ETV Bharat / state

জমায়েতের প্রতিবাদ, বিশেষভাবে সক্ষমকে মারধরের অভিযোগ স্থানীয় যুবকদের বিরুদ্ধে

লকডাউন অমান্য করে বাড়ির পাশে বাগানে জমায়েত স্থানীয় যুবকদের । বাধা দেওয়ায় রাতে অন্য জায়গায় নিয়ে গিয়ে বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল ওই যুবকদের বিরুদ্ধে । ঘটনায় কাউকে এখনও আটক বা গ্রেপ্তার করা হয়নি ।

injured in kashipur
জখম প্রতিবন্ধী
author img

By

Published : Apr 13, 2020, 2:54 PM IST

কাশিপুর, 13 এপ্রিল : লকডাউনে জমায়েত করতে বাধা দেওয়ায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় যুবকদের বিরুদ্ধে । ভাঙড়ের কাশিপুর থানার গোয়ালবাড়ি এলাকার ঘটনা । জখম ব্যক্তির নাম আবদুল্লা মোল্লা ।

গোয়ালবাড়ি এলাকার বাসিন্দা আবদুল্লা মোল্লা । তাঁর অভিযোগ, সরকারি নির্দেশিকা অমান্য করছে এলাকার 40-50 জন যুবক । আর প্রতিদিনই তাঁর বাড়ির পাশে বাগানে জমায়েত করছে । তার উপর কেউ মাস্ক পরে না । তাই গতকাল সকালে এই ঘটনায় প্রতিবাদ জানান আবদুল্লা । স্থানীয় ওই যুবকদের জমায়েত করতে নিষেধ করেন । তখনকার মতো সেখান থেকে চলে যায় ওই যুবকরা ।

গতরাতে হাসিবুর রহমান নামে ওই যুবকদের একজন আবদুল্লাকে ফোন করে । তারপর আবদুল্লার গোয়লাবাড়ির জমিতে টাওয়ার বসানোর বিষয়ে কথা বলতে তাঁকে সেখানে ডেকে পাঠায় হাসিবুর । আবদুল্লা গোয়ালবাড়িতে পৌঁছে দেখেন, সেখানে আগে থেকে হাসিবুরের সঙ্গে আরও দু'জন অপরিচিত যুবক রয়েছে । তারপরেই আবদুল্লাকে বেধড়ক মারধর করে তিনজন । অভিযোগ, মারধরে হাত ভেঙে যায় আবদুল্লার । শুধু তাই নয়, ওই যুবকদের বিরুদ্ধে মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ করা হয় ।

বর্তমানে জখম আবদুল্লা মোল্লা জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন । ঘটনায় কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।

কাশিপুর, 13 এপ্রিল : লকডাউনে জমায়েত করতে বাধা দেওয়ায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় যুবকদের বিরুদ্ধে । ভাঙড়ের কাশিপুর থানার গোয়ালবাড়ি এলাকার ঘটনা । জখম ব্যক্তির নাম আবদুল্লা মোল্লা ।

গোয়ালবাড়ি এলাকার বাসিন্দা আবদুল্লা মোল্লা । তাঁর অভিযোগ, সরকারি নির্দেশিকা অমান্য করছে এলাকার 40-50 জন যুবক । আর প্রতিদিনই তাঁর বাড়ির পাশে বাগানে জমায়েত করছে । তার উপর কেউ মাস্ক পরে না । তাই গতকাল সকালে এই ঘটনায় প্রতিবাদ জানান আবদুল্লা । স্থানীয় ওই যুবকদের জমায়েত করতে নিষেধ করেন । তখনকার মতো সেখান থেকে চলে যায় ওই যুবকরা ।

গতরাতে হাসিবুর রহমান নামে ওই যুবকদের একজন আবদুল্লাকে ফোন করে । তারপর আবদুল্লার গোয়লাবাড়ির জমিতে টাওয়ার বসানোর বিষয়ে কথা বলতে তাঁকে সেখানে ডেকে পাঠায় হাসিবুর । আবদুল্লা গোয়ালবাড়িতে পৌঁছে দেখেন, সেখানে আগে থেকে হাসিবুরের সঙ্গে আরও দু'জন অপরিচিত যুবক রয়েছে । তারপরেই আবদুল্লাকে বেধড়ক মারধর করে তিনজন । অভিযোগ, মারধরে হাত ভেঙে যায় আবদুল্লার । শুধু তাই নয়, ওই যুবকদের বিরুদ্ধে মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ করা হয় ।

বর্তমানে জখম আবদুল্লা মোল্লা জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন । ঘটনায় কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.