ETV Bharat / state

Mamata Banerjee: বিজেপির দালাল নওশাদ, শান্তিপূর্ণ মনোনয়ন বলেও ভাঙড় নিয়ে তীব্র আক্রমণ মমতার - তৃণমূলের নবজোয়ার যাত্রা

এদিন কাকদ্বীপের মাটিতে শেষ হচ্ছে তৃণমূলের নবজোয়ার যাত্রা। তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি সমাপ্তি অনুষ্ঠানে কাকদ্বীপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 16, 2023, 3:43 PM IST

Updated : Jun 16, 2023, 4:57 PM IST

ভাঙড় নিয়ে তীব্র আক্রমণ মমতার

নামখানা, 16 জুন: নবজোয়ার কর্মসূচির শেষ দিনে একযোগে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন মুখ্যমন্ত্রী হিসাবে নয়, তিনি দলের প্রধান হিসাবে বক্তব্য রাখছেন বলে আগেই জানিয়ে দেন মমতা । এরপরই একের পর এক আক্রমণ শানাতে থাকেন বিরোধীদের উদ্দেশে । তুলে আনেন বৃহস্পতিবার ভাঙড়ের ঘটনার প্রসঙ্গেও । আর শুক্রবার নবজোয়ারের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় আরও একবার স্পষ্ট করে দিয়েছেন বিজেপির থেকে টাকা নিয়ে ভাঙড়ে অশান্তি পাকিয়েছে আইএসএফ । যদিও এদিন নওশাদ বা তাঁর দলের নাম না করলেও বিজেপি, কংগ্রেস, সিপিএমের পাশাপাশি তাঁর আক্রমণের লক্ষ্যবস্তু যে নওশাদও ছিল তা বুঝতে অসুবিধা হল না ।

এদিন কাকদ্বীপের মাটিতে শেষ হচ্ছে তৃণমূলের নবজোয়ার যাত্রা। তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি সমাপ্তি অনুষ্ঠানে কাকদ্বীপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। গত 25 মে কোচবিহার থেকে যে কর্মসূচি শুরু হয়েছিল এদিন সেই কর্মসূচি শেষ হয়েছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে এসে। এদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে । শেষ হয়েছে মনোনয়ন পর্বও । আর রাজ্যের পঞ্চায়েতে মনোনয়ন পেশকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন জেলা ।

মনোনয়নের শেষ দিনেই গুলিতে মৃত্যু হয়েছে মোট পাঁচজনের । আর এদিন সে প্রসঙ্গে বলতে গিয়ে রীতিমতো তেলেবেগুনে জ্বলে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় । নওশাদের নাম না করে তিনি বলেন, "বিজেপির টাকা নিয়ে ভাঙড়ে অশান্তি পাকানোর চেষ্টা করেছে । যে ভাঙড়ে গুন্ডাগিরি করেছে ।একটা বিধায়ক হয়ে বড় বড় কথা ! সংখ্যালঘুদের নিরাপত্তা কোনও রাজ্য দিতে পারেনি, আমরা দিয়েছি । বিজেপির থেকে টাকা নিয়ে নেতা হতে হবে । মানুষের প্রাণ কেড়ে নিয়েছে । রাজ্যকে কলঙ্ক করার চেষ্টা করছে এরা । পঞ্চায়েত ভোটে চার দলের জামানত বাজেয়াপ্ত করুন ।"

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে ফের রক্তাক্ত মুর্শিদাবাদ! নবগ্রামে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি

রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য প্রশাসনের পাশাপাশি শাসকদল তৃণমূলের বিরুদ্ধেও তীব্র আঘাত হেনেছে বিরোধীরা । মনোনয়নের প্রথমদিন মুর্শিদাবাদের খড়গ্রামে মৃত্যু হয়েছিল এক কংগ্রেস কর্মীর । বিরোধীদের অভিযোগ, সেই হিংসা অব্যাহত থেকেছে মনোনয়নের শেষদিনও । ওইদিন ভাঙড়ে তিনজন এবং চোপড়ায় দু'জনের মৃত্যু হয় । আর তারপর থেকেই কার্যত শাসকদলের বিরুদ্ধে সুর আরও চড়াতে দেখা যায় বিরোধীদের । এদিন অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, রাজ্যে মনোনয়ন পর্ব শান্তিপূর্ণভাবে হয়েছে । তিনি বলেন, "61 হাজার বুথ, আর দুটো বুথের গন্ডগোল নিয়ে চিৎকার করা হচ্ছে । 2 লক্ষ 31 হাজার নমিনেশন জমা হয়েছে গতকাল পর্যন্ত । যার মধ্যে তৃণমূল 82 হাজার নমিনেশন দিয়েছে ।" এই পরিসংখ্যান তুলে ধরে মমতা বলেন, "বিরোধীরা সকলে মিলে দেড় লক্ষ নমিনেশন দিয়েছে । চারটে দল এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে । পঞ্চায়েত ভোটে এদের সবার জামানত বাজেয়াপ্ত করুন । বাংলায় মানুষ শান্তিতে আছে ।"

