সুন্দরবন, 1 জানুয়ারি: শীতের মরশুমে অন্যতম পর্যটনক্ষেত্র হল সুন্দরবন ৷ শীত আসতেই সুন্দরবনে ভিড় করেছেন পর্যটকরা ৷ কিন্তু, নববর্ষের দিনে সুন্দরবনে এসে হতাশা হল তারা ৷ শতাধিক লঞ্চের লাইসেন্স না থাকার কারণে সুন্দরবনের জঙ্গলে যেতে চাইছে না কোনও লঞ্চ ৷ এ দিকে নতুন বছরে সুন্দরবনে পর্যটকদের ভিড় উপচে পড়েছে। আর তার জেরে হয়রানির মুখে পড়তে হচ্ছে তাদের ৷
প্রতিবছর দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে সুন্দরবনে পর্যটকদের ঘোরানোর জন্য লঞ্চ মালিকদের লাইসেন্স দেওয়া হয় ৷ কিন্তু, সময়ের মধ্যে অনেকেরই লাইসেন্সের পুনর্নবীকরণ হয়নি ৷ পর্যটকদের নিয়ে জঙ্গলে ঢুকলে বনদফতরের আধিকারিকরা লঞ্চের বৈধ কাগজপত্র দেখতে চায় ৷ যে সব লঞ্চের বৈধ কাগজপত্র থাকে না, সেই লঞ্চের মালিকদের গুণতে হয় মোটা অংকের জরিমানা ৷ ফলে সময় মতো লাইসেন্স পুনর্নবীকরণ না হওয়ায়, ভয়ে জঙ্গলে পর্যটকদের নিয়ে যেতে চাইছেন না লঞ্চ মালিকেরা ৷
সুন্দরবন টুরিস্ট বোট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম সর্দার বলেন, "দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে ডিসেম্বর মাস থেকেই শুরু হয় লাইসেন্স দেওয়ার কাজ ৷ কিন্তু, সপ্তাহে মাত্র দু’দিন এই লাইসেন্স প্রদান করার কাজ চলে ৷ সুন্দরবনের প্রায় 800-850টি লঞ্চ রয়েছে ৷ প্রতিদিন লম্বা লাইন পড়ছে পর্যটকদের ৷ কিন্তু, লাইসেন্স না থাকার কারণে পর্যটকদের নিয়ে সুন্দরবনে যেতে পারছে না কোন লঞ্চ ৷ হয়রানির মুখে পড়তে হচ্ছে পর্যটকদের ৷ এইরকম সমস্যা চলতে থাকলে আগামী দিনে সুন্দরবনে কোনও পর্যটক আর আসবে না ৷"
তিনি দাবি করেছেন, প্রতিবছর শীতের মরশুম শুরু অন্তত দু’মাস আগে থেকে এই লাইসেন্স পুনর্নবীকরণের কাজ শুরু করে দিক জেলা পরিষদ ৷ এর ফলে কোনও প্রকার সমস্যা মধ্যে পড়তে হবে না লঞ্চ মালিকদের ৷ যদিও, এ বিষয়ে দক্ষিণ 24 পরগনার জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি জানান, "2 জানুয়ারি থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷ সঠিক সময়ে আবেদন না করায় অনেকেই নতুন লাইসেন্স পাননি ৷ অফিস খোলার পর আবেদন করলে সকলেই লাইসেন্স পাবেন ৷ এর জেরে বিপাকে পড়েছে পর্যটকরা ৷"
নদিয়া থেকে আসা পর্যটক অমল ভট্টাচার্য বলেন, "নদিয়া থেকে 35 জন এই সুন্দরবনে ঘুরতে এসেছি ৷ কিন্তু, হঠাৎ আজ সকাল থেকেই এই সমস্যা শুরু হয়েছে ৷ আমরা কী করব বুঝে উঠতে পারছি না ? পর্যটকদের প্রায় শতাধিক লঞ্চ এই জেটিতে আটকে রয়েছে ৷ প্রায় কয়েক হাজার পর্যটক রয়েছেন এখানে ৷ কিছুই বুঝতে পারছি না ৷ আমরা চাই প্রশাসন দ্রুত এই বিষয়টিতে হস্তক্ষেপ করুক ৷"
আরও পড়ুন: