ETV Bharat / state

লাইসেন্স না থাকায় সুন্দরবনের জঙ্গলে যাচ্ছে না লঞ্চ, সমস্যায় পর্যটকেরা - সুন্দরবন

Launches not Going to Sundarbans Forest: প্রতিবছর দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে সুন্দরবনে পর্যটকদের ঘোরানোর জন্য লঞ্চ মালিকদের লাইসেন্স দেওয়া হয় ৷ কিন্তু, সময়ের মধ্যে অনেকেরই লাইসেন্সের পুনর্নবীকরণ হয়নি ৷ ফলে সুন্দরবনের জঙ্গলে যাচ্ছে না শতাধিক লঞ্চ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 7:02 PM IST

লাইসেন্স সমস্যায় বন্ধ সুন্দরবনের পর্যটন শিল্প

সুন্দরবন, 1 জানুয়ারি: শীতের মরশুমে অন্যতম পর্যটনক্ষেত্র হল সুন্দরবন ৷ শীত আসতেই সুন্দরবনে ভিড় করেছেন পর্যটকরা ৷ কিন্তু, নববর্ষের দিনে সুন্দরবনে এসে হতাশা হল তারা ৷ শতাধিক লঞ্চের লাইসেন্স না থাকার কারণে সুন্দরবনের জঙ্গলে যেতে চাইছে না কোনও লঞ্চ ৷ এ দিকে নতুন বছরে সুন্দরবনে পর্যটকদের ভিড় উপচে পড়েছে। আর তার জেরে হয়রানির মুখে পড়তে হচ্ছে তাদের ৷

প্রতিবছর দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে সুন্দরবনে পর্যটকদের ঘোরানোর জন্য লঞ্চ মালিকদের লাইসেন্স দেওয়া হয় ৷ কিন্তু, সময়ের মধ্যে অনেকেরই লাইসেন্সের পুনর্নবীকরণ হয়নি ৷ পর্যটকদের নিয়ে জঙ্গলে ঢুকলে বনদফতরের আধিকারিকরা লঞ্চের বৈধ কাগজপত্র দেখতে চায় ৷ যে সব লঞ্চের বৈধ কাগজপত্র থাকে না, সেই লঞ্চের মালিকদের গুণতে হয় মোটা অংকের জরিমানা ৷ ফলে সময় মতো লাইসেন্স পুনর্নবীকরণ না হওয়ায়, ভয়ে জঙ্গলে পর্যটকদের নিয়ে যেতে চাইছেন না লঞ্চ মালিকেরা ৷

সুন্দরবন টুরিস্ট বোট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম সর্দার বলেন, "দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে ডিসেম্বর মাস থেকেই শুরু হয় লাইসেন্স দেওয়ার কাজ ৷ কিন্তু, সপ্তাহে মাত্র দু’দিন এই লাইসেন্স প্রদান করার কাজ চলে ৷ সুন্দরবনের প্রায় 800-850টি লঞ্চ রয়েছে ৷ প্রতিদিন লম্বা লাইন পড়ছে পর্যটকদের ৷ কিন্তু, লাইসেন্স না থাকার কারণে পর্যটকদের নিয়ে সুন্দরবনে যেতে পারছে না কোন লঞ্চ ৷ হয়রানির মুখে পড়তে হচ্ছে পর্যটকদের ৷ এইরকম সমস্যা চলতে থাকলে আগামী দিনে সুন্দরবনে কোনও পর্যটক আর আসবে না ৷"

তিনি দাবি করেছেন, প্রতিবছর শীতের মরশুম শুরু অন্তত দু’মাস আগে থেকে এই লাইসেন্স পুনর্নবীকরণের কাজ শুরু করে দিক জেলা পরিষদ ৷ এর ফলে কোনও প্রকার সমস্যা মধ্যে পড়তে হবে না লঞ্চ মালিকদের ৷ যদিও, এ বিষয়ে দক্ষিণ 24 পরগনার জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি জানান, "2 জানুয়ারি থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷ সঠিক সময়ে আবেদন না করায় অনেকেই নতুন লাইসেন্স পাননি ৷ অফিস খোলার পর আবেদন করলে সকলেই লাইসেন্স পাবেন ৷ এর জেরে বিপাকে পড়েছে পর্যটকরা ৷"

নদিয়া থেকে আসা পর্যটক অমল ভট্টাচার্য বলেন, "নদিয়া থেকে 35 জন এই সুন্দরবনে ঘুরতে এসেছি ৷ কিন্তু, হঠাৎ আজ সকাল থেকেই এই সমস্যা শুরু হয়েছে ৷ আমরা কী করব বুঝে উঠতে পারছি না ? পর্যটকদের প্রায় শতাধিক লঞ্চ এই জেটিতে আটকে রয়েছে ৷ প্রায় কয়েক হাজার পর্যটক রয়েছেন এখানে ৷ কিছুই বুঝতে পারছি না ৷ আমরা চাই প্রশাসন দ্রুত এই বিষয়টিতে হস্তক্ষেপ করুক ৷"

আরও পড়ুন:

