ETV Bharat / state

Mamata on Gangasagar Mela 2022 : কুম্ভমেলা যদি সুয়োরানি হয়, তবে গঙ্গাসাগর মেলা কি দুয়োরানি ? কেন্দ্রকে তোপ মমতার

কুম্ভমেলার সঙ্গে গঙ্গাসাগরকেও জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক, গঙ্গাসাগরে এসে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on Gangasagar Mela 2022) ৷

mamata at gangasagar
গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 28, 2021, 7:42 PM IST

গঙ্গাসাগর, 28 ডিসেম্বর : কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে আজ দু'দিনের গঙ্গাসাগর সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা মাত্রই আশ্রমের মোহন্ত জ্ঞানদাস ও মুখ্যমন্ত্রী একে অপরকে উত্তরীয় ও শাল দিয়ে অভিবাদন জানান ৷ এরপর পুজো দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী (Mamata on Gangasagar Mela 2022) ৷

তিনি বলেন, "কুম্ভমেলায় যেমন প্রচুর মানুষের সমাগম হয় ৷ তেমনি গঙ্গাসাগর মেলাতেও দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থী ভিড় জমান ৷ কুম্ভমেলার সঙ্গে সড়কপথের যোগাযোগ থাকলেও গঙ্গাসাগরে কেবল জলপথ আর আকাশপথই ভরসা ৷ আগে এখানে থাকার মতো কোনও জায়গা ছিল না ৷ এখন তা করা হয়েছে ৷ কিন্তু তবুও গঙ্গাসাগরের মতো এত বড় মেলাতে কেন্দ্র সরকার কোনও সাহায্য করে না (mamata banerjee criticizes to central for not helping in gangasagar mela) ৷"

গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়

কুম্ভমেলার পাশাপাশি গঙ্গাসাগর মেলাকেও জাতীয় মেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, "কুম্ভমেলা যদি সুয়োরানি হয়, তবে গঙ্গাসাগর মেলা কি দুয়োরানি ? কথায় আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার ৷ কিন্তু এখন বহু পুণ্যার্থী এখানে অনেকবার আসেন ৷ গঙ্গাসাগর এখন অনেক উন্নত ৷"

আরও পড়ুন : Mamata at Gangasagar : মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কপিলমুনি আশ্রমের মোহন্ত

গঙ্গাসাগর, 28 ডিসেম্বর : কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে আজ দু'দিনের গঙ্গাসাগর সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা মাত্রই আশ্রমের মোহন্ত জ্ঞানদাস ও মুখ্যমন্ত্রী একে অপরকে উত্তরীয় ও শাল দিয়ে অভিবাদন জানান ৷ এরপর পুজো দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী (Mamata on Gangasagar Mela 2022) ৷

তিনি বলেন, "কুম্ভমেলায় যেমন প্রচুর মানুষের সমাগম হয় ৷ তেমনি গঙ্গাসাগর মেলাতেও দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থী ভিড় জমান ৷ কুম্ভমেলার সঙ্গে সড়কপথের যোগাযোগ থাকলেও গঙ্গাসাগরে কেবল জলপথ আর আকাশপথই ভরসা ৷ আগে এখানে থাকার মতো কোনও জায়গা ছিল না ৷ এখন তা করা হয়েছে ৷ কিন্তু তবুও গঙ্গাসাগরের মতো এত বড় মেলাতে কেন্দ্র সরকার কোনও সাহায্য করে না (mamata banerjee criticizes to central for not helping in gangasagar mela) ৷"

গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়

কুম্ভমেলার পাশাপাশি গঙ্গাসাগর মেলাকেও জাতীয় মেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, "কুম্ভমেলা যদি সুয়োরানি হয়, তবে গঙ্গাসাগর মেলা কি দুয়োরানি ? কথায় আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার ৷ কিন্তু এখন বহু পুণ্যার্থী এখানে অনেকবার আসেন ৷ গঙ্গাসাগর এখন অনেক উন্নত ৷"

আরও পড়ুন : Mamata at Gangasagar : মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কপিলমুনি আশ্রমের মোহন্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.