ETV Bharat / state

সোনারপুরে রোগীর দরকারে দুয়ারে অক্সিজেন, সূচনা করলেন লাভলী - duare oxygen

অক্সিজেনের চাহিদার কথা মাথায় রেখে "দুয়ারে অক্সিজেন" প্রকল্পের সূচনা করলেন লাভলী মৈত্র । বিনামূল্যে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে করোনা রোগীর দুয়ারে ৷

Lovely gave a good start to the project duare oxygen
Lovely gave a good start to the project duare oxygen
author img

By

Published : May 23, 2021, 3:14 PM IST

সোনারপুর , 23 মে : লাভলী মৈত্রের নয়া উদ্যোগ ৷ চালু করলেন "দুয়ারে অক্সিজেন" প্রকল্প ৷ সম্পূর্ণ বিনামূল্যে এবার চিকিৎসা পরিষেবা পৌঁছে যাবে করোনা সংক্রমিত রোগীর দুয়ারে ৷

লাভলীর নেতৃত্বে সোনারপুর টাউনে তৃণমূল কংগ্রেসের নতুন উদ্যোগ ৷ করোনা রোগীদের জন্য চালু হল "দুয়ারে অক্সিজেন" প্রকল্প ৷

আরও পড়ুন : শুভেন্দুকে অভিশাপ দিয়ে দিন কাটছে ? বেসুরো স্বীকারোক্তি ফর্মে প্রশ্ন দেবাংশুর

এদিন, লাভলী মৈত্র বলেন, "এখানে মোট তিনটি 47 লিটারের অক্সিজেন সিলিন্ডার ও বাকি 10 লিটার করে অক্সিজেন সিলিন্ডার মোট দশটি রাখা হয়েছে ৷ যদি কোনও রোগীর অক্সিজেনের প্রয়োজন হয় তবে তাঁর বাড়িতে অক্সিজেন, ভেপার মেশিন ও অক্সিমিটার বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে ৷ যদি রোগীর কোনও বাড়াবাড়ি হয় তবে অবশ্যই আমরা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করব ৷ "

Lovely gave a good start to the project duare oxygen
"দুয়ারে অক্সিজেন" প্রকল্পের শুভ সূচনা করলেন লাভলী মৈত্র

সোনারপুরে করোনা সংক্রমণ ঠেকাতে ও রোগীদের সঠিক পরিষেবা দিতে বদ্ধপরিকর লাভলী ৷ তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সোনারপুরের সাধারণ মানুষ ৷

"দুয়ারে অক্সিজেন" প্রকল্পের করলেন লাভলী মৈত্র

সোনারপুর , 23 মে : লাভলী মৈত্রের নয়া উদ্যোগ ৷ চালু করলেন "দুয়ারে অক্সিজেন" প্রকল্প ৷ সম্পূর্ণ বিনামূল্যে এবার চিকিৎসা পরিষেবা পৌঁছে যাবে করোনা সংক্রমিত রোগীর দুয়ারে ৷

লাভলীর নেতৃত্বে সোনারপুর টাউনে তৃণমূল কংগ্রেসের নতুন উদ্যোগ ৷ করোনা রোগীদের জন্য চালু হল "দুয়ারে অক্সিজেন" প্রকল্প ৷

আরও পড়ুন : শুভেন্দুকে অভিশাপ দিয়ে দিন কাটছে ? বেসুরো স্বীকারোক্তি ফর্মে প্রশ্ন দেবাংশুর

এদিন, লাভলী মৈত্র বলেন, "এখানে মোট তিনটি 47 লিটারের অক্সিজেন সিলিন্ডার ও বাকি 10 লিটার করে অক্সিজেন সিলিন্ডার মোট দশটি রাখা হয়েছে ৷ যদি কোনও রোগীর অক্সিজেনের প্রয়োজন হয় তবে তাঁর বাড়িতে অক্সিজেন, ভেপার মেশিন ও অক্সিমিটার বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে ৷ যদি রোগীর কোনও বাড়াবাড়ি হয় তবে অবশ্যই আমরা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করব ৷ "

Lovely gave a good start to the project duare oxygen
"দুয়ারে অক্সিজেন" প্রকল্পের শুভ সূচনা করলেন লাভলী মৈত্র

সোনারপুরে করোনা সংক্রমণ ঠেকাতে ও রোগীদের সঠিক পরিষেবা দিতে বদ্ধপরিকর লাভলী ৷ তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সোনারপুরের সাধারণ মানুষ ৷

"দুয়ারে অক্সিজেন" প্রকল্পের করলেন লাভলী মৈত্র
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.