ETV Bharat / state

Administration Stopped Minor Girl Marriage: ডায়মন্ড হারবারে নাবালিকা ছাত্রীর বিয়ে রুখল প্রশাসন

author img

By

Published : Mar 11, 2022, 1:14 PM IST

Updated : Mar 26, 2022, 2:06 PM IST

নাবালিকা উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী ছাত্রীর বিয়ে রুখে দিল প্রশাসন । বিয়ের আয়োজন করে পরিবার । শেষমেষ প্রশাসনের হস্তক্ষেপে তা ভেস্তে যায় (Stopped Minor Girl Marriage) ।

Diamond Harbour News
ডায়মন্ড হারবারে নাবালিকা ছাত্রীর বিয়ে রুখল প্রশাসন

ডায়মন্ড হারবার, 11 মার্চ : বিয়ের আয়োজন প্রায় সম্পূর্ণ । আত্মীয়রাও হাজির হয়েছিলেন । রান্নার আয়োজনও চলছিল । ঠিক তখনই হাজির পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা । পাত্রী নাবালিকা । উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী । বিয়ের প্যান্ডেল দেখে সন্দেহ হয় প্রশাসনের । এলাকায় খোঁজখবর নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর বিয়ে রুখলেন পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা । ঘটনাটি ঘটে দক্ষিণ 24 প্রশাসনের হস্তক্ষেপে তা ভেস্তে গিয়েছে(Stopped Minor Girl Marriage) ।

রাজ্যে আগামী 2 এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । তার আগেই বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ অম্বলহাড়া গ্রামের ওই পরীক্ষার্থীর বিয়ের আয়োজন করে তার পরিবার । বৃহস্পতিবার রাতে বিয়ে। বাড়িতে অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়েছিল কিন্তু পুলিশ-প্রশাসনের আধিকারিক এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা হাজির হন ওই ছাত্রীর বাড়িতে । পরিবারের সঙ্গে কথা বলে আটকে দেওয়া হয় ওই নাবালিকার বিয়ে ।

বছর সতেরোর ওই ছাত্রী স্থানীয় স্কুলে পড়ে । ওই ছাত্রীর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল আমতলার এক যুবকের । তবে ডায়মন্ড হারবার থানার পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ছাত্রী এবং তাঁর বাবা-মাকে থানায় নিয়ে যান । এরপর এসডিপিও মিতুন দে নির্দেশে আইসি গৌতম মিত্র এবং বিডিও মিলনতীর্থ সামন্তের উপস্থিতিতে বোঝানোর পালা চলে ওই পরিবারটিকে ।

নাবালিকা মেয়ের বিয়ে বন্ধের কথা জানালেন বাবা নিজেই

আরও পড়ুন: পাত্রের আসার অপেক্ষায় কনেপক্ষ, নাবালিকার বিয়ে রুখল পুলিশ

ছাত্রীর বাবা বলেন, ‘‘আমার এক মেয়ে এক ছেলে । মেয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরিবারে অভাব-অনটনের কথা ভেবেই বিয়ে স্থির করা হয় ।’’

ছাত্রীর অভিভাবকদের থেকে মুচলেকাও নেওয়া হয় । সতর্ক করা হয় পরিবারটিকে ।

ডায়মন্ড হারবার, 11 মার্চ : বিয়ের আয়োজন প্রায় সম্পূর্ণ । আত্মীয়রাও হাজির হয়েছিলেন । রান্নার আয়োজনও চলছিল । ঠিক তখনই হাজির পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা । পাত্রী নাবালিকা । উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী । বিয়ের প্যান্ডেল দেখে সন্দেহ হয় প্রশাসনের । এলাকায় খোঁজখবর নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর বিয়ে রুখলেন পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা । ঘটনাটি ঘটে দক্ষিণ 24 প্রশাসনের হস্তক্ষেপে তা ভেস্তে গিয়েছে(Stopped Minor Girl Marriage) ।

রাজ্যে আগামী 2 এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । তার আগেই বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ অম্বলহাড়া গ্রামের ওই পরীক্ষার্থীর বিয়ের আয়োজন করে তার পরিবার । বৃহস্পতিবার রাতে বিয়ে। বাড়িতে অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়েছিল কিন্তু পুলিশ-প্রশাসনের আধিকারিক এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা হাজির হন ওই ছাত্রীর বাড়িতে । পরিবারের সঙ্গে কথা বলে আটকে দেওয়া হয় ওই নাবালিকার বিয়ে ।

বছর সতেরোর ওই ছাত্রী স্থানীয় স্কুলে পড়ে । ওই ছাত্রীর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল আমতলার এক যুবকের । তবে ডায়মন্ড হারবার থানার পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ছাত্রী এবং তাঁর বাবা-মাকে থানায় নিয়ে যান । এরপর এসডিপিও মিতুন দে নির্দেশে আইসি গৌতম মিত্র এবং বিডিও মিলনতীর্থ সামন্তের উপস্থিতিতে বোঝানোর পালা চলে ওই পরিবারটিকে ।

নাবালিকা মেয়ের বিয়ে বন্ধের কথা জানালেন বাবা নিজেই

আরও পড়ুন: পাত্রের আসার অপেক্ষায় কনেপক্ষ, নাবালিকার বিয়ে রুখল পুলিশ

ছাত্রীর বাবা বলেন, ‘‘আমার এক মেয়ে এক ছেলে । মেয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরিবারে অভাব-অনটনের কথা ভেবেই বিয়ে স্থির করা হয় ।’’

ছাত্রীর অভিভাবকদের থেকে মুচলেকাও নেওয়া হয় । সতর্ক করা হয় পরিবারটিকে ।

Last Updated : Mar 26, 2022, 2:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.