ডায়মন্ড হারবার, 30 জুলাই: এখনও গ্রেফতার হয়নি পঞ্চায়েত নির্বাচনে জয়ী তৃণমূল নেতা মৈমুর খুনে অভিযুক্ত মূল অভিযুক্ত ৷ ঘটনার পর 48 ঘণ্টার বেশি সময় কেটে গেলেও মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷ মগরাহাটের তৃণমূল নেতা মইমুর ঘরামি খুনের ঘটনায় শনিবার তিনজন অভিযুক্ত গ্রেফতার করেছে ডায়মন্ড হাবরা থানার পুলিশ ৷
মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ বাকি ধৃতদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ রাজনৈতিক হিংসা নাকি পারিবারিক কোন শত্রুতা কারণে এই খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ । এমনটাই জানিয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী ৷ ডায়মন্ড হারবারে এসডিপিও মিতুন কুমার দে বলেন, "পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই নজরুল হক ফকির , ইব্রাহিম মোল্লা ও আসাদুল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে । মূল অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি ৷ আমরা আশাবাদী খুব শীঘ্রই মূল অভিযুক্ত গ্রেফতার করা হবে।"
ময়না তদন্ত রিপোর্টে জানা গিয়েছে মইমুর ওরফে ময়নাকে 40 বার দুষ্কৃতীরা এলোপাথাড়ি কুপিয়েছে। পুরানো কোনও শত্রুতা জেরেই এই খুন এমনটাই অনুমান পুলিশের। তবে রাজনৈতিক আক্রোশের সম্ভাবনার কথাও উডিয়ে দিচ্ছে না পুলিশ ৷ ধৃতদের রবিবার ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করা হবে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত রাজ্যের একাধিক এলাকা ৷ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে অর্জুনপুরে তৃণমূলকর্মী মইমুর ঘরামি ওরফে ময়না নামে বছর চল্লিশের তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে । সেই ঘটনারই তদন্ত চালাচ্ছে পুলিশ।
আরও পডু়ন: পঞ্চায়েতে তৃণমূলের জয়ী প্রার্থী খুন মগরাহাটে ! গ্রেফতার 4