সালে এত অত্যাচার করার পরেও আমি কিন্তু প্রতিহিংসাপরায়ণ হয়ে কোনও ব্যবস্থা নিইনি । কারণ আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই । কিন্তু এ রাজ্যে আপনারা প্রতিহিংসার রাজনীতি করছেন ।" মমতার কথায়, "সবকিছুতেই আপনারা বেশি বাড়াবাড়ি করছেন । বাংলাকে বদনাম করার জন্য 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন । রাস্তা তৈরির টাকা বন্ধ করে দিয়েছেন । বাংলার বাড়ি তৈরির টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, সেন্ট্রালের ফান্ড বন্ধ । এখানে বড় বড় কথা বলে এজেন্সি দেখানো হচ্ছে ।"

আরও পড়ুন: 'ভাঙড়ের অশান্তিতে দায়ী আইএসএফ, চোপড়ার ঘটনাতেও যুক্ত নয় তৃণমূল', দাবি মমতার

বিরোধীদের বিরুদ্ধে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বলে ফের এ দিন অভিযোগ করেন মমতা । মুখ্যমন্ত্রী বলেন, তামিলনাড়ুতে বিরোধী দলে বিজেপি, তাই গ্রেফতার করা হয়েছে মন্ত্রীকে । দিল্লিতে বিরোধী দলের ভূমিকায় বিজেপি, তাই গ্রেফতার করা হয়েছে মন্ত্রীকে । একইভাবে বাংলাতেও বিজেপি বিরোধী দল, তাই গ্রেফতার হয়েছেন মন্ত্রী । মমতার প্রশ্ন, "আর কত অ্যারেস্ট করলে এদের জেল ভর্তি হবে ?" তিনি বলেন, "বিজেপি নেতারা পকসো মামলায় গ্রেফতার হয় না । গদ্দারদের আবার সারদা নারদার মত মামলাতে ডাকা পর্যন্ত হয় না । তাই বলছি আগে ভাষাটাকে প্রতিরোধ করুন, আমি প্রতিবাদ করে যাচ্ছি অসৌজন্যমূলক ভাষার । আর এই অসৌজন্যের রাজনীতির ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.