ETV Bharat / state

লকডাউন : দিল্লিতে মৃত রাজ্য়ের পরিযায়ী শ্রমিক

author img

By

Published : Apr 4, 2020, 11:42 PM IST

লকডাউনের জেরে মারা গেল এরাজ্যের শ্রমিক ৷ নাম মণিরুল পাইক ( 27 ) ৷ দক্ষিণ 24 পরগনার উস্থি থানা এলাকার হটুগঞ্জ পূর্ব পাড়ার বাসিন্দা সে ৷ পরিবারে একমাত্র রোজগেরে ছিল সেই ৷

Labour died in delhi due to corona outbreak lockdown
লকডাউন : দিল্লিতে কাজ করতে গিয়ে মারা গেল এরাজ্যের মণিরুল

উস্থি , 4 এপ্রিল : লকডাউনের জেরে মারা গেল এরাজ্যের শ্রমিক ৷ নাম মণিরুল পাইক ( 27 ) ৷ দক্ষিণ 24 পরগনার উস্থি থানা এলাকার হটুগঞ্জ পূর্ব পাড়ার বাসিন্দা সে ৷ পরিবারে একমাত্র রোজগেরে ছিল সেই ৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া গোটা পরিবার ৷

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন ৷ বন্ধ গণপরিবহন পরিষেবা ৷ পরিস্থিতি সামাল দিতে নাজেহাল পুলিশ ৷ ভিন রাজ্যে কাজে গিয়ে আটকে পড়েছে অসংখ্য শ্রমিক ৷ এরাজ্যেরও বহু শ্রমিক আটকে অন্য রাজ্যে ৷ লকডাউনের জেরে নেই তাদের উপার্জন ৷ নেই স্বাস্থ্য সুরক্ষাও ৷

জানা গেছে, গত দেড় মাস আগে মণিরুল দিল্লিতে যান শ্রমিকের কাজ নিয়ে । সেখানে দিনমজুরের কাজ করতেন । এরপরেই কোরোনা ভাইরাসে সংক্রমণ ছড়িয়ে পরে ৷ আতঙ্কের জেরে সারা দেশজুড়ে করা হয় লকডাউন ৷ বন্ধ হয়ে যায় মণিরুলের কাজ ৷ রাজ্য সীমানা বন্ধ হয়ে যাওয়ায় বাড়িও ফিরতে পারে না সে ৷ দিল্লিতেই আটকে পড়ে মণিরুল । এরপরেই লকডাউনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে সে ৷ সহকর্মীরা তাঁকে দিল্লীর গ্রিন পার্কের কাছে একটি হাসপাতালে ভরতি করেন । বাড়িতে খবর পাঠানো হয় মণিরুলের অসুস্থতার কথা ৷ এরপর গতকাল ফোনে খবর আসে মারা গেছেন মণিরুল ৷

উস্থি , 4 এপ্রিল : লকডাউনের জেরে মারা গেল এরাজ্যের শ্রমিক ৷ নাম মণিরুল পাইক ( 27 ) ৷ দক্ষিণ 24 পরগনার উস্থি থানা এলাকার হটুগঞ্জ পূর্ব পাড়ার বাসিন্দা সে ৷ পরিবারে একমাত্র রোজগেরে ছিল সেই ৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া গোটা পরিবার ৷

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন ৷ বন্ধ গণপরিবহন পরিষেবা ৷ পরিস্থিতি সামাল দিতে নাজেহাল পুলিশ ৷ ভিন রাজ্যে কাজে গিয়ে আটকে পড়েছে অসংখ্য শ্রমিক ৷ এরাজ্যেরও বহু শ্রমিক আটকে অন্য রাজ্যে ৷ লকডাউনের জেরে নেই তাদের উপার্জন ৷ নেই স্বাস্থ্য সুরক্ষাও ৷

জানা গেছে, গত দেড় মাস আগে মণিরুল দিল্লিতে যান শ্রমিকের কাজ নিয়ে । সেখানে দিনমজুরের কাজ করতেন । এরপরেই কোরোনা ভাইরাসে সংক্রমণ ছড়িয়ে পরে ৷ আতঙ্কের জেরে সারা দেশজুড়ে করা হয় লকডাউন ৷ বন্ধ হয়ে যায় মণিরুলের কাজ ৷ রাজ্য সীমানা বন্ধ হয়ে যাওয়ায় বাড়িও ফিরতে পারে না সে ৷ দিল্লিতেই আটকে পড়ে মণিরুল । এরপরেই লকডাউনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে সে ৷ সহকর্মীরা তাঁকে দিল্লীর গ্রিন পার্কের কাছে একটি হাসপাতালে ভরতি করেন । বাড়িতে খবর পাঠানো হয় মণিরুলের অসুস্থতার কথা ৷ এরপর গতকাল ফোনে খবর আসে মারা গেছেন মণিরুল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.