  1. বঙ্গে শীতের শুরু, ফণি-বুলবুল-আমফান-যশের ক্ষত কাটিয়ে ছন্দে ফিরছে মৌসুনি দ্বীপ
  2. বিপর্যয়ের মাঝে স্বস্তি! মরশুমের শুরুতেই তুষারপাত সিকিমে
  3. শীত পড়তেই এলাকায় আসছে ভিনদেশি পাখি, পর্যটন কেন্দ্র গড়ে তোলার চিন্তাভাবনা

লাইসেন্স সমস্যায় বন্ধ সুন্দরবনের পর্যটন শিল্প

সুন্দরবন, 1 জানুয়ারি: শীতের মরশুমে অন্যতম পর্যটনক্ষেত্র হল সুন্দরবন ৷ শীত আসতেই সুন্দরবনে ভিড় করেছেন পর্যটকরা ৷ কিন্তু, নববর্ষের দিনে সুন্দরবনে এসে হতাশা হল তারা ৷ শতাধিক লঞ্চের লাইসেন্স না থাকার কারণে সুন্দরবনের জঙ্গলে যেতে চাইছে না কোনও লঞ্চ ৷ এ দিকে নতুন বছরে সুন্দরবনে পর্যটকদের ভিড় উপচে পড়েছে। আর তার জেরে হয়রানির মুখে পড়তে হচ্ছে তাদের ৷

প্রতিবছর দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে সুন্দরবনে পর্যটকদের ঘোরানোর জন্য লঞ্চ মালিকদের লাইসেন্স দেওয়া হয় ৷ কিন্তু, সময়ের মধ্যে অনেকেরই লাইসেন্সের পুনর্নবীকরণ হয়নি ৷ পর্যটকদের নিয়ে জঙ্গলে ঢুকলে বনদফতরের আধিকারিকরা লঞ্চের বৈধ কাগজপত্র দেখতে চায় ৷ যে সব লঞ্চের বৈধ কাগজপত্র থাকে না, সেই লঞ্চের মালিকদের গুণতে হয় মোটা অংকের জরিমানা ৷ ফলে সময় মতো লাইসেন্স পুনর্নবীকরণ না হওয়ায়, ভয়ে জঙ্গলে পর্যটকদের নিয়ে যেতে চাইছেন না লঞ্চ মালিকেরা ৷

সুন্দরবন টুরিস্ট বোট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম সর্দার বলেন, "দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে ডিসেম্বর মাস থেকেই শুরু হয় লাইসেন্স দেওয়ার কাজ ৷ কিন্তু, সপ্তাহে মাত্র দু’দিন এই লাইসেন্স প্রদান করার কাজ চলে ৷ সুন্দরবনের প্রায় 800-850টি লঞ্চ রয়েছে ৷ প্রতিদিন লম্বা লাইন পড়ছে পর্যটকদের ৷ কিন্তু, লাইসেন্স না থাকার কারণে পর্যটকদের নিয়ে সুন্দরবনে যেতে পারছে না কোন লঞ্চ ৷ হয়রানির মুখে পড়তে হচ্ছে পর্যটকদের ৷ এইরকম সমস্যা চলতে থাকলে আগামী দিনে সুন্দরবনে কোনও পর্যটক আর আসবে না ৷"

তিনি দাবি করেছেন, প্রতিবছর শীতের মরশুম শুরু অন্তত দু’মাস আগে থেকে এই লাইসেন্স পুনর্নবীকরণের কাজ শুরু করে দিক জেলা পরিষদ ৷ এর ফলে কোনও প্রকার সমস্যা মধ্যে পড়তে হবে না লঞ্চ মালিকদের ৷ যদিও, এ বিষয়ে দক্ষিণ 24 পরগনার জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি জানান, "2 জানুয়ারি থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷ সঠিক সময়ে আবেদন না করায় অনেকেই নতুন লাইসেন্স পাননি ৷ অফিস খোলার পর আবেদন করলে সকলেই লাইসেন্স পাবেন ৷ এর জেরে বিপাকে পড়েছে পর্যটকরা ৷"

নদিয়া থেকে আসা পর্যটক অমল ভট্টাচার্য বলেন, "নদিয়া থেকে 35 জন এই সুন্দরবনে ঘুরতে এসেছি ৷ কিন্তু, হঠাৎ আজ সকাল থেকেই এই সমস্যা শুরু হয়েছে ৷ আমরা কী করব বুঝে উঠতে পারছি না ? পর্যটকদের প্রায় শতাধিক লঞ্চ এই জেটিতে আটকে রয়েছে ৷ প্রায় কয়েক হাজার পর্যটক রয়েছেন এখানে ৷ কিছুই বুঝতে পারছি না ৷ আমরা চাই প্রশাসন দ্রুত এই বিষয়টিতে হস্তক্ষেপ করুক ৷"

আরও পড়ুন:

  1. বঙ্গে শীতের শুরু, ফণি-বুলবুল-আমফান-যশের ক্ষত কাটিয়ে ছন্দে ফিরছে মৌসুনি দ্বীপ
  2. বিপর্যয়ের মাঝে স্বস্তি! মরশুমের শুরুতেই তুষারপাত সিকিমে
  3. শীত পড়তেই এলাকায় আসছে ভিনদেশি পাখি, পর্যটন কেন্দ্র গড়ে তোলার চিন্তাভাবনা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.