ETV Bharat / state

বিহারে পাচার হওয়া 12 জনকে উদ্ধার কুলতলি থানার পুলিশের - বিহারে পাচার হওয়া 12 জনকে উদ্ধার করল কুলতলি থানার পুলিশ

নিখোঁজদের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে কুলতলি থানার পুলিশ । তদন্তে পুলিশ জানতে পারে বিহারে পাচার করা হয়েছে নিখোঁজদের । সেইমতো প্রতিবেশী রাজ্যে অভিযান চালায় পুলিশ ।

Kultali police rescued 12 person from Bihar
বিহারে পাচার হওয়া 12 জনকে উদ্ধার করল কুলতলি থানার পুলিশ
author img

By

Published : Jan 6, 2021, 4:04 PM IST

কুলতলি, 6 জানুয়ারি : পাচার হওয়া 12 জনকে উদ্ধার করল কুলতলি থানার পুলিশ । এদের মধ্যে কয়েকজন নাবালক ও নাবালিকাও রয়েছে । তাদের বিহারে পাচার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

সম্প্রতি কুলতলির দুই নাবালিকা বোন মেদিনীপুর যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় । তারপর 15 দিন কেটে গেলেও তাদের কোনও হদিস পায়নি বাড়ির লোকজন । শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয় পরিবার । অভিযোগ পেয়ে তদন্তে নামে কুলতলি থানার পুলিশ । সাব ইন্সপেক্টর প্রবীর কুমার দাস খবর পান, ওই দুই নাবালিকা ও আরও 10জনকে বিহারে পাচার করা হয়েছে । তিনি বিহারের বেথিয়া জেলার মজোলিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন । পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হয় পুলিশের তরফে । বিহারের সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে একসঙ্গে 12জনকে উদ্ধার করে পুলিশ । এদের মধ্যে চারজন নাবালিকা, দু'জন নাবালক, চারজন যুবতি ও দু'জন যুবক রয়েছে ।

আরও পড়ুন : পাচার তদন্তে রাজ্যের তিন আইপিএসকে তলব

উদ্ধার হওয়া নাবালক ও নাবালিকাদের বারুইপুর জেলা পুলিশের হোমে রাখা হয়েছে । যুবক-যুবতিদের বারুইপুর এজেএম আদালতে পাঠানো হয়েছে ।

কুলতলি, 6 জানুয়ারি : পাচার হওয়া 12 জনকে উদ্ধার করল কুলতলি থানার পুলিশ । এদের মধ্যে কয়েকজন নাবালক ও নাবালিকাও রয়েছে । তাদের বিহারে পাচার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

সম্প্রতি কুলতলির দুই নাবালিকা বোন মেদিনীপুর যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় । তারপর 15 দিন কেটে গেলেও তাদের কোনও হদিস পায়নি বাড়ির লোকজন । শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয় পরিবার । অভিযোগ পেয়ে তদন্তে নামে কুলতলি থানার পুলিশ । সাব ইন্সপেক্টর প্রবীর কুমার দাস খবর পান, ওই দুই নাবালিকা ও আরও 10জনকে বিহারে পাচার করা হয়েছে । তিনি বিহারের বেথিয়া জেলার মজোলিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন । পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হয় পুলিশের তরফে । বিহারের সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে একসঙ্গে 12জনকে উদ্ধার করে পুলিশ । এদের মধ্যে চারজন নাবালিকা, দু'জন নাবালক, চারজন যুবতি ও দু'জন যুবক রয়েছে ।

আরও পড়ুন : পাচার তদন্তে রাজ্যের তিন আইপিএসকে তলব

উদ্ধার হওয়া নাবালক ও নাবালিকাদের বারুইপুর জেলা পুলিশের হোমে রাখা হয়েছে । যুবক-যুবতিদের বারুইপুর এজেএম আদালতে পাঠানো হয়েছে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.