ভাঙড় নিয়ে তীব্র আক্রমণ মমতার

নামখানা, 16 জুন: নবজোয়ার কর্মসূচির শেষ দিনে একযোগে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন মুখ্যমন্ত্রী হিসাবে নয়, তিনি দলের প্রধান হিসাবে বক্তব্য রাখছেন বলে আগেই জানিয়ে দেন মমতা । এরপরই একের পর এক আক্রমণ শানাতে থাকেন বিরোধীদের উদ্দেশে । তুলে আনেন বৃহস্পতিবার ভাঙড়ের ঘটনার প্রসঙ্গেও । আর শুক্রবার নবজোয়ারের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় আরও একবার স্পষ্ট করে দিয়েছেন বিজেপির থেকে টাকা নিয়ে ভাঙড়ে অশান্তি পাকিয়েছে আইএসএফ । যদিও এদিন নওশাদ বা তাঁর দলের নাম না করলেও বিজেপি, কংগ্রেস, সিপিএমের পাশাপাশি তাঁর আক্রমণের লক্ষ্যবস্তু যে নওশাদও ছিল তা বুঝতে অসুবিধা হল না ।

এদিন কাকদ্বীপের মাটিতে শেষ হচ্ছে তৃণমূলের নবজোয়ার যাত্রা। তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি সমাপ্তি অনুষ্ঠানে কাকদ্বীপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। গত 25 মে কোচবিহার থেকে যে কর্মসূচি শুরু হয়েছিল এদিন সেই কর্মসূচি শেষ হয়েছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে এসে। এদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে । শেষ হয়েছে মনোনয়ন পর্বও । আর রাজ্যের পঞ্চায়েতে মনোনয়ন পেশকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন জেলা ।

মনোনয়নের শেষ দিনেই গুলিতে মৃত্যু হয়েছে মোট পাঁচজনের । আর এদিন সে প্রসঙ্গে বলতে গিয়ে রীতিমতো তেলেবেগুনে জ্বলে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় । নওশাদের নাম না করে তিনি বলেন, "বিজেপির টাকা নিয়ে ভাঙড়ে অশান্তি পাকানোর চেষ্টা করেছে । যে ভাঙড়ে গুন্ডাগিরি করেছে ।একটা বিধায়ক হয়ে বড় বড় কথা ! সংখ্যালঘুদের নিরাপত্তা কোনও রাজ্য দিতে পারেনি, আমরা দিয়েছি । বিজেপির থেকে টাকা নিয়ে নেতা হতে হবে । মানুষের প্রাণ কেড়ে নিয়েছে । রাজ্যকে কলঙ্ক করার চেষ্টা করছে এরা । পঞ্চায়েত ভোটে চার দলের জামানত বাজেয়াপ্ত করুন ।"

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে ফের রক্তাক্ত মুর্শিদাবাদ! নবগ্রামে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি

রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য প্রশাসনের পাশাপাশি শাসকদল তৃণমূলের বিরুদ্ধেও তীব্র আঘাত হেনেছে বিরোধীরা । মনোনয়নের প্রথমদিন মুর্শিদাবাদের খড়গ্রামে মৃত্যু হয়েছিল এক কংগ্রেস কর্মীর । বিরোধীদের অভিযোগ, সেই হিংসা অব্যাহত থেকেছে মনোনয়নের শেষদিনও । ওইদিন ভাঙড়ে তিনজন এবং চোপড়ায় দু'জনের মৃত্যু হয় । আর তারপর থেকেই কার্যত শাসকদলের বিরুদ্ধে সুর আরও চড়াতে দেখা যায় বিরোধীদের । এদিন অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, রাজ্যে মনোনয়ন পর্ব শান্তিপূর্ণভাবে হয়েছে । তিনি বলেন, "61 হাজার বুথ, আর দুটো বুথের গন্ডগোল নিয়ে চিৎকার করা হচ্ছে । 2 লক্ষ 31 হাজার নমিনেশন জমা হয়েছে গতকাল পর্যন্ত । যার মধ্যে তৃণমূল 82 হাজার নমিনেশন দিয়েছে ।" এই পরিসংখ্যান তুলে ধরে মমতা বলেন, "বিরোধীরা সকলে মিলে দেড় লক্ষ নমিনেশন দিয়েছে । চারটে দল এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে । পঞ্চায়েত ভোটে এদের সবার জামানত বাজেয়াপ্ত করুন । বাংলায় মানুষ শান্তিতে আছে ।"

Last Updated : Jun 16, 2023, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.