সুন্দরবন, 1 জুন : আরও একবার সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হল মহিলা মৎস্যজীবীর । মৃতের নাম ভগবতী মণ্ডল (38)। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জের অন্তর্গত ঝিলা 4 জঙ্গলের গোলভক্সা খালে ।
যশে বিপর্যস্ত গোটা গ্রাম । খুইয়েছিলেন মাথার ছাদটুকুও । তবে পেটের তাগিদে ভোরের আলো ফোটার আগেই স্বামী ও প্রতিবেশীর সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন সুন্দরবনে ৷ বালির চরে তখন রোদ পোহাচ্ছিল বাঘ ৷ ওঁরা ভেবেছিলেন বাঘটি মৃত ৷ বিশেষ আমল দেননি তাতে । কিন্তু সেখানে যে ওৎ পেতে অপেক্ষা করেছিল ক্ষুধার্ত রয়্যাল বেঙ্গল টাইগার তা কল্পনাও করেননি ওরা । আপন মনেই কাঁকড়া ধরতে থাকেন মৎস্যজীবী দম্পতি । কাঁকড়া ধরার সময়ে চরের কাছাকাছি চলে গেলে আচমকাই বাঘটি লাফিয়ে পড়ে ভগবতীর ওপর । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷
আরও পড়ুন : দেশে প্রথম বঙ্গতনয়ার নামে রেলস্টেশন, কে এই বেলা বসু ?
ভগবতী মণ্ডলের বাড়ি গোসাবা ব্লকের লাহিড়িপুরের চরঘেরি গ্রামে । পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভগবতী মণ্ডল স্বামী অতিন মণ্ডল ও অপর প্রতিবেশী সবিতা মণ্ডলকে নিয়ে খুব ভোরে রওনা দেন ঝিলা 4 জঙ্গলে । তারপরেই এই দুর্ঘটনা ঘটে ৷