ETV Bharat / state

সোনারপুরে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিলেন লাভলী - তৃণমূল

কোভিড প্রোটোকল মেনেই সোনারপুরে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিলেন লাভলী ৷

lovely maitra
lovely maitra
author img

By

Published : May 9, 2021, 2:20 PM IST

সোনারপুর , 9 মে : সমস্ত কোভিড প্রোটোকল মেনেই সোনারপুরে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিলেন বিধায়ক লাভলী মৈত্র ৷ সোনারপুরের কালিকাপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি ।

করোনাকালে ছিমছামের মধ্যেই সোনারপুরে ছোটো করে পালন করা হল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান ৷ এদিন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷

সাংবাদিকদের তিনি বলেন, "আমাদের নেত্রী অতিমারির অবস্থাতে যতটা ছোটো করে এবং সাধারণভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করতে বলেছেন ৷ সেদিকেই নজর রেখেছি আমরা ৷ নতুবা অনেক মানুষই ছিল যাঁদের নিমন্ত্রণ করার কথা ছিল ৷ কিন্তু করোনার কথা মাথায় রেখে করতে পারিনি ৷ "

সোনারপুরে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিলেন লাভলী

আরও পড়ুন : আমদানি শুল্ক-জিএসটিতে ছাড়ের দাবি, কোভিড নিয়ে ফের মোদিকে চিঠি মমতার

অন্যান্যে বারের মতন এবার কোথাও সেই জাঁকজমক নেই রবীন্দ্র জয়ন্তীতে ৷ করোনার রেকর্ড ভাঙা সংক্রমণের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন ছোটো করে অনুষ্ঠান সম্পন্ন করতে ৷ এমনকি জোর দিয়েছেন ভার্চুয়াল অনুষ্ঠানের উপরও ৷ তাই যাবতীয় কোভিড বিধি মেনেই সামান্যে আয়োজনের মধ্যে দিয়ে সেরে ফেলা হল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান ৷

সোনারপুর , 9 মে : সমস্ত কোভিড প্রোটোকল মেনেই সোনারপুরে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিলেন বিধায়ক লাভলী মৈত্র ৷ সোনারপুরের কালিকাপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি ।

করোনাকালে ছিমছামের মধ্যেই সোনারপুরে ছোটো করে পালন করা হল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান ৷ এদিন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷

সাংবাদিকদের তিনি বলেন, "আমাদের নেত্রী অতিমারির অবস্থাতে যতটা ছোটো করে এবং সাধারণভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করতে বলেছেন ৷ সেদিকেই নজর রেখেছি আমরা ৷ নতুবা অনেক মানুষই ছিল যাঁদের নিমন্ত্রণ করার কথা ছিল ৷ কিন্তু করোনার কথা মাথায় রেখে করতে পারিনি ৷ "

সোনারপুরে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিলেন লাভলী

আরও পড়ুন : আমদানি শুল্ক-জিএসটিতে ছাড়ের দাবি, কোভিড নিয়ে ফের মোদিকে চিঠি মমতার

অন্যান্যে বারের মতন এবার কোথাও সেই জাঁকজমক নেই রবীন্দ্র জয়ন্তীতে ৷ করোনার রেকর্ড ভাঙা সংক্রমণের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন ছোটো করে অনুষ্ঠান সম্পন্ন করতে ৷ এমনকি জোর দিয়েছেন ভার্চুয়াল অনুষ্ঠানের উপরও ৷ তাই যাবতীয় কোভিড বিধি মেনেই সামান্যে আয়োজনের মধ্যে দিয়ে সেরে ফেলা হল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.