ETV Bharat / state

Magrahat TMC Inner clash : মগরাহাটে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, অভিযোগ গেল অভিষেকের কাছে - Magrahat TMC Inner clash

মগরাহাটে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল (Magrahat TMC Inner clash)। জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মগরাহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্য়ক্ষদের l অভিযোগপত্র পাঠানো হল সাংসদ অভিষেক বন্দ্য়ােপাধ্য়ায়ের কাছে ৷

Magrahat News
মগরাহাটে জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে ক্ষোভ
author img

By

Published : May 6, 2022, 8:33 AM IST

মগরাহাট, 6 মে : ডায়মন্ড হারবারের পর মগরাহাটে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল । এবার দলেই জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মগরাহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্য়ক্ষরা (Magrahat TMC Inner clash) l জেলা পরিষদের সদস্যদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে সাংসদ অভিষেক বন্দ্য়ােপাধ্য়ায়ের কাছে অভিযোগপত্রও পাঠালেন সমিতির কর্মাধ্যক্ষেরা ।

আরও পড়ুন : দলীয় বিধায়কের বিরুদ্ধে এমএলএ কোটার টাকা তছরুপের অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির

জানা গিয়েছে, মগরাহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির 9 জন কর্মাধ্যক্ষের মধ্যে অভিযোগপত্রে স্বাক্ষর রয়েছে 7 জনেরই । তাঁদের অভিযোগ, জনপ্রতিনিধি হলেও এলাকায় কাজ করতে দেওয়া হচ্ছে না । তাঁদেরকে অন্ধকারে রেখে সমস্ত কাজ করা হচ্ছে । একাধিকবার এই বিষয়ে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনও কাজ হয়নি । এবার সমস্য়ার সমাধান চেয়ে অভিষেক বন্দ্য়ােপাধ্য়ায়ের দ্বারস্থ হলেন কর্মাধ্য়ক্ষরা । এই বিষয় সামনে আসার পরই বিরোধীরা বলছে, তৃণমূলে ভাঙন শুরু হয়েছে । ইতিমধ্যে ভিন্ন জায়গায় জায়গায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে আসছে । গোটা বিষয় নিয়ে অস্বস্তির মুখে পড়েছে তৃণমূলের শীর্ষ নেতারা ।

মগরাহাটে জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে ক্ষোভ দলের অভ্যন্তরে

এই বিষয়ে সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি যোগরঞ্জন হালদার জানান, এটা কোনও গোষ্ঠীকোন্দলই নয় । দলের কর্মী-সমর্থকরা চিঠি দিয়েছে ৷ এটা দলীয় ব্য়াপার ৷ আমরা আলোচনার মাধ্য়মে সমস্যার সমাধান করতে পারব ৷

মগরাহাট, 6 মে : ডায়মন্ড হারবারের পর মগরাহাটে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল । এবার দলেই জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মগরাহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্য়ক্ষরা (Magrahat TMC Inner clash) l জেলা পরিষদের সদস্যদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে সাংসদ অভিষেক বন্দ্য়ােপাধ্য়ায়ের কাছে অভিযোগপত্রও পাঠালেন সমিতির কর্মাধ্যক্ষেরা ।

আরও পড়ুন : দলীয় বিধায়কের বিরুদ্ধে এমএলএ কোটার টাকা তছরুপের অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির

জানা গিয়েছে, মগরাহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির 9 জন কর্মাধ্যক্ষের মধ্যে অভিযোগপত্রে স্বাক্ষর রয়েছে 7 জনেরই । তাঁদের অভিযোগ, জনপ্রতিনিধি হলেও এলাকায় কাজ করতে দেওয়া হচ্ছে না । তাঁদেরকে অন্ধকারে রেখে সমস্ত কাজ করা হচ্ছে । একাধিকবার এই বিষয়ে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনও কাজ হয়নি । এবার সমস্য়ার সমাধান চেয়ে অভিষেক বন্দ্য়ােপাধ্য়ায়ের দ্বারস্থ হলেন কর্মাধ্য়ক্ষরা । এই বিষয় সামনে আসার পরই বিরোধীরা বলছে, তৃণমূলে ভাঙন শুরু হয়েছে । ইতিমধ্যে ভিন্ন জায়গায় জায়গায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে আসছে । গোটা বিষয় নিয়ে অস্বস্তির মুখে পড়েছে তৃণমূলের শীর্ষ নেতারা ।

মগরাহাটে জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে ক্ষোভ দলের অভ্যন্তরে

এই বিষয়ে সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি যোগরঞ্জন হালদার জানান, এটা কোনও গোষ্ঠীকোন্দলই নয় । দলের কর্মী-সমর্থকরা চিঠি দিয়েছে ৷ এটা দলীয় ব্য়াপার ৷ আমরা আলোচনার মাধ্য়মে সমস্যার সমাধান করতে পারব ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.