ETV Bharat / state

ক্যানিংয়ে ভুয়ো ভোটারকে ধরে গণপিটুনি স্থানীয়দের - fake voters

নেই ভোটার কার্ড ৷ ক্যানিংয়ে ভুয়ো ভোটারদের ধরে গণপিটুনি দিল স্থানীয়রা ৷

দুই ভুয়ো ভোটার
author img

By

Published : May 19, 2019, 3:58 PM IST

Updated : May 19, 2019, 4:39 PM IST

ক্যানিং, 19 মে : বেশ কিছুক্ষণ ধরে দুই যুবক ঘোরাফেরা করছিল ৷ তাদের দেখে সন্দেহ হয় স্থানীয়দের ৷ শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷ ওই দুই যুবকের ভোটার কার্ড দেখতে চান স্থানীয়রা ৷ আর তখনই যেন 'দুধ কা দুধ, পানি কা পানি' ৷ দুই ভুয়ো ভোটারকে ধরে রীতিমতো গণপিটুনির ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের বাঁশরা গ্রাম পঞ্চায়েতের নবপল্লি এলাকায় ৷

দেখুন ভিডিয়ো

চলছিল ভোট গ্রহণ ৷ স্থানীয়দের অভিযোগ, EVM হ্যাক করার জন্যই ওই দুই যুবক এসেছিল ৷ তাদের দেখেই সন্দেহ হয় ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই যুবকের নাম পবিত্র মণ্ডল ও মুকুন্দ মণ্ডল ৷ 28 বছরের পবিত্রের বাড়ি উত্তর 24 পরগনার নিউটাউনে ৷ অন্যদিকে, মুর্শিদাবাদের বাসিন্দা মুকুন্দ মণ্ডলের বয়স 30 বছর ৷

স্থানীয়দের দাবি, এই দুই যুবক BJP-র সমর্থক ৷ টাকার বিনিময়ে ভুয়ো ভোটার সেজে এসেছিল তারা ৷ পাশাপাশি তাঁদের আরও দাবি, শুধু এই দুই যুবকই নয় ৷ রয়েছে আরও অনেকেই ৷

অভিযুক্ত দুই যুবককে হাতেনাতে ধরার পর স্থানীয়রাই তাদের পুলিশের হাতে তুলে দেন ৷ যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি পুলিশ ৷ এমন কী, BJP বা তৃণমূলের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

ক্যানিং, 19 মে : বেশ কিছুক্ষণ ধরে দুই যুবক ঘোরাফেরা করছিল ৷ তাদের দেখে সন্দেহ হয় স্থানীয়দের ৷ শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷ ওই দুই যুবকের ভোটার কার্ড দেখতে চান স্থানীয়রা ৷ আর তখনই যেন 'দুধ কা দুধ, পানি কা পানি' ৷ দুই ভুয়ো ভোটারকে ধরে রীতিমতো গণপিটুনির ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের বাঁশরা গ্রাম পঞ্চায়েতের নবপল্লি এলাকায় ৷

দেখুন ভিডিয়ো

চলছিল ভোট গ্রহণ ৷ স্থানীয়দের অভিযোগ, EVM হ্যাক করার জন্যই ওই দুই যুবক এসেছিল ৷ তাদের দেখেই সন্দেহ হয় ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই যুবকের নাম পবিত্র মণ্ডল ও মুকুন্দ মণ্ডল ৷ 28 বছরের পবিত্রের বাড়ি উত্তর 24 পরগনার নিউটাউনে ৷ অন্যদিকে, মুর্শিদাবাদের বাসিন্দা মুকুন্দ মণ্ডলের বয়স 30 বছর ৷

স্থানীয়দের দাবি, এই দুই যুবক BJP-র সমর্থক ৷ টাকার বিনিময়ে ভুয়ো ভোটার সেজে এসেছিল তারা ৷ পাশাপাশি তাঁদের আরও দাবি, শুধু এই দুই যুবকই নয় ৷ রয়েছে আরও অনেকেই ৷

অভিযুক্ত দুই যুবককে হাতেনাতে ধরার পর স্থানীয়রাই তাদের পুলিশের হাতে তুলে দেন ৷ যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি পুলিশ ৷ এমন কী, BJP বা তৃণমূলের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

Intro:গতকাল কলকাতায় অমিত শা এর নির্বাচনী প্রচার রালী চলাকালীন তৃনমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যদের উপর আক্রমন এবং বিদ্যাসাগর কলেজ ভাংচুর ও বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙার প্রতিবাদে আজ দক্ষিন বারাশত ধ্রুব্চাঁদ হালদার কলেজের ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে । তারা অমিত শা এর কুশ পুতুল পুড়িয়ে ধিক্কার জানাতে থাকে ।Body:কলেজে হামলা ও বিদ্যাসাগর মূর্তি ভাঙার প্রতিবাদে এদিন সকাল থেকে কলেজের বাইরের গেটে বিক্ষোভ দেখায়।Conclusion:বিক্ষোভের একটা সময় পর অমিত শাহের ছবিতে ও আগুন জ্বালিয়ে দেয়। এখন ও পর্যন্ত রাজ্যে আছেন অমিত শাহ। বিজেপির সভাপতির রোড শোকে কেন্দ্র করে মূলত ঘটনার সূত্রপাত। আর এই নিয়েই রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে।
Last Updated : May 19, 2019, 4:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.