ETV Bharat / state

Mamata Banerjee on Vande Bharat: 'বাংলার বদনাম করতেই অপপ্রচার !' বন্দে ভারত ইস্যুতে সরব মমতা - সাগরের খবর

বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন গেরুয়াশিবিরকে ৷ সাগর থেকে কী বললেন তিনি ?

Mamata Banerjee comment regarding attack on Vande Bharat Express
সরব বাংলার মুখ্যমন্ত্রী ৷
author img

By

Published : Jan 5, 2023, 1:47 PM IST

Updated : Jan 5, 2023, 2:15 PM IST

সাগর, 5 জানুয়ারি: বাংলা নয়, বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে পড়শি রাজ্য বিহারে ৷ বৃহস্পতিবারই রেলের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে ৷ এই ঘটনা জানার পরই এ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সাগর সফরে এসে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ৷ বলেন, বাংলার ভাবমূর্তি নষ্ট করতেই গত কয়েকদিন ধরে বন্দে ভারত এক্সপ্রেসে হামলা সংক্রান্ত অপপ্রচার করা হচ্ছে ৷

প্রসঙ্গত, এদিন গঙ্গাসাগর থেকে কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী ৷ তার আগে হেলিপ্যাডে দাঁড়িয়ে মমতা বলেন, "বন্দে ভারত নিয়ে বিহারের মানুষের মনে ক্ষোভ থাকতেই পারে ৷ কিন্তু, তার জন্য বাংলার বদনাম করা হচ্ছে কেন ? তাছাড়া, বিহারের মানুষের যদি কোনও কারণে ক্ষোভ থেকেও থাকে, তার জন্য তো বিহারকে সামগ্রিকভাবে অপমান করা যায় না ! আমি মনে করি, বন্দে ভারতের মতো ট্রেন তাদেরও (বিহারবাসীর) পাওয়ার অধিকার আছে ৷ তারাই বা কেন পাবে না ৷ বিজেপি ক্ষমতায় নেই বলে ?"

আরও পড়ুন: হেলিপ্যাড উদ্বোধন করেই অসুস্থ সাংবাদিককে এয়ারলিফট করানোর নির্দেশ মমতার

পাশাপাশি, এদিন বন্দে ভারত এক্সপ্রেস নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মমতা ৷ তাঁর কথায়, "বন্দে ভারত মানে নতুন কিছু নয় ৷ একটা পুরনো ট্রেনকে রং করে পাঠিয়ে দিয়েছে ৷ তাতে একটা নতুন ইঞ্জিন লাগিয়ে দিয়েছে ৷ এর আগে অনেক পুরনো ট্রেন বাংলা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে ৷ আমি রেলমন্ত্রী থাকাকালীন বছরে 100টি করে নতুন ট্রেন দিতাম ৷ অথচ, এই 11 বছরে বন্দে ভারত ছাড়া একটিও নতুন ট্রেন দেওয়া হয়নি ৷"

মমতার অভিযোগ, বাংলাকে বদনাম করাই বিজেপির প্রধান লক্ষ্য ৷ সেই কারণেই বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা ঘটতেই তার জন্য বাংলার সরকার এবং শাসকদলকে কাঠগড়ায় তোলা হয় ৷ এই প্রসঙ্গে মমতা এদিন বলেন, "আমি এই আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ আর যাঁরা ভুয়ো খবর ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷"

গত 1 জানুয়ারি থেকে বাংলায় হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে নতুন সফর শুরু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের ৷ কিন্তু, এর মধ্যেই পরপর দু'দিন সেমি হাই স্পিড এই অত্যাধুনিক ট্রেনের উপর হামলা চালানো হয় ৷ ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ৷ তার জেরে ট্রেনের একটি জানলা এবং একটি দরজার কাচ ভেঙে যায় ৷ সেই ঘটনা নিয়ে বাংলার সরকারকে কাঠগড়ায় তোলে বিজেপি ৷ এমনকী, কোনও কোনও বিজেপি নেতা দাবি করেন, বন্দে ভারতের উদ্বোধনের দিন মমতাকে দেখে জয় শ্রীরাম ধ্বনির পালটা হিসাবে এই ঘটনা ঘটানো হচ্ছে ! এরই মধ্যেই রেলের অন্তর্তদন্তে ধরা পড়ে বাংলা নয়, বন্দে ভারত আক্রান্ত হয়েছে বিহারে ৷ আর তারপর থেকেই বিজেপিকে তুলোধনা করছেন তৃণমূল নেতারা ৷ এবার তাতে জুড়ে গেলেন মমতা স্বয়ং ৷

