সোনারপুর, 29 এপ্রিল : বিদ্যুতের বিলে ছাড়় নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বাম ও কংগ্রেসের পরিষদীয় দলের৷ কোরোনার কারণে বাংলার মানুষের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ ৷ তাই সরকারের আগামী তিন মাসের জন্য বিদ্যুৎ বিলের উপর ছাড় দেওয়া উচিত বলেই মনে করছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷
সুজনবাবুর মতে, অনেক রাজ্যেই ছাড়ের ব্যবস্থা করা হয়েছে ৷ দিল্লি, তামিলনাড়ুর মতো রাজ্যে গরিবদের জন্য দু'শো ইউনিট করে ছাড় দেওয়া আছে ৷ বর্তমান পরিস্থিতিতে এ-রাজ্যের অনেক মানুষ খেতে পাচ্ছে না, কাজ নেই ৷ রাজ্য সরকারকে কটাক্ষ করে সুজনবাবু বলেন, "এই সরকার ক্লাবের জন্য খরচ করছে তেরো'শো কোটি টাকা, পি কে-র জন্য খরচ করছে পাঁচ'শো কোটি টাকা ৷ অথচ কোরোনা মোকাবিলায় রাজ্যের বাজেট দু'শো কোটি টাকা ৷"
প্রতিটি মানুষকে দু'হাজার টাকা করে দেওয়া উচিত বলে জানান তিনি ৷ সাধারণ রেশনের বাইরে রাজ্য সরকার কোনও রেশন দেয়নি বলে অভিযোগ করেন সুজনবাবু ৷