গোসাবা, 16 জুন : ঘূর্ণিঝড় যশে কার্যত তছনছ হয়ে গিয়েছে সুন্দরবনের গোসাবা । ঘূর্ণিঝড় যশের জলস্ফীতির কারণে গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। ইতিমধ্যে গোসাবায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে প্রশাসন ও বহু স্বেচ্ছাসেবী সংগঠনগুলো । এবার গোসাবার দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ।
আজ গোসাবার যশ কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । গোসাবার মানুষ জনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি । বিধায়ককে সামনে পেয়ে গোসাবার মানুষেরা কংক্রিটের নদী বাঁধের দাবি জানিয়েছেন ৷ গ্রামবাসীদের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে এর আবেদন জানিয়েও কোনরকম কাজ হয়নি ৷ কেটে গিয়েছে যশ। ঘূর্ণিঝড়ে নদীর রুদ্ররূপ দেখেছেন গ্রামবাসীরা । দেখেছেন কীভাবে খড়কুটোর মতো ভেসে গিয়েছে নিজেদের শেষ সম্বল টুকু ।
গ্রামবাসীদের কংক্রিটের নদী বাঁধের দাবি প্রসঙ্গে মদন মিত্র বলেন, "কংক্রিটের নদী বাঁধ তৈরি করা কোনও ছোট ব্যাপার নয় ৷ কেন্দ্র থেকে বড় মাপের আর্থিক সাহায্য ছাড়া এটা সম্ভব নয় ৷ তাছাড়া 294 জন বিধায়কের মধ্যে আমি একজন ৷ আমি একা কোনও সিদ্ধান্ত জানিয়ে দিতে পারিনা ৷ তবে নিশ্চয়ই এই বিষয়ে ভাবনা-চিন্তা করে দেখা হবে ৷"
আরও পড়ুন : মদের টাকা জোগাতে 5 বছরের মেয়েকে বিক্রি করেছিল বাবা
এলাকা পরিদর্শনের পরে গোসাবার বিডিও অফিসে একটি প্রশাসনিক বৈঠক করেন মদন মিত্র । ত্রাণ ও ক্ষতিপূরণ থেকে গোসাবা যাতে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর দেবেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, অবিলম্বে রাজ্য সরকারের পক্ষ থেকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে নদী বাঁধগুলি মেরামতির কাজ শুরু করা হবে ৷