সাগর, 5 জানুয়ারি: বাংলা নয়, বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে পড়শি রাজ্য বিহারে ৷ বৃহস্পতিবারই রেলের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে ৷ এই ঘটনা জানার পরই এ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সাগর সফরে এসে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ৷ বলেন, বাংলার ভাবমূর্তি নষ্ট করতেই গত কয়েকদিন ধরে বন্দে ভারত এক্সপ্রেসে হামলা সংক্রান্ত অপপ্রচার করা হচ্ছে ৷

প্রসঙ্গত, এদিন গঙ্গাসাগর থেকে কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী ৷ তার আগে হেলিপ্যাডে দাঁড়িয়ে মমতা বলেন, "বন্দে ভারত নিয়ে বিহারের মানুষের মনে ক্ষোভ থাকতেই পারে ৷ কিন্তু, তার জন্য বাংলার বদনাম করা হচ্ছে কেন ? তাছাড়া, বিহারের মানুষের যদি কোনও কারণে ক্ষোভ থেকেও থাকে, তার জন্য তো বিহারকে সামগ্রিকভাবে অপমান করা যায় না ! আমি মনে করি, বন্দে ভারতের মতো ট্রেন তাদেরও (বিহারবাসীর) পাওয়ার অধিকার আছে ৷ তারাই বা কেন পাবে না ৷ বিজেপি ক্ষমতায় নেই বলে ?"

আরও পড়ুন: হেলিপ্যাড উদ্বোধন করেই অসুস্থ সাংবাদিককে এয়ারলিফট করানোর নির্দেশ মমতার

পাশাপাশি, এদিন বন্দে ভারত এক্সপ্রেস নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মমতা ৷ তাঁর কথায়, "বন্দে ভারত মানে নতুন কিছু নয় ৷ একটা পুরনো ট্রেনকে রং করে পাঠিয়ে দিয়েছে ৷ তাতে একটা নতুন ইঞ্জিন লাগিয়ে দিয়েছে ৷ এর আগে অনেক পুরনো ট্রেন বাংলা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে ৷ আমি রেলমন্ত্রী থাকাকালীন বছরে 100টি করে নতুন ট্রেন দিতাম ৷ অথচ, এই 11 বছরে বন্দে ভারত ছাড়া একটিও নতুন ট্রেন দেওয়া হয়নি ৷"

মমতার অভিযোগ, বাংলাকে বদনাম করাই বিজেপির প্রধান লক্ষ্য ৷ সেই কারণেই বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা ঘটতেই তার জন্য বাংলার সরকার এবং শাসকদলকে কাঠগড়ায় তোলা হয় ৷ এই প্রসঙ্গে মমতা এদিন বলেন, "আমি এই আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ আর যাঁরা ভুয়ো খবর ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷"

গত 1 জানুয়ারি থেকে বাংলায় হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে নতুন সফর শুরু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের ৷ কিন্তু, এর মধ্যেই পরপর দু'দিন সেমি হাই স্পিড এই অত্যাধুনিক ট্রেনের উপর হামলা চালানো হয় ৷ ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ৷ তার জেরে ট্রেনের একটি জানলা এবং একটি দরজার কাচ ভেঙে যায় ৷ সেই ঘটনা নিয়ে বাংলার সরকারকে কাঠগড়ায় তোলে বিজেপি ৷ এমনকী, কোনও কোনও বিজেপি নেতা দাবি করেন, বন্দে ভারতের উদ্বোধনের দিন মমতাকে দেখে জয় শ্রীরাম ধ্বনির পালটা হিসাবে এই ঘটনা ঘটানো হচ্ছে ! এরই মধ্যেই রেলের অন্তর্তদন্তে ধরা পড়ে বাংলা নয়, বন্দে ভারত আক্রান্ত হয়েছে বিহারে ৷ আর তারপর থেকেই বিজেপিকে তুলোধনা করছেন তৃণমূল নেতারা ৷ এবার তাতে জুড়ে গেলেন মমতা স্বয়ং ৷

Last Updated : Jan 5, 2023, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.