জয়নগর, 9 জানুয়ারি: রামমন্দিরের উদ্বোধন নিয়ে বিজেপি যে প্রচারে নেমেছে, সেটাকে গেরুয়া শিবিরের নির্বাচনী গিমিক বলেই মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার জয়নগরের এক প্রশাসনিক সভা থেকেই তিনি নিজের এই মত প্রকাশ করেছেন ৷ তবে কোথাও বিজেপির নাম করেননি ৷
এ দিন তিনি বলেন, ‘‘কয়েকজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনও কাজ নাই । একটাই কাজ৷ আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব সবার । আমি সেই উৎসবে বিশ্বাস করি, যে উৎসব সবাইকে নিয়ে চলে । সবার কথা বলে ৷ একতার কথা বলে । আপনারা করছেন করুন না ৷ কে আপত্তি করেছে ? আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে ।’’
এর পর তাঁর সংযোজন, ‘‘আমার কোনও আপত্তি নেই তো, তাই বলে অন্য সম্প্রদায়কে মানুষকে অবহেলা করা কারও কাজ নয় । তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি কখনোই হিন্দু-মুসলমান-শিখ-খ্রিস্টান-তপশিলি আদিবাসীদের মধ্যে ভাগাভাগি হতে দেব না ।’’
উল্লেখ্য, আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার অভিষেক অনুষ্ঠান হবে ৷ তা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই নিয়ে ইতিমধ্যেই জোর প্রচার শুরু করা হয়েছে বিজেপির তরফে ৷ যদিও রামমন্দির নির্মাণ সংক্রান্ত ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজক ৷ তাঁরা দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকেও আমন্ত্রণ জানাচ্ছেন ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ৷
আমন্ত্রিতদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় যে থাকবেন, সেটা বলাই বাহুল্য ৷ তবে কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছে যে তিনি যাবেন না ৷ তবে এই নিয়ে মমতা সরাসরি কিছু বলেননি ৷ গত মাসে চাকলা মন্দিরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টিকে এড়িয়ে গিয়েছিলেন । সোমবার সাংবাদিকদের তরফ থেকে রামমন্দির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল । কপিল মুনির আশ্রমে দাঁড়িয়েও এই বিষয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ।
তবে মঙ্গলবার জয়নগরের সভা থেকে রামমন্দির নিয়ে খোলাখুলি ভাবেই প্রতিক্রিয়া দিয়েছেন মমতা ৷ যা শুনে রাজনৈতিক মহলের বক্তব্য, রামমন্দির নিয়ে বিরোধিতা না থাকলেও, একে ঘিরে যে মাতামাতিতে যে সমর্থন নেই সেটাই স্পষ্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী । তাই তিনি সরাসরি না বললেও স্পষ্ট হয়েছে যে তিনি আগামী 22 জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হচ্ছেন ৷ এই অবস্থায় এটা দেখার যে রাজ্যর প্রধান বিরোধীদল বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থানকে কীভাবে নেয় !
আরও পড়ুন: