ETV Bharat / state

Panchayat Board Formation: চালতাবেড়িয়া পঞ্চায়েতের বোর্ড গঠন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন পুলিশ - পঞ্চায়েত নির্বাচন

চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ৷ চলছে টহলদারি ৷ এলাকায় বলবৎ রয়েছে 144 ধারা ৷

Gram Panchayat Board formation
ভাঙড়ে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
author img

By

Published : Aug 9, 2023, 9:47 PM IST

চালতাবেড়িয়া পঞ্চায়েতের বোর্ড গঠন

ভাঙড়, 9 অগস্ট: মনোনয়ন পর্বের সময় থেকেই বারেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকা ৷ আজ অর্থাৎ বুধবার সেখানে পঞ্চায়েতের বোর্ড গঠন ৷ আর চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে নতুন করে এলাকায় যাতে অশান্তি না ছাড়ায় তাই আগে ভাগেই করা ব্যবস্থা নিয়েছে বারুইপুর জেলার পুলিশ । এ বিষয়ে বারুইপুরের পুলিশ সুপার পুষ্পা বলেন, "এলাকার প্রতিটি জায়গায় বিশাল পুলিশ মোতায়েন করা রয়েছে । এখনও পর্যন্ত কোনও অশান্তির খবর পাওয়া যায়নি । বোর্ড গঠন প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণভাবেই চলছে । গোটা এলাকায় 144 ধারা বলবৎ রয়েছে ।"

পুলিশের পক্ষ থেকে ভাঙড়ে আবারও নতুন করে জারি হয়েছে 144 ধারা । এই 144 ধারা 13 তারিখ অর্থাৎ রবিবার মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে বলে জানা গিয়েছে । বোর্ড গঠনের পুলিশি বন্দোবস্ত জোরদার । এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । জমায়েত দ্রুততার সঙ্গে সরিয়ে দিচ্ছে পুলিশ । শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকায় চলছে পুলিশি টহলদারি । চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের 100 মিটারের মধ্যে কোন প্রকার জমায়েত করতে দিচ্ছে না পুলিশ কর্মীরা । জমায়েত দেখলেই দ্রুত সেই ঘটনাস্থলে ছুটে যাচ্ছে । বোর্ড গঠন প্রক্রিয়া যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় সেদিকে নজর পুলিশের । চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে মোট 30টি আসনের মধ্যে 18টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ৷ আর 12টি আসনে জয়লাভ করেছে আইএসএফ ।

আরও পড়ুন: ভাঙড়ে ফের জারি 144 ধারা, চম্পাহাটিতে পঞ্চায়েত-বোর্ড গঠন ঘিরে উত্তেজনা

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় অশান্ত হয়ে উঠেছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড় । মুড়ি-মুড়কির মতন এলাকায় বোমা পড়েছিল ৷ চলেছিল গুলি। মনোনয়নপত্র জমা থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনার দিনও রক্ত ঝরে ছিল ভাঙড়ে । শাসকবিরোধী সংঘর্ষে দফাই দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে 144 ধারা জারি করাও হয়েছিল ৷

চালতাবেড়িয়া পঞ্চায়েতের বোর্ড গঠন

ভাঙড়, 9 অগস্ট: মনোনয়ন পর্বের সময় থেকেই বারেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকা ৷ আজ অর্থাৎ বুধবার সেখানে পঞ্চায়েতের বোর্ড গঠন ৷ আর চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে নতুন করে এলাকায় যাতে অশান্তি না ছাড়ায় তাই আগে ভাগেই করা ব্যবস্থা নিয়েছে বারুইপুর জেলার পুলিশ । এ বিষয়ে বারুইপুরের পুলিশ সুপার পুষ্পা বলেন, "এলাকার প্রতিটি জায়গায় বিশাল পুলিশ মোতায়েন করা রয়েছে । এখনও পর্যন্ত কোনও অশান্তির খবর পাওয়া যায়নি । বোর্ড গঠন প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণভাবেই চলছে । গোটা এলাকায় 144 ধারা বলবৎ রয়েছে ।"

পুলিশের পক্ষ থেকে ভাঙড়ে আবারও নতুন করে জারি হয়েছে 144 ধারা । এই 144 ধারা 13 তারিখ অর্থাৎ রবিবার মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে বলে জানা গিয়েছে । বোর্ড গঠনের পুলিশি বন্দোবস্ত জোরদার । এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । জমায়েত দ্রুততার সঙ্গে সরিয়ে দিচ্ছে পুলিশ । শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকায় চলছে পুলিশি টহলদারি । চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের 100 মিটারের মধ্যে কোন প্রকার জমায়েত করতে দিচ্ছে না পুলিশ কর্মীরা । জমায়েত দেখলেই দ্রুত সেই ঘটনাস্থলে ছুটে যাচ্ছে । বোর্ড গঠন প্রক্রিয়া যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় সেদিকে নজর পুলিশের । চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে মোট 30টি আসনের মধ্যে 18টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ৷ আর 12টি আসনে জয়লাভ করেছে আইএসএফ ।

আরও পড়ুন: ভাঙড়ে ফের জারি 144 ধারা, চম্পাহাটিতে পঞ্চায়েত-বোর্ড গঠন ঘিরে উত্তেজনা

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় অশান্ত হয়ে উঠেছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড় । মুড়ি-মুড়কির মতন এলাকায় বোমা পড়েছিল ৷ চলেছিল গুলি। মনোনয়নপত্র জমা থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনার দিনও রক্ত ঝরে ছিল ভাঙড়ে । শাসকবিরোধী সংঘর্ষে দফাই দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে 144 ধারা জারি করাও হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.