ক্যানিং, 19 মে : বেশ কিছুক্ষণ ধরে দুই যুবক ঘোরাফেরা করছিল ৷ তাদের দেখে সন্দেহ হয় স্থানীয়দের ৷ শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷ ওই দুই যুবকের ভোটার কার্ড দেখতে চান স্থানীয়রা ৷ আর তখনই যেন 'দুধ কা দুধ, পানি কা পানি' ৷ দুই ভুয়ো ভোটারকে ধরে রীতিমতো গণপিটুনির ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের বাঁশরা গ্রাম পঞ্চায়েতের নবপল্লি এলাকায় ৷
চলছিল ভোট গ্রহণ ৷ স্থানীয়দের অভিযোগ, EVM হ্যাক করার জন্যই ওই দুই যুবক এসেছিল ৷ তাদের দেখেই সন্দেহ হয় ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই যুবকের নাম পবিত্র মণ্ডল ও মুকুন্দ মণ্ডল ৷ 28 বছরের পবিত্রের বাড়ি উত্তর 24 পরগনার নিউটাউনে ৷ অন্যদিকে, মুর্শিদাবাদের বাসিন্দা মুকুন্দ মণ্ডলের বয়স 30 বছর ৷
স্থানীয়দের দাবি, এই দুই যুবক BJP-র সমর্থক ৷ টাকার বিনিময়ে ভুয়ো ভোটার সেজে এসেছিল তারা ৷ পাশাপাশি তাঁদের আরও দাবি, শুধু এই দুই যুবকই নয় ৷ রয়েছে আরও অনেকেই ৷
অভিযুক্ত দুই যুবককে হাতেনাতে ধরার পর স্থানীয়রাই তাদের পুলিশের হাতে তুলে দেন ৷ যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি পুলিশ ৷ এমন কী, BJP বা তৃণমূলের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