ETV Bharat / state

সোনারপুরে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্ধোধন লাভলির - purified drinking water project in Sonarpur

সোনারপুর ব্লকের লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি প্রাথমিক স্কুলে শনিবার পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ৷ 4 লক্ষ 80 হাজার টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্পের মাধ্যমে এলাকার 500টি পরিবার রোজ 20 লিটার করে জল পাবে ৷

সোনারপুরে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্ধোধন লাভলীর
সোনারপুরে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্ধোধন লাভলীর
author img

By

Published : May 29, 2021, 3:54 PM IST

সোনারপুর, 29 মে : সোনারপুর ব্লকের লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্ধোধন করলেন লাভলি মৈত্র ৷ শনিবার স্থানীয় একটি প্রাথমিক স্কুলে এই প্রকল্পের সূচনা করছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক ৷

মোট 4 লক্ষ 80 হাজার টাকা ব্যায় করে তৈরি করা হয়েছে এই প্রকল্প ৷ প্রতিদিন 10 হাজার লিটার জল সরবারহ করতে পারবে এই প্রকল্প ৷ এলাকার 500টি পরিবার রোজ 20 লিটার করে জল পাবে এই প্রকল্পের সুবাদে ৷ লাভলি বলেন, "নির্বাচনের জন্য এই প্রকল্প শুরু করতে একটু দেরি হয়ে গেল ৷ এবার একটু হলেও এখানকার মানুষের জলের সমস্যা মিটবে ৷ এর মাধ্যমে আমি আমার কাজ শুরু করলাম ৷ ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই ৷"

দীর্ঘ দিন ধরেই এলাকার বাসিন্দারা পানীয় জলের কষ্টে ভুগছিলেন ৷ অবশেষে এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় খুশি এলাকাবাসী ৷ এই এলাকায় আরও দু'টি পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজ চলছে ৷ সেগুলিরও উদ্বোধন করা হলে এলাকায় জলের কষ্ট অনেকটাই কমে যাবে ৷

আরও পড়ুন : মণি নদীর বাঁধে নতুন করে ফাটল, বানভাসি কুমোরপাড়ার ছাতুয়া

সোনারপুর, 29 মে : সোনারপুর ব্লকের লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্ধোধন করলেন লাভলি মৈত্র ৷ শনিবার স্থানীয় একটি প্রাথমিক স্কুলে এই প্রকল্পের সূচনা করছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক ৷

মোট 4 লক্ষ 80 হাজার টাকা ব্যায় করে তৈরি করা হয়েছে এই প্রকল্প ৷ প্রতিদিন 10 হাজার লিটার জল সরবারহ করতে পারবে এই প্রকল্প ৷ এলাকার 500টি পরিবার রোজ 20 লিটার করে জল পাবে এই প্রকল্পের সুবাদে ৷ লাভলি বলেন, "নির্বাচনের জন্য এই প্রকল্প শুরু করতে একটু দেরি হয়ে গেল ৷ এবার একটু হলেও এখানকার মানুষের জলের সমস্যা মিটবে ৷ এর মাধ্যমে আমি আমার কাজ শুরু করলাম ৷ ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই ৷"

দীর্ঘ দিন ধরেই এলাকার বাসিন্দারা পানীয় জলের কষ্টে ভুগছিলেন ৷ অবশেষে এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় খুশি এলাকাবাসী ৷ এই এলাকায় আরও দু'টি পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজ চলছে ৷ সেগুলিরও উদ্বোধন করা হলে এলাকায় জলের কষ্ট অনেকটাই কমে যাবে ৷

আরও পড়ুন : মণি নদীর বাঁধে নতুন করে ফাটল, বানভাসি কুমোরপাড়ার ছাতুয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.